প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২৬
প্রাথমিক সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক,প্রগতি
মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
২১।
লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক)
চীনা (খ) ফরাসি (গ) বর্মি (ঘ) পর্তুগিজ
২২।
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক)
তার সাংস্কৃতি নাই (খ) তার সাংস্কৃতি নাই
(গ)
তার সাংস্কৃতিক নাই (ঘ) তার সংস্কৃতিক নাই
২৩।
‘অনুপম’-এর
সমার্থক শব্দ কোনটি?
(ক)
অকল্পনীয় (খ) মনোরম (গ) অতুল্য (ঘ) অপরিমিত
২৪।
রুপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন?
(ক)
বেগম রোকেয়া (খ) আবুল ফজল
(গ)
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী (ঘ) নুরুন্নেসা খাতুন
২৫।
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
(ক)
শ্রীকান্ত (খ) ইন্দ নাথ (গ) অপু (ঘ) কেষ্ট
২৬।
পদ্মরাগ কার রচনা?
(ক)
কাজী নজরুল ইসলাম (খ) দৌলত কাজী
(গ)
বেগম রোকেয়া (ঘ) সুফিয়া কামাল
২৭।
কোনটি শুদ্ধ বানান?
(ক)
শ্বাশত (খ) শাশ্বত (গ) শ্বাশ্বত (ঘ) শাস্বত
২৮।
ছেলেটি যেন রাজপুত্তুর- এ বাক্যে ‘যেন’ পদের ব্যবহার কী অর্থে?
(ক)
বিস্ময়বোধক (খ) তুলনামূলক (গ) অনুমানসূচক (ঘ) সম্ভাবনা জ্ঞাপক
২৯।
‘কড়কড়’
কোন অব্যয়?
(ক)
সমুচ্চয়ী (খ) অনন্বয়ী (গ) অনুসর্গ (ঘ) অনুকার
৩০।
‘আহব’
শব্দের অর্থ কী?
(ক)
আহ্বান (খ) আগমন (গ) অস্ত্রশস্ত্র (ঘ) যুদ্ধ
৩১।
থিয়েটার নাট্যগ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা-
(ক)
আলী যাকের (খ) জহরত আরা
(গ)
আরিফুল হক (ঘ) আব্দুল্লাহ আল মামুন
৩২।
‘আমরা
বাঁচতে চাই’
বাক্যের ক্রিয়াপদের ব্যবহার কী অর্থে?
(ক)
নিমিত্ত অর্থে (খ) ইচ্ছা অর্থে (গ) বিধি অর্থে (ঘ) আবশ্যকতা অর্থে
৩৩।
মিশ্র বাক্যের অপর নাম কী?
(ক)
জটিল বাক্য (খ) খণ্ড বাক্য (গ) সরল বাক্য (ঘ) যৌগিক বাক্য
Choose
the correct alternative and mark its letter on your answer sheet.
৩৪।
She told me his name after he-
(ক)
left (খ) had left (গ) has left (ঘ) has been leaving
৩৫।
My uncle arrived while I- the dinner.
(ক)
would cook (খ) had cooked
(গ)
cook (ঘ) was cooking
৩৬।
The boy from the village said, `I- starve than beg'.
(ক)
better (খ) rather (গ) would rather (ঘ) would better
৩৭।
We have recently entered-an agreement with the Inland co-operative society.
(ক)
no preposition (খ) upon (গ) in (ঘ) into
৩৮।
He has assured me- safety.
(ক)
With (খ) at (গ) for (ঘ) of
৩৯।
He-to see us if he had been able to.
(ক)
would come (খ) would have come
(গ)
may have come (ঘ) may come
৪০।
Choose the correct sentence.
(ক)
I asked Javed had he passed
(খ)
I asked Javed if he had passed
(গ)
I asked Javed if you had passed
(ঘ)
I asked Javed that had he passed
উত্তর
: ২১.গ, ২২.ঘ, ২৩.খ, ২৪.গ, ২৫.ক, ২৬.গ, ২৭.খ, ২৮.খ, ২৯.ঘ, ৩০.ঘ, ৩১.ঘ, ৩২.ঘ, ৩৩.ক,
৩৪.খ, ৩৫.ঘ, ৩৬.গ, ৩৭.ঘ, ৩৮.ঘ, ৩৯.খ, ৪০.খ।
No comments