বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪২
বিসিএস
পরীক্ষার প্রস্তুতি
সাধারণ
জ্ঞান
১।
‘রোলিহ্লাহ্লা,
ডালিভুঙ্গা, মাদিবা’ এসব কোন নেতার উপনাম?
সাধারণ
জ্ঞান
১।
‘রোলিহ্লাহ্লা,
ডালিভুঙ্গা, মাদিবা’ এসব কোন নেতার উপনাম?
ক)
মহাত্মা গান্ধী খ) নেলসন ম্যান্ডেলা
গ)
মাহাথির মুহাম্মদ ঘ) লরা কাবিলা
২।
ডেনমার্কের রাজধানী কোনটি?
ক)
কাম্পালা খ) ওয়াগাডোগো
গ)
হেলসিংকি ঘ) কোপেনহেগেন
৩।
২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?
ক)
জাবিভাকা খ) জুকুমি
গ)
ফুটিক্স ঘ) ফুলেকো
৪।
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী?
ক)
কানাডা খ) চীন গ) ভারত ঘ) রাশিয়া
৫।
বার্লিন ওয়ালের দৈর্ঘ্য কত ছিল?
ক)
১২০ কি.মি. খ) ১৫৫ কি.মি
গ)
১৫৫ মাইল ঘ) ১৬১ কি.মি.
৬।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল?
ক)
১৪ খ) ১২ গ) ১৫ ঘ) ১৩
৭।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম মুসলমান ভিসি কে ছিলেন?
ক)
স্যার মাহমুদ হোসেন খ) পিজে হার্টস
গ)
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঘ) স্যার এএফ রহমান
৮।
‘ইন্ডিয়া
হাউজ’
কোথায় অবস্থিত?
ক)
ভারত খ) পাকিস্তান
গ)
যুক্তরাজ্য ঘ) বেলজিয়াম
৯।
বাল্টিক রাষ্ট্র কয়টি?
ক)
১ খ) ২ গ) ৩ ঘ) ৫
১০।
সাহিত্যে নোবেলজয়ী ১ম নারী কে?
ক)
পার্ল বাক খ) সেলমা লেগারলফ
গ)
গ্রেজিয়া ডেলেদ্দা ঘ) সিগ্রিড উন্দসেট
১১।
যে দেশটি কখনও উপনিবেশ ছিল না-?
ক)
মিয়ানমার খ) মালয়েশিয়া
গ)
লাওস ঘ) থাইল্যান্ড
১২।
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
ক)
১৯৮০ খ) ১৯৮৩
গ)
১৯৮১ ঘ) ১৯৮২
১৩।
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
ক)
রাশিয়া খ) বাংলাদেশ
গ)
ভারত ঘ) চীন
১৪।
জাপানের আইনসভার নাম কী?
ক)
নেসেট খ) ডায়েট
গ)
সোগডু ঘ) লয়া জিরগা
১৫।
‘উইঘুর’
নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের?
ক)
চীন খ) মিয়ানমার
গ)
মঙ্গোলিয়া ঘ) কঙ্গো
১৬।
এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
ক)
জার্মানি খ) সুইজারল্যান্ড
গ)
ফ্রান্স ঘ) অস্ট্রিয়া
১৭।
‘A
Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
ক)
মহাত্মা গান্ধী খ) জওহরলাল নেহেরু
গ)
নেলসন ম্যান্ডেলা ঘ) মুহম্মদ আলী জিন্নাহ
১৮।
‘ফেয়ারফ্যাক্স’
কী?
ক)
সংবাদসংস্থা খ) গোয়েন্দা সংস্থা
গ)
মহাকাশ সংস্থা ঘ) সাহিত্য সভা
১৯।
বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক)
ভারত খ) ভুটান
গ)
পাকিস্তান ঘ) সেনেগাল
২০।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
ক)
জিম্বাবুয়ে খ) ভেনিজুয়েলা
গ)
দক্ষিণ সুদান ঘ) সিরিয়া
উত্তর
: ১খ, ২ঘ, ৩ক, ৪ঘ, ৫খ, ৬গ, ৭ঘ, ৮গ, ৯গ, ১০খ, ১১ঘ, ১২ঘ, ১৩ঘ, ১৪খ, ১৫ক, ১৬ঘ, ১৭গ,
১৮খ, ১৯ক, ২০খ।
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
No comments