ঢাকা বিশ্ববিদ্যালয় “গ” ইউনিট ২০১৩-১৪ শিক্ষাবর্ষ ভর্তিপরিক্ষার প্রশ্নের সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় “” ইউনিট ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এর প্রশ্নের সমাধান

 বিষয়ঃ বাংলা

Q1.‘বিবর্ধন’ শব্দের সমার্থক শব্দঃ

উপদ্রব

উম্নাদ

উদগ্রীব

উজ্জ্বল

উত্তেজন

Q2.‘ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলকতার চোখে নেই রাগ কিংবা অভিমান।উক্তিটি যে কবিতা হতে নেয়া হয়েছে।

একটি ফটোগ্রাফ

আঠার বয়স বছর

কবর

ধন্যবাদ

বাংলাদেশ

Q3.রামায়ণ রচিয়তা বাল্মীকির পূর্ব কি নাম ছিল?

নূরানী

বালিকর

মনিরিত্ন

বিজোত্রী

রত্নাকর

Q4.‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থীমেঘ  সেইরুপ তরুর সাহায্য চায় উক্তিটি রচয়িতাঃ

কাজী নজরুল ইসলাম

প্রথম চৌধুরী

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

শওকত ওসমান

সৈয়ত ওয়ালী উল্লাহ

Q5.বাক্যের প্রতিটি শব্দের অম্বয় সাধারন জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বলেঃ

প্রত্যয়

উপসর্গ

বিভক্তি

অনুসর্গ

সন্ধি

Q6.খাঁটি বাংলা উপসর্গ এর সংখ্যাঃ

১৯টি

২০টি

২১টি

২২টি

২৩টি

Q7.সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরুপ শরৎচন্দ্র চট্টোপাধ্যয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্নানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করেঃ

১৯২৭ সালে

১৯৩৩ সালে

১৯৪০ সালে

১৯৩৬ সালে

১৯৪২ সালে

Q8.‘নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দঃ

দৈব

সৌর

শৈব

চৈত্র

কোনটিই নয়

Q9.যৌগরুঢ় শব্দের উপাহরনঃ

রাজপুত

দাতা

রাজপুত্র

সন্দেশ

দারুণ

Q10.‘উপড়ে ফেলতে হবে ওটা ওটাঃ

তুলসীগাছ

বিলাসী

বটগাছ

সাপ

Q11.‘বসুমতিশব্দটির সমার্থক শব্দঃ

গিরি

ফুল

ধরিত্রী

কানন

Q12.‘বাংলাদেশকবিতাটির ছন্দঃ

মাত্রাবৃত্ত

অক্ষরবৃত

ছন্দবৃত্ত

স্বরবৃত্ত

Q13.‘যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারইহার বেশী আশীর্বাদ আর নাই উক্তিটি

অপুর

গৌরিশংকের বাবুর

বনমালীবাবুর

হৈমন্তির

Q14.‘হটিরাম বাগধারাটির অর্থঃ

ভন্ড ধার্মিক

অপধার্থ

বড়মূখ

ন্যাকামি

Q15.‘ঈশ্বর থাকে  গ্রামেভদ্র পলিতেউক্তিটির উপন্যাসের নাম-

পুতুলনাচের ইতিকথা

পদ্মানদীর মাঝি

দিবারাত্রির কাব্য

ইতিকথার পরের কথা

Q16.‘ভেস্ত নসিক করিও সকল মৃত্যু-ব্যথিত-প্রান লাইনটি কবিতার নাম-

জীবন বন্দনা

কবর

তাহারেই পড়ে মনে

পাঞ্জেরী

Q17.শওকত ওসমানের প্রকৃত নামঃ

শওকত ওসমানী

শেখ আজিজুর রহমান

সৈয়দ সাজেদুর রহমান

সৈয়দ হাজিজুর রহমাম

Q18.বর্ষাকালে সাপের ভয়সাপেরকারিক  বিভক্তিঃ

সম্প্রাদানে ষষ্ঠী

কর্মে ষষ্ঠী

অপাদানে ষষ্ঠী

কারনে ষষ্ঠী

Q19.‘পরার্থ শব্দের অর্থ হচ্ছে-

পরান

পড়ে যাওয়া

পরাধীন

পরোপকার

Q20.‘বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকেমিথ্যাকেমৃত্যুকে আঁকড়িয়া পরিয়া থাকে’-উক্তিটি যে প্রবন্ধের অংশ তার লেখক-

