বিসিএস পরীক্ষার প্রস্তুতি-৪৯

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১। শুক্রবার স্কুল বন্ধ থাকে। বাক্যটিতে শুক্রবার শব্দের কারক হচ্ছে-
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. অধিকরণ কারক ঘ. করণ কারক
২। খুকু খেলছে- কোন কাল?
ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
৩। অব্যয়ীভাবে সমাসের উদাহরণ কোনটি?
ক. অনুগমন খ. সেতার
গ. অজানা ঘ. বিপদাপন্ন
৪। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে; এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য ঘ. মিশ্র বাক্য
৫। সংবাদপত্র কোন সমাস?
ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. দ্বন্দ্ব সমাস
গ. অব্যয়ী সমাস ঘ. বহুব্রীহি সমাস
৬। বাক্যের মৌলিক উপাদান কী?
ক. ভাষা খ. শব্দ
গ. বর্ণ ঘ. অর্থ
৭। কোনটি যৌগিক শব্দ?
ক. রেশম খ. দৌহিত্র
গ. তৈল ঘ. মহাযাত্রা
৮। ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে সপ্তমী ঘ. অপদান কারকে পঞ্চমী
৯. পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা?
ক. এয়াকুব আলী চৌধুরী খ. বেগম রোকেয়া
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. মোতাহের হোসেন
১০। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. ছায়ানট খ. প্রলয় শিখা
গ. ঝিঙ্গেফুল ঘ. হোম শিখা
১১। কর্মধারায় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
ক. অন্যপদ খ. উভয়পদ
গ. পূর্বপদ ঘ. পরপদ
১২। শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শীত + তার্ত ঘ. শীত + ঈর্ত
১৩। এইবার সত্যিকার পড়া পড়- একেবারে ঘাড়মোড় ভাঙ্গিয়া। - এ উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে?
ক. জীবন ও বৃক্ষ খ. যৌবনের গান
গ. বিলাসী ঘ. হৈমন্তী
১৪। জায়া ও পতিকে সমাসবদ্ধ করলে কি দাঁড়ায়?
ক. দম্পতি খ. স্বামী-স্ত্রী
গ. পতি-পত্নী ঘ. কোনোটিই না
১৫। বাংলা ভাষায় রিকশা শব্দটি এসেছে-
ক. ফরাসি খ. ফারসি
গ. হিন্দি ঘ. জাপানি শব্দ থেকে
১৬। অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আগ্রহ খ. নিগ্রহ
গ. সাগ্রহ ঘ. উপগ্রহ
১৭। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে বলে-
ক. ভাববাচ্য খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য ঘ. কোনোটাই নয়
১৮। শীল-এর সমার্থক শব্দ কোনটি?
ক. পাথর খ. ঘর্ষণ
গ. অবসান ঘ. চরিত্র
১৯। কোন বানানটি সঠিক?
ক. নীরিক্ষণ খ. নীরক্ষন
গ. নিরীক্ষণ ঘ. নীরীক্ষন
২০। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. বিশেষভাবে পর্যালোচনা
খ. বিশেষভাবে বিভাজন
গ. বিশেষভাবে বিশ্লেষণ
ঘ. বিশেষভাবে বিয়োজন
উত্তর ১। গ ২। খ ৩। ক ৪। খ ৫। ক ৬। খ ৭। খ ৮। খ ৯। গ ১০। ঘ ১১। গ ১২। ক ১৩। ঘ ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। ক ১৮। ঘ ১৯। গ ২০।
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Powered by Blogger.