মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান - ১৯৯৩
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান - ১৯৯৩
শিক্ষাবর্ষঃ ১৯৯৩-১৯৯৪
রসায়ন
1.কোনটি সঠিক?
তাপমাত্রা বৃদ্ধি করে একটি নিদিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না
সম্পৃক্ত বাষ্প বয়েল, চার্লস ও চাপের সু্ত্র মেনে চলে
সম্পৃক্ত বাষ্প আবদ্ধ বা খোলা যে কোন স্থানে তৈরি হতে পারে
কোন নিদিষ্ট তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পের চাপে উহার আয়তনের উপর নির্ভর করে না।
10.কোনটি সঠিক?
গলনাঙ্ক বাহিরের চাপের উপর নির্ভরশীল নয়
সালফারের অনুতে পরমাণুর সংখ্যা ছয়টি
গ্যাসীয় অবস্থার তুলনায় তরল অবস্থায় আন্তআণবিক দূরত্ব ও আন্তআণবিক বল উভয়ে অনেক কম।
মৌলের অণুতে বিভাজনে সমজাতীয় পরমানু এবং যৌগের অণুর বিভাজনে ভিন্ন জাতীয় পরমানু পাওয়া যায়
11.কোনটি সত্য?
সমস্ত আইসোটোপ কৃত্রিম উপায়ে প্রস্তু করা হয়
পজিট্রনের চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের পরিমাণের দ্বিগুণ
একটি পরমাণুর ইলেকট্রন সমূহ ধনাত্মক চার্জ যুক্ত
হিলিয়ামের অণু ও পরমাণুর মধ্যে কোন পাথক্য নেই
12.পর্যায় তালিকা যে কোন খাড়া
(vertical) গ্রপে যে সমস্ত মৌল রয়েছে তাদের সাধারণতঃ থাকে একই-
আইসোটোপের সংখ্যা
পরমাণুর বহির্সেলে ইলেকট্রনের সংখ্যা
পারমাণবিক সংখ্যা
ইলেকট্রনিক গঠন
13.নিম্নে রাসায়নিক বিক্রিয়া গুলোর মধ্যে কোনটি প্রশমন বিক্রিয়ার উদাহরণ।
H H H H ι ι ι ιC =C+H2= H−C−C−HH OH H H ι ι ι ι H−C−C−H =C=C+H2O
Na2o+ 2HCl= 2NaCl+ H2O
উপরে কোনোটি নয়
14.কোনটি সঠিক?
একটি নিদিষ্ট তাপমাত্রা দুই বা ততোধিক আর্দশ গ্যাসের মিশ্রণের মোট চাপ ঐ মিশ্রণের অর্ন্তগত গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টি সমান
তাপমাত্রা অপরিবর্তিত থাকলে যে কোন গ্যাসের নিদিষ্ট ভরের আয়তন উহার চাপের সমানুপাত
ধ্রবক চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন উহার মৌলের সংখ্যার ব্যস্তানুপাতিক
চাপ অপরিবর্তিত থাকলে যে কোন গ্যাসের নিদির্ষ্ট আয়তন উহার কেলভিন তাপমাত্রার সমানুপাতিকে পরিবর্তন হয় না।
15.বোরের পরমাণু মডেল কোনটি উপর ভিত্তি করে তৈরি?
কোয়ান্টাম থিওরি
ডাল্টন’স পারমাণবিক থিওরি
তড়িৎ বিয়োজন থিওরি
কোনোটিই নয়
পদার্থবিদ্যা
2.চন্দ্র পৃষ্ট অপেক্ষা ভূ-পৃষ্টে একটি বস্তুর ওজন প্রায় ছয় গুন বেশি নীচের কোনটি এর জন্য দায়ী?
চন্দ্রের পৃষ্টে অভিকর্ষ কম
চন্দ্র পৃথিবী অপেক্ষা ধীর গতিতে ঘুরে
চন্দ্র পৃষ্টে বায়ু নেই
চন্দ্র পৃথিবী অপেক্ষা সূর্য হতে অধিক দূরে
4.একটি বাষ্পীয় ইন্জিনের তাপীয় দক্ষতা প্রায় ১৭% এরুপ একটি ইন্জিনের নিম্ন বর্ণিত আপেক্ষিক তাপ ব্যয়ের মোটামুটি হিসাবের মধ্যে কোনটি সত্য?
চিমনি দিয়ে ১০%, বিকিরণে ১৫%, নির্গত বাষ্পের সাথে ৫৮%
চিমনি দিয়ে ২০%, বিকিরণে ১৫%,নির্গত বাষ্পের সাথে ৪%
চিমনি দিয়ে ১০%, বিকিরণে ২০%,নির্গত বাষ্পের সাথে৫৩%
চিমনি দিয়ে ১৫%, বিকিরণে ১০%,নির্গত বাষ্পের সাথে৫৩%
5.নীচের কোনটি সঠিক?