প্রমথ চৌধূরী

মুহম্মদ আব্দুল হাই

কাজী নজরুল ইসলাম

জহির রায়হান

Q21.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রকাশিত হওয়ার সাল-

১৮৫১

১৮৫৫

১৮৫৭

১৮৫৯

Q22.‘বীরবল  ছদ্মনাম লিখতেন-

কাজী নজরুল ইসলাম

প্রমথ চৌধুরী

জহির রায়হান

শওকত ওসমান

Q23.শওকত ওসমান-এর কালোত্তীর্ণ উপন্যাস-এর নাম-

সৌদামিনা মালো

বনি আদম

জন্ম যদি তব বঙ্গে

ক্রীতদসের হাসি

Q24.‘পবন শব্দের সমার্থক শব্দ

পাবক

সমীরন

ভানু

কিরন

Q25.‘কাঁদো নদী কাঁদোলিখেছেনঃ

সৈয়দ ওয়ালিউল্লাহ

মাইকেল মধুসূদন

সুফিয়া কামাল

জহির রহমান

বিষয়ঃ হিসাববিজ্ঞান

Q26.পুঞ্জিভূত অবচয়-যন্ত্রপাতি হল-

সম্পত্তি

বিপরীত সম্পত্তি

মালিকানা স্বত্ব

উপরের কোনটিই নয়

Q27.প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যাল্টি হল

প্রত্যক্ষ মজুরী

প্রত্যক্ষ খরচ

পরোক্ষ মজুরী

মালিকানা স্বত্ব

Q28.ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক উপস্থাপিত না হওয়া চেক-

ব্যাংক জের হতে দিতে হবে

ব্যাংক জেরের সাথে যোগ দিতে হবে

ব্যাংক জেরের সাথে যোগ দিতে হবে

ব্যাংকে জমা দিতে হবে

Q29.করোলার কোম্পানীর ৩২,৫০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত হল ;২।করোলার চলতি দায়ের পরিমান হল

৩১,৫০০ টাকা

১২,৬০০ টাকা

৭৮,৭৫০ টাকা

২১,০০০ টাকা

Q30.কোন খরচটির জন্যে নগদ অর্থ ব্যয় হয় না?

অগ্রপ্রদত্ত বীমা খরচ

বেতন

ভাড়া

অবচয়

Q31.বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর বাজেয়াপ্তকৃত অংক কোন

হিসাব স্থানান্তর করা হয়?

মুনাফা সঞ্চিতি

মূলধন সঞ্চিতি

সাধারন সঞ্চিতি

বিশেষ সঞ্চিতি

Q32.নীচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?

অগ্রপ্রদত্ত বীমা

ঋরপত্রের উপর বীমা

ট্রেড মার্ক

প্রারম্ভিক খরচ

Q33.একটি প্রতিষ্ঠানের সম্পত্তি  দায়ের উদ্বৃত্তসমূহ হলো যথাক্রমে দালান কোঠা ২০,০০০ টাকাবিবিধ দেনাদার ,০০০টাকানগদ ,০০০ টাকাপ্রদেয় বিল ১০,০০০ টাকাপাওনাদার ,০০০ টাকাবন্ধকীঋণ ,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব কত টাকা?

২৫,০০০

১৭,০০০

১০,০০০

১৫,০০০

Q34. উদ্বৃত্তপত্র  ধরনের একটি বিবরনীযা

একটি নির্দিস্ট তারিখের

একটি বছরের

একটি হিসাব কালের

একটি নির্দিষ্ট সময়ের জন্য

Q35.অনুপার্জিত আয় একটি

আয়

ব্যয়

সম্পদ

দায়

Q36.

মামুন  মারুফ একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নীট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন  মারুফের বেতন যথাক্রমে ১৫,০০০ টাকা  ১২,০০০ টাকা। বাকী মুনাফা ৬০;৪০ অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হয় তবে মামুন  মারুফ যথাক্রমে টাকার পাবে?

৩৪,২০০ও ২২,৮০০

২২,৮০০  ৩৪,২০০

৩৩,০০০  ২৪,০০০

৪৮০০০  ৯০০০

Q37.নিম্নের কোনটি লেনদের বৈশিষ্ট্য নয়?

