বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২৯
বিসিএস পরীক্ষার
প্রস্তুতি
১। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
১। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ক.
পুড্র খ. তাম্রলিপ্ত গ. গৌড় ঘ. হরিকেল
২।
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক.
দ্রাবিড় খ. নেগ্রিটো গ. ভোটচীন ঘ. অস্ট্রিক
৩।
বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
ক.
আলমগীরনামা খ. আইন-ই-আকবরী
গ.
আকবরনামা ঘ. তুজুক-ই-আকবরী
৪।
ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন-
ক.
শাহ সুজা খ. শায়েস্তা খান গ. মীর জুমলা ঘ. সুবেদার ইসলাম খান।
৫।
‘বাংলার
ছিয়াত্তরের মন্বন্তর’-এর সময়কাল-
ক.
১৭৭০ খ্রিস্টাব্দ খ. ১৭৬০ খ্রিস্টাব্দ
গ.
১৭৬৫ খ্রিস্টাব্দ ঘ. ১৭৫৬ খ্রিস্টাব্দ
৬।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
ক.
৩১ জানুয়ারি ১৯৫২ খ. ২ ফেব্রুয়ারি ১৯৫২
গ.
১৮ ফেব্রুয়ারি ১৯৫২ ঘ. ২০ জানুয়ারি ১৯৫২
৭।
৬ দফা দাবি পেশ করা হয়-
ক.
১৯৭০ সালে খ. ১৯৬৬ সালে গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৯ সালে
৮।
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
ক.
৫০% খ. ৬২% গ. ৫৮% ঘ. ৬৬%
৯।
MDG-এর অন্যতম লক্ষ্য কী ছিল?
ক.
দেশ থেকে পোলিও নির্মূল
খ.
HIV/AIDS নির্মূল করা
গ.
যক্ষ্মা নির্মূল করা
ঘ.
ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
১০।
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
ক.
এককক্ষ খ. দুই বা দ্বিকক্ষ গ. তিন কক্ষ গ. বহু কক্ষবিশিষ্ট
১১।
বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে-
ক.
১৯৭২ সাল খ. ১৯৭৪ সাল গ. ১৯৭৩ সাল ঘ. ১৯৭৭ সাল
১২।
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
ক.
রাখাইন খ. মারমা গ. পাউন ঘ. খিয়াং
১৩।
ঢাকার ‘ধোলাই
খাল’
কে খনন করেন?
ক.
পরিবিবি খ. ইসলাম খান গ. শায়েস্তা খান ঘ. ঈশা খান
১৪।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক.
যুক্তরাজ্য খ. স্পেন গ. গ্রিস ঘ. পূর্ব জার্মানি
১৫।
‘হামহাম’
জলপ্রপাতটি কোথায় অবস্থিত?
ক.
মৌলভীবাজার খ. রাঙামাটি গ. বান্দরবান ঘ. খাগড়াছড়ি
১৬।
বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক.
১৭ জানুয়ারি ১৯৭২ খ. ২৬ মার্চ ১৯৭১
গ.
১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
১৭।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে?
ক.
১৯৭২ সালের ১৩ জানুয়ারি
খ.
১৯৭২ সালের ১৭ জানুয়ারি
গ.
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ.
১৯৭১ সালের ২৬ মার্চ
১৮।
ECNEC কবে গঠিত হয়?
ক.
১৯৮৩ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৮০ সালে গ. ১৯৮৪ সালে
১৯।
ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ক.
রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. স্পিকার
২০।
বলাকা কি ফসলের উন্নত জাত?
ক.
গম খ. ধান গ. কলা ঘ. পাট
উত্তর
: ১। ক ২। ঘ ৩। খ ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। খ ৯। ঘ ১০। ক ১১। খ ১২। গ ১৩। খ ১৪। ঘ
১৫। ক ১৬। ক ১৭। ক ১৮ খ ১৯ গ ২০। ক
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
No comments