বায়ুর মধ্যে দিয়ে শব্দ আড়তরঙ্গে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে
মেরু অঞ্ছেলে দিনে ও রাতে খুব ঠান্ডা পড়ে
একটি কম্পমান বস্তু এক মিনিটে যতবার দোলন দেয় তাকে কম্পাংক বলে
বেগুনী আলোকে তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র
6.কোনটি সঠিক?
বিস্তৃ প্রভাব বলতে এমন এক অালোকে উৎস বুঝার যার কিছু আকার আছে
অনেকগুলো আলোকে রশ্মির সমষ্টিকে কিরণ বলে
যে সূক্ষতম পথে আলোকে মাধ্যমের এক বিন্দু হতে অন্য বিন্দুতে গমন করে তাকে কিরণ বলে।
কোন রশ্মিগুচ্ছের আলোকে রশ্মিগুলো যদি এক বিন্দুতে মিলিত না হয় বা বর্ধিত করলেও মিলিত না হয় তা হলো ঐ রম্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে
7.কোনটি সঠিক?
স্থির বস্তুর সামনের দর্পন যে দূরত্ব সরান হয় প্রতিবিম্ব সে দূরত্ব সরে যায়
স্থির সমতল দর্পনে সামনে বস্তুকে যে দূরত্বে সরান যায় প্রতিবিম্ব তার দ্বিগুন দূরত্বে সরে যায়
কোন সমতল দর্পণকে যত কোণে ঘুরানো হয় প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে ঘুরে যায়
উপরে কোনোটি নয়
8.২০ ও ৩০ সি জি এস একক শক্তি বিশিষ্ট দু’টি চৌম্বক মেরূ বাতাসের মধ্যে ১০ সে.মি ব্যবধানে অবস্থিত। পরস্পরের উপর ক্রিয়াশীলের বলের মান কত?
৬০ ডাইন
০.০৬ ডাইন
৬.0 ডাইন
0.৬ ডাইন
9.বৈদ্যুতিক আবেশ উদ্ভত চার্জের বেলায় কোনটি সত্য?
আবেশী চার্জের অপসারণে আবিষ্ট র্চাজ অন্তর্হিত হয়
নিকটবর্তী প্রান্তের মুক্ত চার্জ এবং দূরবর্তী প্রান্তে বন্ধ চার্জ উৎপন্ন হয়
আবিষ্ট পর্দাথের মধ্যাংশ চার্জহীন থাকে
আবিষ্ট পর্দাথের দুই প্রান্তে সম পরিমাণ বিপরীতে র্চাজ উৎপন্ন হয়
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
3.কোনটি সঠিক?
একই সুতার দু’টি কাপড়ে দেহের তাপ যত রক্ষিত হবে ঐ সূতার সমান পুরু একটি কাপড়ে তা অপেক্ষা কম তাপ রক্ষিত হবে।
পাতলা কাগজ অপেক্ষা মোটা কাগজের পাত্রে পানি ফোটানো সম্ভব
যে কাপড়ে সূতার অথবা আঁশের ফাঁকে যত বেশী বায়ু
শীতকালে নতুন লেপ অপেক্ষা পুরাতন লেপ বেশি গরম বোধ হয়
রসায়ন
16.নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
CH2=CH−CH3
C3H8
CH3−CH3
−C4H10
17.নিচের কোনটি লিগ্যাল’স পরীক্ষা?
গাঢ় অ্যালকালি ও আয়োডিনের সঙ্গে এসিট্যারডিহাইডকে উত্তপ্ত করলে আয়োডোফরমের হলুদ কেলাস উৎপন্ন হয়।
অধিক পরিমাণ কষ্টিক সোডা দ্রবণ মিশ্রিত প্রস্তু নাইট্রোপ্রসাইড দ্রবণের সংঙ্গে এসিট্যাইলডিহাইড লাল বর্ণ উৎপন্ন করে।
এসিট্যাইলডিহাইড মধ্যে কয়েক ফোাঁটা সদ্য প্রস্তুত জলীয় সোডিয়াম নাইট্রোপ্রসাইড ও কয়েক ফোঁটা পিরিডিন যোগ করলে নীল বর্ণ উৎপন্ন হয়
উপরের কোনোটিই নয়
18.কোনটি সঠিক?
