প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-০২

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
২৬। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে?
(ক) ভিটামিন C (খ) ভিটামিন B
(গ) ভিটামিন D (ঘ) ভিটামিন K
২৭। কোন দেশের জনসংখ্যা প্রাকৃতিক পরিবর্তন ঘটে-
(ক) জন্ম, মৃত্যু, জন্মনিয়ন্ত্রণ দ্বারা
(খ) শিক্ষা এবং পরিবার পরিকল্পনা দ্বারা
(গ) জন্ম, মৃত্যু ও স্থানান্তর দ্বারা
(ঘ) মহিলাদের শিক্ষা এবং স্বাধিকারদের দ্বারা
২৮। সবচেয়ে ভারী ধাতু-
(ক) লোহা (খ) নিকেল (গ) পারদ (ঘ) প্লাটিনাম
২৯। শিশুদের রাতকানা রোগের কারণ কী?
(ক) ভিটামিন এ-এর অভাব (খ) ভিটামিন বি-এর অভাব (গ) সময়মত টিকা না দেয়া (ঘ) পড়াশোনার চাপ
৩০। শিশুদের TB হলে, সবচেয়ে সাধারণ লক্ষণ হবে-
(ক) কাশি ও কফের সঙ্গে রক্ত পড়া
(খ) ওজন কমে যাওয়া (গ) বুকের ব্যথা করা
(ঘ) বুকে শোঁ শোঁ শব্দ হওয়া
৩১। গরুর দুধের তুলনায় মায়ের বুকের দুধে কার্বহাইড্রেটের পরিমাণ-
(ক) অতিমাত্রায় বেশি (খ) কিছুটা বেশি
(গ) প্রায় সমান সমান (ঘ) অতিমাত্রায় কম
৩২। আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের-
(ক) ১৪তম প্রেসিডেন্ট (খ) ১৫তম প্রেসিডেন্ট (গ) ১৬তম প্রেসিডেন্ট (ঘ) ১৭তম প্রেসিডেন্ট
৩৩। বায়ুর তাপের প্রধান উৎস কী?
(ক) সৌরজগৎ (খ) নীহারিকা (গ) সূর্য (ঘ) ধূমকেতু
৩৪। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?
(ক) লোহিত সাগরে (খ) ভূ-মধ্য সাগরে (গ) এডেন সাগরে (ঘ) পীত সাগরে
৩৫। কোনটি ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ?
(ক) সালাত (খ) ঈমান (গ) জাকাত (ঘ) সাওম
৩৬। ঢাকায় রাজধানী স্থাপন করেন-
(ক) মীর জুমলা (খ) মুর্শিদকুলী খান
(গ) শায়েস্তা খান (ঘ) ইসলাম খান
৩৭। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায়-
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন (ঘ) কার্বন ডাই-অক্সাইড
৩৮। পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে-
(ক) মসিসিপি মিসৌর (খ) নীল নদ
(গ) ইয়াংসি (ঘ) আমাজান
৩৯। কোন খাদ্যে লৌহের পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) লালশাক (খ) পালংশাক
(গ) কচুশাক (ঘ) পুঁইশাক
৪০। দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি?
(ক) আমিষ (খ) শ্বেতসার (গ) পানি (ঘ) ভিটামিন
৪১। হবু রাজার গবু মন্ত্রী কার লেখা?
(ক) রিজিয়া রহমান (খ) বেগম রোকেয়া
(গ) রফিক হায়দার (ঘ) বিদ্যাপতি
৪২। গীতিকাকে ইংরেজিতে কী বলা হয়?
(ক) ব্যালড (খ) ফোকলোর (গ) নডেল (ঘ) সং
৪৩। কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
(ক) উন্মুখ (খ) লাল (গ) বসতি (ঘ) পদ্ম
৪৪। একা এবং কয়েকজনকার লেখা?
(ক) সমরেশ মজুমদার (খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) হুমায়ূন আহমেদ (ঘ) আবির হাসান
৪৫। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয়-
(ক) সেমিকোলন (খ) কোলন (গ) কমা (ঘ) হাইফেন
৪৬। To blwo hot and cold in the same breath- এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) গাঁয়ে মানে না আপনি মোড়ল
(খ) এক মুখে দুই কথা
(গ) আপনি বাঁচলে বাপের নাম
(ঘ) কাঁটা দিয়ে কাঁটা তোলা
৪৭। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশি ভূমি। কার লেখা?
(ক) সুকান্ত ভট্টাচার্য (খ) নজরুল ইসলাম
(গ) শামসুর রাহমান (ঘ) সিকান্দার আবু জাফর
৪৮। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কী বলে?
(ক) স্বর (খ) বর্ণ (গ) ঘোষ (ঘ) ব্যঞ্জন
৪৯। কোনটি শুদ্ধ?
(ক) দৈন্যতা (খ) দীনতা (গ) দুরাবস্থা (ঘ) দীঘি
৫০। রাজযোটকবাগধারাটির অর্থ কী?
(ক) ঝাঁকের কই (খ) কর্তৃত্বশীল ব্যক্তি
(গ) চমৎকার মিল (ঘ) হুকুমের গোলাম
৫১। A dark horse means-
(ক) a black horse (খ) an unknown horse
(গ) an unknown person (ঘ) a roaming person
উত্তর : ২৬. ঘ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. খ ৪৬ খ ৪৭. ক ৪৮. খ ৪৯. খ ৫০. গ ৫১. গ

No comments

Powered by Blogger.