বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৩৪

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

১. আন্তর্জাতিক রেড ক্রসের সদর দফতর-
ক. ভিয়েনা খ. জেনেভা
গ. প্যারিস ঘ. লন্ডন
২. ওঅঊঅ-এর সদর দফতর হচ্ছে-
ক. জেনেভা খ. ভিয়েনা
গ. ওয়াশিংটন ঘ. প্যারিস
৩. সার্ক প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৮২ সাল খ. ১৯৮৪ সাল
গ. ১৯৮৭ সাল ঘ. ১৯৮৫ সাল
৪. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৪১ সাল খ. ১৯৪৫ সাল
গ. ১৯৪৮ সাল ঘ. ১৯৪৯ সাল
৫. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক. মিসর খ. ইরাক
গ. ইরান ঘ. সিরিয়া
৬. ভারতীয় কোন রাজ্যের সহিত বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
ক. আসাম খ. ত্রিপুরা
গ. মিজোরাম ঘ. নাগাল্যান্ড
৭. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. এডিবি খ. বিশ্বব্যাংক
গ. জাইকা ঘ. আইএমএফ
৮. কোনটি ডি-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া খ. ভারত
গ. মালয়েশিয়া ঘ. তুরস্ক
৯. গ্রেট হল কোথায় অবস্থিত?
ক. ব্রিটেন খ. যুক্তরাষ্ট্র
গ. চীন ঘ. রাশিয়া
১০. গ্রিনল্যান্ড-এর মালিকানা কোন দেশের?
ক. সুইডেন খ. নেদারল্যান্ডস
গ. ডেনমার্ক ঘ. ইংল্যান্ড
১১. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক. সুয়েজ খাল খ. মিসিসিপি
গ. ভলগা ঘ. পানামা খাল
১২. হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া ঘ. জাপান
১৩. কোথায় সেনাবাহিনী নেই?
ক. সুদান খ. সাইপ্রাস
গ. মালদ্বীপ ঘ. ভুটান
১৪. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ২৬ জুন খ. ১ আগস্ট
গ. ১ মে ঘ. ১০ ডিসেম্বর
১৫. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল খ. পেরু
গ. আর্জেন্টিনা ঘ. মিসর
১৬. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত খ. মিসর
গ. লেবানন ঘ. ইয়েমেন
১৭. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়া খ. ঘানা
গ. মিসর ঘ. হংকং
১৮. ইন্টারপোল সংস্থার সদর দফতর কোথায়?
ক. প্যারিস খ. লিঁও
গ. ভার্সাই ঘ. মাসাই
১৯. হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড ঘ. পোল্যান্ড
২০. BIMSTEC কী ধরনের সংগঠন?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. বাণিজ্যিক
উত্তর : ১.খ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.খ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Powered by Blogger.