বেনজিন চক্রে যুক্ত হ্যালোজেন পরমানুর সক্রিয়তা কম
অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সহজে নাইট্রেশন করা যায়
অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সহজে নাইট্রেশন করা যায় না
অ্যালেফেটিক যৌগ এক কার্বন বিশিষ্ট হতে পারে না
19.অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে ভেদে নিম্নের কোন দু’টি H2O2 এর জারণ বিজারণ ক্রিয়ার সঠিক উদাহরণ;
ক্ষারীয় মাধ্যমে লঘু NaOH এর উপস্থিতে পটাসিয়াম ফেরিসায়ানইড দ্রবণ H2O2 দ্বারা জারিত হয়ে পটাসিয়াম ফেরোসায়ানাইডে পরিণত হয়
ক্ষারীয় মাধ্যমে লঘু NaOH এর উপস্থিতে পটাসিয়াম ফেরিসায়ানইড দ্রবণ H2SO4 পরিণত হয়
অম্লীয় মাধ্যমে লঘু H2SO4 এর উপস্থিতে পটাসিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ দ্বারা H2O2 জারিত হয়ে পটাসিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা জারিত হয়ে পটাসিয়াম ফেরোসায়ানাইডে পরিণত হয়
অম্লীয় মাধ্যমে লঘু H2SO4 এর উপস্থিতে পটাসিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ H2O2 দ্বারা জারিত হয়ে পটাসিয়াম ফেরোসায়ানাইডে পরিণত হয়
21.নৈর্বাচনিক ভেদ্য-পর্দা নিচের কোনটিকে ভেদ করতে দেয়-
দ্রাবক ও কিছু দ্রব
দ্রাবক ও দ্রব
শুধু মাত্র দ্রব
শুধু মাত্র দ্রাবক
22.নিসেল’স কণা তৈরি হয় নিম্নের কোনটি দিয়ে?
ডি এন এ
আর এন এ
হিস্টোনস
প্রোটিনস
23.বিবর্তন র্সম্পকে কোনটি সঠিক?
সব সময় অগ্রগতিশীল
সব সময় পশ্চাদমুখী
ইহা একটি দ্রুত প্রক্রিয়া
ইহা একটি ক্রমাগত প্রক্রিয়া
জীববিজ্ঞান
20.মেরুদন্ডী প্রাণীতে থাকে-
পরিপূর্ণ পৌষ্টিকতন্ত্র ও সুগঠিত সিলোম
একটি পৃষ্টদেশীয় নলাকাল স্নায়ুরজ্জু ও মেরুদন্ড
দ্বি-পার্শ্বী প্রতিসাম্যতা
কোনোটিই নয়
24.তুলা ও পাট কোন পরিবারভূক্ত
যথাক্রমে
Solanacae ও Rubiaceae
যথাক্রমে
Rubiaceae ও Solanacae
যথাক্রমে
Teleaceae ও Malvacae
25.Mucor ও Spirogyra উদ্ভিদের যৌন প্রজনন নিম্নের কোন পদ্ধতিতে হয়?
যথাক্রমে প্লোটোগেমেটিক কপুলেশন ও স্পারমাটাইজেশন
যথাক্রমে স্পারমাটাইজেশন ও প্লোটোগেমেটিক কপুলেশন
যথাক্রমে গ্যামেটেনজিয়াল কপুলেশন ও কনজুগেশন
যথাক্রমে কনজুগেশন ও গ্যামেটেনজিয়াল কপুলেশন
26.নিম্নের কোনটির ’মিল’ সঠিক নয়?
শালগম-রুপান্তরিত মূল
পিয়াজ-কন্দ
মূলা -রুপান্তরিত মূল(ফিইজিফরম)
আলু -রাইজোম
27.পরাগ নালিকার ডিম্বকের মধ্যে প্রবেশ করার সব চেয়ে বেশি ব্যবহৃত প্রক্রিয়া হচ্ছে-
পেরোগ্যামি
প্লিউরোগ্যামি
ক্যালাজোগ্যামি
কোনোটিই নয়
28.কোনটি প্রোটোজোয়ার বৈশিষ্ট?
দেহের অভ্যন্তরে বিভিন্ন নালিতন্ত্র দেখা যায়
খাদ্যবস্তু অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয় প্রকারে পরিপাক হয়
খাদ্যবস্তু শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক হয়
কোনোটিই নয়
English
29.Choose the correct sentence.
Th miscreants fired upon the crowd
Fired with zeal, he started his work
The police fired at the mob
He fired on the bird
30.Find out the incorrect sentences?
He is a zealous social worker
He is jealous for my wealth
He is jealous of my wealth
He is Zealous of my position
English
31.Choose the appropriate answer from below that best
complete sentence- the greater the demand- the price
the higher
the high
higher
high
পদার্থবিদ্যা
32.কোনটি সঠিক নয়?
