বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪৫
বিসিএস
পরীক্ষার প্রস্তুতি
সাধারণ
জ্ঞান
১। সমতট অঞ্চলের জেলা –
সাধারণ
জ্ঞান
১। সমতট অঞ্চলের জেলা –
ক)
ঢাকা খ) ফরিদপুর
গ)
ময়মনসিংহ ঘ) কুমিল্লা
২।
‘আলোকিত
মানুষ চাই’
কোন সংগঠনের স্লোগান?
ক)
বাংলা একাডেমি খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ)
দুদক ঘ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
৩।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
ক)
তাজিনডং খ) বিজয়
গ)
কেওক্রাডাং ঘ) মোদকটং
৪।
বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?
ক)
১১৮৮১৩ খ) ১১৮৫১৩
গ)
১১০৮১৩ ঘ) ১০৮১৩৩
৫।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে?
ক)
৩১ জুলাই, ২০১৫ খ) ১ আগস্ট, ২০১৫
গ)
১ আগস্ট, ২০১৫ ঘ) ১ আগস্ট, ২০১৬
৬।
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক)
মেহেরপুর খ) রাঙ্গামাটি
গ)
ফেনী ঘ) নারায়ণগঞ্জ
৭।
ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
ক)
নাসা খ) বেতবুনিয়া
গ)
স্পারসো ঘ) আবহাওয়া মন্ত্রণালয়
৮।
‘সোয়াচ
অব নো গ্রাউন্ড’
কোথায় অবস্থিত?
ক)
মেঘনা খ) ভারত মহাসাগর
গ)
আটলান্টিক মহাসাগর ঘ) বঙ্গোপসাগর
৯।
‘মুহুরীর
চর’
কোন জেলায় অবস্থিত?
ক)
ভোলা খ) নোয়াখালী
গ)
পটুয়াখালী ঘ) ফেনী
১০।
‘SPARRSO’
কোন মন্ত্রণালয়ের অধীন?
ক)
তথ্য ও প্রযুক্তি খ) বিজ্ঞান
গ)
আবহাওয়া ঘ) প্রতিরক্ষা
১১।
‘তোরাবোরা
গুহা’
কোন দেশে অবস্থিত?
ক)
পাকিস্তান খ) উজবেকিস্তান
গ)
ভারত ঘ) আফগানিস্তান
১২।
ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন কবে?
ক)
৬ মে, ২০১৮ খ) ৭ মে, ২০১৮
গ)
১০ মে, ২০১৮ ঘ) ৮ মে, ২০১৮
১৩।
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্সের ৫ মে ২০১৮ কততম জন্মবার্ষিকী পালিত
হয়?
ক)
১০০ খ) ১৫০ গ) ২০০ ঘ) ৩০০
১৪।
নিচের কোনটি স্ক্যানডিনেভিয়ান দেশ নয়?
ক)
আইসল্যান্ড খ) ফিনল্যান্ড
গ)
ডেনমার্ক ঘ) লাটভিয়া
১৫।
২১তম বিশ্বকাপ ফুটবলের বলের নাম কী?
ক)
ব্রাজুকা খ) জাবুলানি
গ)
টেলস্টার ১৮ ঘ) জুকো
১৬।
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম-?
ক)
আনোয়ার ইব্রাহিম খ) মাহাথির মোহাম্মদ
গ)
নাজিব রাজাক ঘ) ইসমাইল ইলাহি
১৭।
সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক)
সৌদি আরব খ) সংযুক্ত আরব আমিরাত
গ)
ইয়েমেন ঘ) ইরান
১৮।
ফরাসি বিপ্লব কতসালে হয়েছিল?
ক)
১৭৮৮ খ) ১৭৮৭ গ) ১৭৯৯ ঘ) ১৭৮৯
১৯।
১৪ মে ২০১৮ প্রথম দেশ হিসেবে তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে-?
ক)
হাঙ্গেরি খ) যুক্তরাষ্ট্র
গ)
ফ্রান্স ঘ) ইসরাইল
২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ক)
ইসলাম শিক্ষা খ) ইতিহাস
গ)
ইসলামের ইতিহাস ঘ) রাষ্ট্রবিজ্ঞান
উত্তর
: ১ঘ, ২ঘ, ৩ঘ, ৪ক, ৫গ, ৬ঘ, ৭গ, ৮ঘ, ৯ঘ, ১০ঘ, ১১ঘ, ১২ঘ, ১৩গ, ১৪ঘ, ১৫গ, ১৬খ, ১৭গ,
৪৮ঘ, ১৯খ, ২০গ।
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
No comments