বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৩৬

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

১. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া খ. ভ্লাদিভস্টাক
গ. খায়বারভস্ক ঘ. বোখারা
২. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. এফএম মার্কস খ. ম্যাক্সওয়েবার
গ. রবার্ট প্রেসথাস ঘ. কার্ল মার্কস
৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
ক.১ জানুয়ারি, ১৯৯৯ খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০ ঘ. ১ জুলাই, ২০০০
৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ
গ. নিউইয়র্ক ঘ. প্যারিস
৫. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে খ. ইতালিতে
গ. তুরস্কে ঘ. স্পেনে
৬. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. ব্যাংকক খ. সিঙ্গাপুর
গ. টোকিও ঘ. ম্যানিলা
৭. কোন দেশে প্রথম আনবিক বোমা ফেলা হয়?
ক. জাপান খ. ইতালি
গ. জার্মানি ঘ. চীন
৮. যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন- এটি কার উক্তি?
ক. সালজার খ. ফ্রাঙ্কো
গ. হিটলার ঘ. মুসোলিনি
৯. মিসর কোন মহাদেশের অন্তর্গত?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
১০. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
ক. ৪৮টি খ. ৫০টি গ. ৫১টি ঘ. ৬০টি
১১. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক খ. মিসর
গ. জর্ডান ঘ. কুয়েত
১২. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা খ. এশিয়া
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
১৩. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. ওশেনিয়া খ. উত্তর আমেরিকা
গ. ইউরোপ ঘ. আফ্রিকা
১৪. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংখ্যা কত?
ক. ৬টি খ. ৭টি গ. ৫টি ঘ. ৮টি
১৫. পিএলও কখন গঠিত হয়?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৭ সালে
১৬. কোন শহরটি চির শান্তির শহর নামে পরিচিত?
ক. রোম খ. অসলো
গ. ভেনিস ঘ. এথেন্স
১৭. উগান্ডার রাজধানীর নাম কী?
ক. কাম্পালা খ. রোম
গ. কিগালী ঘ. বুজুমবুরা
১৮. কোন দেশটি ফরাসি উপনিবেশ ছিল?
ক. ফিলিপাইন খ. থাইল্যান্ড
গ. পাকিস্তান ঘ. কম্বোডিয়া
১৯. নক্রুমা কোন দেশের প্রেসিডেট ছিলেন?
ক. কঙ্গো খ. কেনিয়া
গ. ঘানা ঘ. নাইজেরিয়া
২০. No fly yone কোন দেশে অবস্থিত?
ক. ইরান খ. ইরাক
গ. কুয়েত ঘ. ইসরাইল
উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯.গ ২০. খ
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Powered by Blogger.