বিভব=চার্জ/কাজ
১ ভোল্ট= ১০৮১০৮ ই এম ইউ বিভব
১ কুলম্ব= ৩×১০৯৩×১০৯ ই, এস, ইউ চার্জ
বৈদ্যুতিক প্রাবল্য= চার্জ/দূরত্ব
33.নিচের কোনটি অয়শ্চৌম্বক পর্দাথ?
এ্যালুমিনিয়াম
অ্যান্টিমনি
কোবাল্ট
কোনোটিই নয়
34.মাইকেল ফ্যারাডের মতে নিচে কোনটি চৌম্বক বল রেখার ধর্ম নয়?
বল রেখাগুলি পরস্পরের উপর আড়া আড়ি ভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে
চৌম্বক বল রেখা স্থিতি স্থাপক সূতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় না
চৌম্বক বল রেখা বন্ধ বক্র রেখা
চৌম্বক বল রেখাগুলি পরস্পরকে কখনই ছেদ করে না
35.যদি আর্দ্র ও শুস্ক বাল্ব থার্মোমিটার একই তাপমাত্রা নির্দেশ করে তবে আর্দ্রতা হবে-
খুব বেশি
খুব কম
কম
কোনোটিই নয়
36.কোনটি সঠিক?
১ সেকেন্ড ১ জুল কাজ করার ক্ষমতাকে ১ ওয়াট বলে
১ ভোল্ট বিভব পাথক্য কোন একটি বৈদ্যুতিক যন্ত্র ১ অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যু প্রবাহ সরবরাহ করলে উহার ক্ষমতা ১ ওয়াট সমান হবে।
১ ওয়াট ক্ষমতা ১ সেকেন্ড কাজ করলে ১ জুল শক্তি ব্যায়িত হয়
সবগুলো
37.তরল পর্দাথের চাপের বৈশিষ্ট কোনটি ?
কোন তরল পূর্ণ পাত্রের তলদেশে মোট চাপ তরলের গভীরতা এবং ভূমির ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়।
স্থির তরল পর্দাথ পার্শ্ব চাপ প্রয়োগ করে
গভীরতা সঙ্গে পার্শ্ব চাপ বৃদ্ধি পায় না
তরল পর্দাথের চাপ উহার ঘনত্বের উপর নির্ভরশীল নয়
38.বস্তুতে তাপ প্রয়োগ করলে-
ধাতবের বিদ্যুৎ পরিবাহিতা হ্রাস পায়
দ্রবণের দ্রবণ ক্ষমতা হ্রাস পায়
সকল বস্তু প্রসারিত হয়
চুম্বকের চৌম্বক ধর্ম ঠিক থাকে
39.তাপজনিত দৈর্ঘ্য প্রসারণের বেলায় কোনটি সত্য নয়?
দৈর্ঘ্য প্রসারণ বস্তর উপাদানে উপর নির্ভরশীল
দৈর্ঘ্য প্রসারণ তাপমাত্রার পার্থক্যের ব্যস্তানুপাতিক
দৈর্ঘ্য প্রসারণ বস্তুর আদি দৈর্ঘ্যের সমানুপাতিক
দৈর্ঘ্য প্রসারণ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক
40.কোনটি সত্য নয়?
গ্যাসীয় মাধ্যমে সঞ্চালিত হবার সময়ে শব্দের সমবর্তন ঘটে
তরঙ্গের অপবর্তন ধর্ম শব্দ মেনে চলে
শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে
অন্যান্য তরঙ্গের ন্যায় শব্দের প্রতিফলণ ও প্রতিসরণ ঘটে
রসায়ন
41.একটি তেজক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে যে ইলেকট্রন নির্গত হয় তাকে কী বলা হয়?
পজিট্রন
এন্টিপ্রোটন
’বিটা’ কণা
কোনোটিই নয়
42.নিচের কোনটি দ্বি-ক্ষারীয় লবণ?
ZnSO4
CuCO3Cu(OH)2
NaH2PO4
Pb(OH)Cl
43.CuSO4 দ্রবণে লোহা যোগ করলে কপারের অধঃক্ষেপণ ঘটে, কারণ-
CuSO4 এর আর্দ্র বিশ্লেষণ
CuSO4 এর আয়নায়ণ
Cu2+ এর জারণ
Cu2+ এর জারণ
44.৫০০ মিলিমিটার M/2 NaOH কে প্রশমন করতে কত পরিমাণ ৫% H2SO4 প্রয়োজন হবে?
