বিসিএস পরীক্ষার প্রস্তুতি-১৭
০১.
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম-
ক.
আন্দ্রে মনরো খ. মার্কটালি
গ.
ওভার ল্যান্ড ঘ. গ্রাসিকো
০২.
নিম্নের কোন দেশটি স্থলবেষ্টিত নয়?
ক.
আফগানিস্তান খ. লাওস
গ.
ইরান ঘ. মঙ্গোলিয়া
০৩.
বহির্বিশ্বের কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
ক.
মিয়ানমার খ. নেপাল
গ.
মিসর ঘ. সিয়েরালিয়ন
০৪.
পদ্মানদী মেঘনার সঙ্গে মিলিত হয়েছে-
ক.
চাঁদপুরের কাছে খ. মাদারীপুরের কাছে
গ.
ভৈরবের কাছে ঘ. গোয়ালন্দের কাছে
০৫.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক.
পদ্মা খ. মেঘনা
গ.
যমুনা ঘ. ব্রহ্মপুত্র
০৬.
কোন দিল্লি সুলতানের আমলে ইবনে বতুতা ভারতে আসেন?
ক.
গিয়াসউদ্দীন বলবন খ. ইলতুৎমিশ
খ.
ফিরোজ শাহ তুঘলক ঘ. মোহাম্মদ বিন তুঘলক
০৭.
গ্রিসের দার্শনিক নন-
ক.
এরিস্টটল খ. প্লেটো
গ.
ভলতেয়ার ঘ. সক্রেটিস
০৮.
বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত বৎসর?
ক.
১৭ খ. ১৮ গ. ১৯ ঘ. ২০
০৯.
বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
ক.
১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১০.
বাংলাদেশের কোথায় শীতল ঝরনার পাহাড় আছে?
ক.
হিমছড়ি খ. জাফলং
গ.
গারো পাহাড় ঘ. মহেশখালী
১১.
শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?
ক.
১৫ জানুয়ারি খ. ২০ জানুয়ারি
গ.
২৫ জানুয়ারি ঘ. ৩০ জানুয়ারি
১২.
ফোর্থ এস্টেট বলতে কী বোঝায়?
ক.
সম্পত্তি খ. সংবাদপত্র
গ.
ক্ষমতা ঘ. রাজনীতি
১৩.
এ পর্যন্ত কতবার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে?
ক.
১১ বার খ. ১২ বার
গ.
১৩ বার ঘ. ১৪ বার
১৪.
নারিকেলবাড়িয়া কোন নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল?
ক.
হাজী শরীয়ত উল্লাহ খ. দুদুমিয়া
গ.
টিপু সুলতান ঘ. তিতুমীর
১৫.
কোন সংস্থা ‘বিশ্ব
ঐতিহ্য এলাকা’
ঘোষণা করেছে?
ক.
WTO খ. WHO
গ.
UNEP ঘ. UNESCO
১৬.
যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট দাসপ্রথা বিলুপ্ত করেন?
ক.
জন এফ কেনেডি খ. জর্জ ওয়াশিংটন
গ.
উড্রো উইলসন ঘ. আব্রাহাম লিংকন
১৭.
নিম্নের কোনটি পরোক্ষ কর?
ক.
মূল্য সংযোজন কর খ. সম্পত্তি কর
গ.
দান কর ঘ. আয়কর
১৮.
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
ক.
ব্যাংকক খ. হংকং
গ.
ম্যানিলা ঘ. চিলি
১৯.
নিম্নের কোনটি মুদ্রাস্ফীতির কারণ হতে পারে?
ক.
অর্থের জোগান বৃদ্ধি খ. উদ্বৃত্ত বাজেট
গ.
উৎপাদন বৃদ্ধি ঘ. ব্যাংক ঋণের সংকোচন
২০.
যে দ্রব্যের ওপর ভর্তুকি দেয়া হয়, তার-
ক.
দাম বাড়ে ও জোগান বাড়ে
খ.
দাম বাড়ে ও জোগান কমে
গ.
দাম কমে ও জোগান কমে
ঘ.
দাম বাড়ে ও জোগান ঠিক থাকে।
উত্তর
: ১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. খ
১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ঘ
No comments