অর্থের মূল্যে পরিমাপযোগ্য

কমপক্ষে দু,টি পক্ষ জড়িত

কেবল মুনাফা নির্দেশ করে

আর্থিক অবস্থায় পরিবর্তন সাধন করে

Q38.নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রিত পন্যের ব্যয় টাকায নির্নয় করঃ বিক্রিয় ,০০,০০০ টাকা প্রারম্ভিক মুজদ ১৫,০০০ টাকা সমাপনী মজুদ ১১,০০০ টাকা ক্রয় ৬৬,০০০ টাকা অন্তঃমুখী পরিবর্হন ,০০০ টাকা ক্রয় বাট্টা ,০০০ টাকা

৬৮,০০০ টাকা

৬২,০০০ টাকা

৭০,০০০ টাকা

১৫,০০০ টাকা

Q39. অগ্রিম আয়ের সমম্বয়

দায় হ্রাস  আয় বৃদ্ধি করে

দায় বৃদ্ধি  সম্পত্তি কমায়

সম্পত্তি  আয় বৃদ্ধি করে

আয়  সম্পত্তি হ্রাস করে

Q40.যদি একটি নির্দিষ্ট সমন্বয় ডেবিট দিক দ্বারা সম্পত্তি হিসাবের বৃদ্ধি ঘটেতবে এর ক্রেডিট দিক দ্বারা

আয় হিসাব বাড়বে

খরচ হিসাব কমবে

দায় হিসাব কমবে

দায় হিসাব বাড়বে

Q41.কোন গ্রাহককে ধারে প্রদত্ত সেবাহিসাব সমীকরণে নিম্নোক্ত প্রভাব ফেলতে

ফার্মের সম্পদ  মালিকের স্থিতি বাড়বে

ফার্মের সম্পদ  দেনা বাড়বে

সম্পদ বাড়বে  মালিকের স্থীতি হ্রাস পাবে

দেনা বাড়বে  মালিকের স্থিতি বাড়বে

Q42.যদি বিক্রয়ের পরিমান ১৬,৮০০ টাকা হয়এবং ক্রয়মূল্যের উপর মুনাফার হার ১২হয়,তবে বিক্রিত পন্যের ব্যয় হবে

১৫,০০০ টাকা

১৮,৮১৬ টাকা

১৪,৭৮৪ টাকা

১৪,৪৭৮ টাকা

Q43. দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত ;২।তৃতীয় জনকে / অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসাব গ্রহন করলে নতুন অনুপাত কত?

 ; ; ১০

 ;;১০

১০

 ; ১০

Q44. কোনটি হিসাব চক্রের ধাপ নয়?

জাবেদাভূক্তকরন

রেওয়ামিল প্রস্তত করন

তথ্য প্রক্রিয়াকরন

তথ্য প্রক্রিয়াকরন

Q45. মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরী খরচ হয়যার জন্য ডেবিট করতে হবে

যন্ত্রপাতি হিসাব

মজুরী হিসাব

মেরামত হিসাব

অবচয় হিসাব

Q46. নিম্নের কোনটি অলীক সম্পত্তি ?

প্রারম্ভিক খরচ

সুনাম

অগ্রীম প্রদত্ত বীমা

প্রাপ্য হিসাব

Q47.মৌলিক হিসাব সমীকরন সাধারণত যেভাবে প্রকাশ করা হয়

A-E=L

A =L+E

A-L=E

L+E=A

Q48.গ্রাহকগণের ব্যাক্তগত হিসাবসমূহ পাওয়া যায়

সাধারন খতিয়ানে

ক্রয় খতিয়ানে

বিক্রয় খতিয়ানে

নগদ বহিতে

Q49.কোনটি মালিকানা স্বত্বের অংশ নয়?

পরিশোধিত মূলধন

বন্ড

সাধারন রিজার্ভ

মূলধন রিজার্ভ

Q50.কোন কোনম্পানী মোট আয় ৪৮,০০০ টাকা নীট বিক্রয় ,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ,০০,০০০ টাকা কোম্পানীর মোট মুনাফার হার হবে

১০%

১১%

১২%

%

Subject: English

Q51.The antonym for ‘delicious’ is:

appetizing

scrumptious

displeasing

dainty

toothsome

Q52.

A dolphin ——- a porpoise in that it has longer nose.

different

differs

different from

differs from

differs than

Q53.The people of Quebec have been considering ——– themselves from the rest of Canada

to separate

separating

separated

separate

to be separated

Q54.‘A piece of cake’ means

A task that can be accomplished very easily

A very mild punishment

A result that is still unclear and can go either way

A hidden or secret strength

A kind, innocent and mild mannered person

Q55. the time to eat a good breakfast is a simple way to make the morning ________________ and the day______________

best, easiest

ease, easy

easy, easier

better, easier

well, at ease

Q56.He was happy to be ——- friends.

between

middle of

along

into

among

Q57.While going to the class —————.

the dog bit me

a dog bit me

a dog bite me

I was bitten by a dog

A dog had bitten me

Q58.Which one of the following words is spelt incorrectly?

repercussions

exemplification

sausage

cigarettes

grammatical

Q59.Despite the lack of evidence, politicians ________________ blaming the media for violence.