২৪৫ মিলিমিটার
২৪.৫ মিলিমিটার
২.৪৫ মিলিমিটার
কোনোটিই নয়
45.ক্ষারীয় ধাতুর বেলায় কোনটি সত্য
ক্যাটায়ন ও পরমাণুর আকার সমান
ক্যাটায়ন ও পরমাণুর চেয়ে বড়
ক্যাটায়ন ও পরমাণুর চেয়ে কম স্থায়ী
ক্যাটায়ন ও পরমাণুর চেয়ে ক্ষুদ্রকার
রসায়ন
46.Zn2+ আয়নের জলীয় দ্রবণে NaOH যোগ করলে সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং অতিরিক্ত NaOH যোগে অধঃক্ষেপ পুনরায় দ্রবীভূত হয়। এই দ্রবণে Zinc কোথায় অবস্থান করে?
ক্যাটায়নিক ও অ্যানায়নিক উভয় অংশে
দ্রবণে Zn2+ অবশিষ্ট থাকে না
ক্যাটায়নিক অংশে
অ্যানায়নিক অংশে
47.কিউপ্রাস ক্লোরাইড দ্রবণকে বাতাসের কিংবা অক্সিজেনের সংর্স্পশে আনলে কি হয়?
ইহা হালকা নীল বর্ণ ধারণ করে
ইহা হলদে সবুজ বর্ণ ধারণ করে
ইহা নীল বর্ণ ধারণ করে
ইহা সবুজ বর্ণ ধারণ করে
48.বৈদ্যুতিক রেফ্রিজারেটারে শীতলীকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
তরল NH3
NH4Cl
CO2
NH4OH
49.পানির উচ্চ স্ফটনাঙ্কের কারণ-
ইহার উচ্চ আপেক্ষিক গুরুত্ব
ইহার উচ্চ ডাই ইলেকট্রিক ধ্রূব
পানির অণুগুলির মধ্যস্থিত হাইড্রোজেন বন্ধন
পানির অণুগুলির দূর্বল বিয়োজন ক্ষমতা
50.পাতলা কে পরিমাণ অনাদ্র দিয়ে ঝাঁকুনি দিলে কি হবে?
সাদা পাউডার দ্রবীভূত না হয়ে নীল বর্ণ ধারণ করে
সাদা পাউডার দ্রবীভূত হয়ে নীল দ্রবণে পরিণত হয়
সাদা পাউডার দ্রবীভূত হয়ে বর্ণহীণ দ্রবনে পরিণত হয়
সাদা পাউডার দ্রবীভূত হয়ে সবুজ দ্রবণে পরিণত হয়
English
51.Fill up the bank with appropriate answer from below the
complete the sentence- Almost everyone fails- his drivers test on the first
try.
to
have passed
passing
in passing
to pass
52.Find out the correct sentences?
The
pictures was different from what I expected
The pictures was different from what I expected
The pictures was different to what I had expected
The pictures was different to what I expected
53.Choose the correct answer from below to fill up the
blank in the sentence in a technical sense speed is not always - velocity
similar
as
as
alike
the same as
জীববিজ্ঞান
54.কোষ যত ক্ষুদ্রাকৃতি হবে-
বিপাকীয় ক্ষমতা তত কম হবে
প্রাণকেন্দ্রে তত বড় আকারের হবে
প্রাণকেন্দ্রে তত ক্ষুদ্রাকার হবে
বিপাকীয় ক্ষমতা তত বেশি হবে
55.সবুজ টম্যোটো লাল হয়, কারণ-
ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রুপান্তরিত হয়
পুরাতন ক্লোরোপ্লাস্ট দূরীভূত হয়ে নতুন ক্লোরোপ্লাস্ট হয়
ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রুপান্তরিত হয়
কোনোটিই নয়
57.সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা-
কার্বন ডাইঅক্সাইড হতে ইলেকট্রন গ্রহণ করে
মৃদু আলো শোষন করে
আলো শোষন করে এবং সালোকসংশ্লেষন রাসায়নিক বিক্রিয়ায় পানিকে ভেঙ্গে ফেলে
অক্সিজেন হতে ইলেকট্রন গ্রহণ করে
58.প্রতিটি নিউক্লিওটাইডে
(Nucleotide) থাকে-
বেইস এবং ফসফেট
শর্করা, বেইস এবং ফসফেট
শর্করা এবং বেইস
শর্করা এবং ফসফেট
59.প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট তৈরি হয়-
মানুষের রক্তে
স্ত্রী এনোফিলিস মশার পাকস্থলীল গায়ে
মানুষের যকৃতে
ব্যাঙেরে ত্বকে
60.ফুসফুস থেকে যে রক্ত বেরিয়ে যায় তা ফুসফুসে যে রক্ত ঢুকে তার চেয়ে নিম্নের কোন বৈশিষ্ট্য সমৃদ্ধ?
প্রতি মিলিমিটার রক্তে পুষ্টিকণার পরিমাণ
প্রতি মিলিমিটার রক্তে অক্সিজেনের পরিমাণে
প্রতি মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যায়
প্রতি মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণে
সাধারণ জ্ঞান
56.সালেকসংশ্লেষন ও শ্বসনের মধ্যে মিল কোথায়?
উভয়ে ATP তৈরি করে
উভয়ে তাপ এবং অালোর উপর নির্ভরশীল
উভয়ে অক্সিজেন ব্যবহার করে
উভয়ে অক্সিজেন ব্যবহৃত হয়
জীববিজ্ঞান
61.নিচের কোন মিলটি সঠিক নয়?
কচ-নিউক্লিয়াস
ভারকো-প্রত্যেকে কোষ পূর্বের বিদ্যমান কোন কোষ থেকে তৈরি
স্লাইডেন ও সোয়ান-কোষ থিওরী
রবার্ট হুক- কোষ প্রাচীর
62.কোন কোন পরজীবীর তাদের জীবন চক্র শেষ করতে দু’টি পরাশ্রয়ের দরকার হয় ,
কারণ-
তাদের প্রজনন বৃদ্ধি পায়
একই পরাশ্রয়ে যৌন ও অযোনৈ চক্র সংগঠিত হতে পারে না
পরাশ্রয় পরিবর্তন করে যে কোন এটি পরাশ্রয়ে বিলুপ্ত হত্তয়ায় আশংকা মুক্ত হয়
কোনোটিই নয়
রসায়ন
63.নিম্নে বর্ণিত কোনটি অণুর বৈশিষ্ট?
অণুর আন্তঃআণবিক ফাঁক অাছে
অনু স্বাধীনভাবে থাকতে পারে না
অণুকে রাসায়নিক বিভক্ত বিভক্ত করা যায় না
বিভিন্ন পদার্ফের অণু সমধর্মী
75.আয়োডিনকে নিম্নের কোনটির সাথে মিশ্রণ করলে পানিতে এর দ্রাব্যতা বৃদ্ধি পায়?
পটাসিয়াম আয়োডাইড
সোডিয়াম হাইড্রোক্সাইড
অ্যালকোহল
ক্লোরোফরম
পদার্থবিদ্যা
64.একটি বস্তু স্থির অবস্থান হতে সমত্বরণে চলতে লাগল এবং সপ্তম সেকেন্ডে ৯১ ফুট দূরত্ব অতিক্রম করল। বস্তুটির ত্বরণ কত?
১০ ফুট/সে22
১৪ ফুট/সে22
৪১ ফুট/সে22
২৪ ফুট/সে22
65.কাজের চরম এককের বেলায় কোনটি সত্য?
এস আই পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক জুল
এফ পি এস পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক ফুট পাউন্ড
সি জি এস পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক ফুট পাউন্ড
এফ পি এস পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক আর্গ
66.স্থিতিস্থাপক গুনাঙ্কের প্রকার ভেদে কোনটি সত্য?
K= আয়তণ বিকৃতি/আয়তন পীড়ন
η =কৃন্তন বিকৃতি/কৃন্তন পীড়ণ
Y=দৈঘ্য বিকৃতি/দৈঘ্য বিকৃতি
η =কৃন্তন পীড়ণ/কৃন্তন বিকৃতি
67.কোনটি সঠিক নয় ?
বিদ্যুৎ বিশ্লেষন প্রক্রিয়ায় আকরিক হতে ধাতু নিষ্কাশন যায়
মেইন লাইনের দুই তারের কোনটির ঋণাত্মক তা বিদ্যুৎ বিশ্লেষণ দ্বারা নির্ণয় করা যায় না
বিদ্যুৎ বিশ্লেষন পদ্ধতি দ্বারা বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা যায়
বিদ্যুৎ বিশ্লেষন প্রক্রিয়ায় কোন মৌলের রাসায়নিক সমতুল নির্ণয় করা যায়
68.X-ray ’র বেলায় কোনটি সঠিক নয়?
ইহা ম্যাগনেট দ্বারা বিক্ষেপ করা যায়
ইহা আলোর গতিতে চলে
ইহা চামড়া ও মাংস উভয়কেই করতে পারে
দ্রুত গতিতে চলমান ইলেকট্রনকে হঠাৎ বাধা দিলে ইহা উৎপন্ন হয়
69.কোনটি সত্য নয় ?