cannot resist

will not have resisted

may not resist

should not resist

do not resist

Q60.Choose the correct preposition: Do you know the solution __________ the economic crisis?

at

for

on

to

about

Q61.The word ‘off-spring’ means

Twins

Children

Strength

Winter

Fountain

Q62.It is high time we ———– the people conscious about our national interest.

should make

will make

must make

have to

made

Q63.What is the adjective form of the word divide?

divisible

dividable

dividable

divisible

devisable

Q64.Let us not ——— your past mistakes.

dwell

dwell at

dwell on

dwelt

dwell about

Q65.What is the synonym for the word ‘indifferent’?

similar

unhappy

apathetic

frank

not differing

Q66.What is the noun form of the world ‘defer’?

difference

deferation

defermation

deferment

deferming

Q67.Choose the correct  sentences

He thinks that she leaving for Sylhet.

He thinks that she has left for Sylhet.

He will thought that she is leaving for Sylhet.

He thought that she is left for Sylhet.

He is thinking that she leaves for Sylhet.

Q68.Choose the correct sentences below

Mary has been on a diet for three weeks.

Mary has been on a diet since three weeks.

Mary had been on a diet since three weeks.

Mary was on a diet since weeks.

Mary is on a diet since three weeks.

Q69.Find the misspell word

asthma

cholera

dehydration

tiphoid

headache

Q70.Who is the authority to pass/approve GI act in Bangladesh?

The Parliament

The Supreme Court

The Prime Minister

The Ministry of Commerce

The President

Q71.The phrase ‘protect the patent rights of traditional products’ can be explained by which of the following phrase?

to encourage others to supervise patent rights of traditional products

to effectively thwart others from securing patent rights of traditional products

to ensure that patent rights of traditional products are safeguarded.

to actualize patent rights of traditional products effectively

to realize patent rights of traditional products comprehensively.

Q72.The government passed the GI law in compliance to certify that,

The products are made according to some specific methods and their location.

The products are made according to some traditional methods or have exclusive reputation and originated from a specific geographical location

The products are made according to some random methods and originated from specific geographical location

The products are made in accordance with a very systematic process and originate from a historical location.

The products possess superior qualities or enjoy a certain reputation due to their cultural origin.

Q73.GI law will look out for the interest of

The government

The consumers

The hoarders

The importers

The registered products

Q74.The GI law will protect our commodities so that other countries cannot

claim their rights to the products and also the customers will have access to genuine products

claim their access to the products and so that customers also can sell the products.

deny their authority to the products and the customers will have access to a delivery of products

demand rights to the products and the customers will strive to buy genuine products

offer export privileges to the products and also give customers the authority to mass produce the commodities.

বিষয়ঃ ব্যাবস্থাপনা

Q75.নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থার উপাদান নয়?

প্রমিতকরণ

মিতব্যয়

নিয়ন্ত্রণ

আর্থিক প্রণোদনা

কার্য বিশ্লেষণ

Q76.নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা?

নীতি

পদ্ধতি

আইন/নিয়ম

কর্মসূচি

রণকৌশল

Q77.একটি পণ্যের একক প্রতি ব্যয় কখন হ্রাস পায়?

পণ্য উন্নয়ন স্তরে

সূচনা স্তরে

প্রবৃদ্ধি স্তরে

পূর্ণতা স্তরে

পতন স্তরে

Q78.পাঁচ বৎসরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনা সমুহকে বলেঃ

স্বল্প মেয়াদী পরিকল্পনা

দীর্ধ মেয়াদী পরিকল্পনা

একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা

দুইবার ব্যবহারযোগ্য পরিকল্পনা

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

Q79.ব্যবস্থাপনায় নিয়ন্ত্রনের সর্বশেষ ধাপ কোনটি?

মান নির্ধারণ

সম্পাদিত কার্য মূল্যায়ন

সম্পাদিত কার্য তুলনাকরণ

সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

শাস্তি প্রদান

Q80.বর্তমান সরকারের বিগত চার বছরের সময়কালে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণে উন্নীত করার জন্য কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে?

৬০০০ মেগাওয়াট

৭০০০ মেগাওয়াট

৮২০০ মেগাওয়াট

৮৫০০ মেগাওয়াট

৭৫০০ মেগাওয়াট

Q81. অনবরত বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও নিচের জি.ডি.পিএর গড় হার বাংলাদেশ বিগত চার বছরে ধারাবাহিক ভাবে অর্জনে সক্ষম হয়েছে?

%

%

.%

%

.%

Q82.নিচের কোনটি জাহাজি দলিল নয়?