সঙ্কট কোণ আপতন কোণের সমান হলে প্রতিসরণ কোণ ৯০°° হবে
উত্তল লেন্সের মাধ্যমে কোন বস্তু প্রতিবিম্ব সর্বদা বাস্তব সিধা ও বড় দেখাবে
প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে স্নেলস সূত্রও বলা হয়
যখন কোন আলোক রশ্মি কোন কাচেঁর টুকরায় প্রবেশ করে কিন্তু ঐ রশ্মির গতি পরিবর্তন হয় না তখণ উহার আপাতন কোণ 0°°।
70.১২ কুলম্ব চার্জকে এক স্থান হতে অন্য স্থানে আনতে কত কাজ করা হবে যদি বিভব পার্থক্য ৫০০ ভোল্ট হয়?
৬×১০১০৬×১০১০ আর্গ
৬×১০৮৬×১০৮ আর্গ
৬×১০৫৬×১০৫ আর্গ
৬×১০৯৬×১০৯ আর্গ
71.বৈদ্যুতিক ঘন্টায় নিম্নের কোন কোন অংশ আছে?
চুম্বক
লোৗহ দন্ড
স্প্রিং ও হাতুড়ি
সব কয়টিই
74.নেসলার রিএজেন্টের সাথে অ্যামোনিয়া যোগ করলে পাওয়া যায়-
সাদা অধঃক্ষেপ
বেগুণী অধঃক্ষেপ
লাল অধঃক্ষেপ
হলুদ অথবা খয়েরী অধঃক্ষেপ
English
72.Find out the incorrect sentences
Karim
resigned from his post
Karim resigned his post
Get the picture hanged in your room
Get the picture hung in you room
73.Fill the blank with appropriate answer from below to
complete the sentence-
Differs
from any other person
Different to any other person
Different from those of any other persons
Different from any other person
রসায়ন
76.নিম্নের কোন ধাতুর লবণের দ্রবণে যোগ করলে সাদা অধঃক্ষেপ পড়ে?
Fe2(SO4)3
Hg(NO3)2
2CaCl22
CuSO4
77.কোনটি দু’টি সত্য?
বিশুদ্ধ ক্লোরোফরম AgNO3 দ্রবণে কোণ অধঃক্ষেপ দেয় না
লঘু KOH এর উপস্থিতে ক্লোরোফরম ও অ্যাসিটোন ঘনীভবন বিক্রিয়ার ক্লোরিটোন উৎপন্ন করে
ক্লোরোফরম অ্যালকোহলে দ্রবণীয় নয়
ক্লোরোফরম স্পুটনাঙ্ক 56°56° সেন্টিগ্রেড
78.অগ্নি নির্বাপনে কোনটি ব্যবহৃত হয়?
CCl4
CH3Cl
CH2Cl2
CHCl3
79.১৪০°১৪০° তাপমাত্রা অধিক পরিমাণ ইথানল ও স্বল্প পরিমাণ গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে তৈরি হয়-
ইথিলিন
ডাই ইথাইল ইথার
ইথাইল সালফেইট
ডাই ইথাইল সালফেইট
80.শীতল ও অতি লঘু HNO3 এবং জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
NO2
H2
NO
NH4NO3
81.সালফার সরাসরি নিম্নের কোনটি ছাড়া সব ধাতুর সাথে যুক্ত হতে পারে
লৌহ
প্লাটিনাম
জিঙ্ক
কপার
82.কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ বাতাস অক্সিজেনের সংর্স্পশে ধারণ করে-
হলুদ বর্ণ
বেগুনী বর্ণ
নীল বর্ণ
সবুজ বর্ণ
83.কোনটি আয়নিক যৌগের ধর্ম নয়?
জলীয় দ্রবণে অায়নিক যৌগ বিয়োজিত হয় না
অায়নিক যৌগ সমূহ সাধারণতঃ স্ফটিকাকারে থাকে
জলীয় দ্রবণে অায়নিক যৌগ অত্যন্ত দ্রুত বিক্রিয়া করে
জলীয় দ্রবণে অায়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী
জীববিজ্ঞান
84.নিম্নের কোন উক্তিটি সত্য?
ক্ষুর্ধাত হাইড্রো পেট ভরা অবস্থার চাইতে মন্থর গতিতে চলে
ক্ষুর্ধাত হাইড্রো পেট ভরা অবস্থার চাইতে দ্রুত গতিতে চলে
ক্ষুর্ধাত পেট ভরা অবস্থায় হাইড্রো গতিতে কোন পার্থক্য হয় না
উপরে কোনটি নয়
85.স্কেরেনকাইমা
(Sclerenchyma) কোষ-
পাতলা প্রাচীর বিশিষ্ট
লিগনিন জমা হয়ে পুরু প্রাচীর বিশিষ্ট
শীর্ষস্থ কলা
ইন্টরকেলারী বা স্থায়ী
88.পূর্ণবৃন্ত বা ফাইলোড নিম্নের কোনটির রুপান্তর ?
পত্রবৃন্ত
উপপত্র
কান্ড
পত্রফলক
90.প্রোটোজোয়ার শ্বসণ নীচের কোনটি দিয়ে সম্পাদিত হয়?
সাধারণ তল
সংকোচনশীল
গিলস
সাইটোপ্লাজম
English
86.The following sentences were changed as direct. Which
one of them is correct?
Health
is wealth ( Interrogative) isn't health wealth)?
I saw him singing a song (passive ) He sang a song.
He is competent for the post (Negative). He is not competent for
the post.
He came at 4'0 Clock (Complex) It is 4'0 clock when he came
87.Which is the correct English translation of the
following sentence?( সে মূর্খ বইত নয়)
He is
as good as a fool
He is as bad as a fool
He is no good than a fool
He is no better than a fool
উচ্চতর গণিত
89.৩৬ ঘন সেন্টিমিটার আয়তনের একটি বস্তু উহার ৩৪ ৩৪ অংশ পানির নীচে রেখে আসে। বস্তুটির আপেক্ষিক গুরুত্ব হবে -
০.৭৫
০.৫৭
৭.৫
৫.৭
উচ্চতর গণিত
91.ABC একটি সমকোণী ত্রিভুজ BC, AC এবং AB যথাক্রমে উহার ভূমি , লম্ব এবং অতিভূজ । মনে করি ∠ABC=θ ∠ তা হলে কোনটি সত্য ?
cosθ=BCAB
Cosθ=ABBC
Sinθ=ABAC
নিজে চেষ্টা করুন
সাধারণ জ্ঞান
92.কেঁচোর পুংজন রন্ধ্র কোন দেহখণ্ডকে অবস্থিত?
১৮ নং দেহখণ্ডকে
শেষ দেহখণ্ডকে
১৯ নং দেহখণ্ডকে
নিজে চেষ্টা করুন
জীববিজ্ঞান
93.কেঁচোর অস্ত্রের টিফলোসোল নিম্নের কোনটিতে সাহায্য করে ?
বর্জ্য দ্রব্য নিষ্ক্রমণে
অস্ত্রের পরিশোষণ এলাকা বৃদ্ধিতে
খাদ্য যাতায়াতে
পরিপাক এনজাইম নিঃসরণে
94.আরশোলার প্রােটিন ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্যকারী এনজাইম কোথা হতে নিঃসৃত হয়?
গিজার্ড
মেসন্টেরন ও যকৃত সিকা
লাল-গ্রন্থি
নিজে চেষ্টা করুন
95.আরশোলায় শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল জোড়ার সংখ্যা -
বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া
বক্ষদেশে ৩ জোড়া ও উদরে ৭ জোড়া
নিজে চেষ্টা করুন
96.ব্যাঙের দেহের তাপমাত্রা -
গ্রীষ্মে পরিবর্তিত হয় কিন্তু শীতকালে অপরিবর্তিত থাকে
শীতে পরিবর্তিত হয় কিন্তু গ্রীষ্মকালে অপরিবর্তিত থাকে
পরিবেশের তাপমাত্রার উঠানামার অপরিবর্তিত থাকে
নিজে চেষ্টা করুন
97.দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোনটি সত্য নয়?
তাদের মূলে তারকাকৃতি জাইলেম থাকে
তাদের পুষ্পাংশ চার অথবা পাঁচের গুণিতক
এদের পাতায় সমান্তরাল শিরা বিন্যাস থাকে
নিজে চেষ্টা করুন
98.কেঁচোর কোন কোষগুলি মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষের মত কাজ করে?
আন্ত্রিক গ্রন্থী কোষ
নেফ্রোষ্টোমের কেন্দ্রীয় কোষ
গিজার্ডের কোষ
নিজে চেষ্টা করুন
99.কোন কাজটি সম্পাদনের জন্য কোলা ব্যাঙ পুকুরের আশেপাশে থাকে?
ত্বক শ্বসন
ব্রঙ্কিয়াল শ্বসন
ফুসফুসীর শ্বসন
মুখ বিবরীয় শ্বসন
100.কোনটি প্রোটোজোয়ার বৈশিষ্ট্য?
দেহের অভ্যন্তরে বিভিন্ন নালিতন্ত্র দেখা যায়
খাদ্যবস্তু অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয় প্রকারে পরিপাক হয়
খাদ্যবস্তু শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক হয়
কোনোটিই নয়
No comments