বহনপত্র বা চালানি রসিদ

চালান

বিনিময় বিল

পণ্য উৎপত্তিপত্র

ফরমায়েশ পত্র

Q83.প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না?

শেয়ার বিক্রয়

ঋণপত্র

বাণিজ্যিক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক

সদস্য

Q84.নিচের কোনটি হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি নয়?

কার্য বিভাজন

আদেশের ঐক্য

নিয়ন্ত্রণ

কেন্দ্রীকরণ  বিকেন্দ্রীকরণ

শৃঙ্খলা

Q85.একটি ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত  পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে?

ব্যবস্থাপক

ঋণ গ্রহীতা

উদোক্তা

ব্যাংকার

দালাল

Q86.সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার কেনার সর্বোচ্চ সীমা হলঃ

৬০০০ টাকা

মোট মূলধনের ১৫%

মোট মূলধনের ২৫%

মোট মূলধনের ১০%

সীমা নাই

Q87.পৌর এলাকায় একমালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়?

আয়কর সনদপত্র

স্মারক লিপি

ট্রেড লাইসেন্স

পরিমেল নিয়মাবলী

মউনিসিপ্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট

Q88.নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম Q-cash চালু করে?

সোনালী ব্যাংক লিঃ

অগ্রণী ব্যাংক লিঃ

জনতা ব্যাংক লিঃ

প্রাইম ব্যাংক লিঃ

এইচএসবিসিলিঃ

Q89.নিচের কোনটি চেকের সাথে জড়িত পক্ষ নয়?

আদেষ্টা

আদিষ্ট

প্রাপক

অনুমোদন বলে প্রাপক

পাওনাদার

Q90.পৃথিবীর প্রাচীনতম ব্যাংকের নাম

ব্যাংক অব ইংল্যান্ড

ব্যাংক ডি ফ্রান্স

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইউ এস 

ব্যাংক অব জাপান

Q91.বাংলাদেশ MDG (Millenium Development Goals)- এর কোন লক্ষ্য অর্জনের জন্য সম্প্রতি পুরস্কৃত হয়েছে?

শিশু মৃত্যু হার হ্রাসকরণের জন্য

সকলের জন্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য

দারিদ্র্য  ক্ষুধা সমূলে উৎপাটন করার জন্য

মানসিক  শারিরীক সুস্বাস্হ্য উন্নয়নের জন্য

পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য

Q92.বাংলাদেশের বীমা কোম্পানীগুলোর জন্য কোন রেটিং পদ্ধতি প্রচলিত আছে?

সিএমএল

ইউএফআইআরএস.

এস এন্ড পি

সিআরএমএল

এফআইআরএস.

Q93.’মৃত্যুহার পঞ্জি সর্বপ্রথম প্রস্তুত করেন কে?

এডমন্ড হ্যালী

এমএনমিশ্র

আরএসশর্মা

পিএইচকলিন

লর্ড হার্শেল

Q94.SWIFT কী?

একটি ব্যাংক সমিতি

একটি পরিশোধ পদ্ধতি

ক্রেডিট রেটিং পদ্ধতি

একটি ব্যাংকিং সিস্টেম

ব্যাংক দুর্দ্দশা পূর্বাভাষ নিরূপন পদ্ধতি

Q95.রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়?

মূলধন গঠন

বৈদেশিক মূদ্রার মজুত

সম্পদের বন্টন

ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ

সরকারী রাজস্ব নীতি

Q96.নিচের কোনটি বিনিময় হার উঠা-নামার কারণ নয়?

ব্যাংকিং নীতি

সরকারী নীতি

মূলধনের প্রবাহ

ব্যবসায়িক অবস্থার পরিবর্তন

প্রাকৃতিক দুর্যোগ

Q97.মিউটিলেটেড চেক কাকে বলে?

ভবিষ্যৎ তারিখের চেক

দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক

তারিখ বিহীন চেক

জালিয়াতি চেক

স্বাক্ষরবিহীন চেক

Q98.নিচের কোন পদ্ধতির বীমায় বীমাগ্রতীতা  বীমা কারী উভয়ই বীমা কোম্পানী?

সহ-বীমা

পুনঃবীমা

যুগ্মবীমা

গোষ্ঠীবীমা

সাধারণ বীমা

Q99. বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক?

ক্ষতির সময়

আবেদনের সময়

সমগ্র পলিসি চালুকালীন সময় ব্যাপিয়া

বীমা গ্রহীতার মৃত্যুর সময়

বীমা দাবী পরিশোধের সময়

No comments

Powered by Blogger.