বিসিএস পরীক্ষার প্রস্তুতি-১৮


সাধারণ জ্ঞান 
১. কোনটি নিয়ন্ত্রণ পদক্ষেপ নয়-
ক. লক্ষ্য বা মানের পূর্বনির্ধারণ
খ. বাস্তব কাজের পরিমাপ
গ. প্রতিকারের ব্যবস্থা গ্রহণ ঘ. বীমাকরণ
২. কোনটি আর্থিক প্রেষণা-
ক. চাকরির নিরাপত্তা খ. বোনাস
গ. ভ্রমণ সুযোগ ঘ. আবাসিক সুবিধা প্রদান
৩. কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য-
ক. নমনীয়তা খ. সুস্পষ্ট উদ্দেশ্য
গ. ধারাবাহিকতা ঘ. সবগুলোই
৪. ব্যবস্থাপনার প্রথম কাজ-
ক. উদ্যোগ গ্রহণ খ. পরিকল্পনা
গ. অর্থসংস্থান ঘ. কর্ম প্রশিক্ষণ
৫. বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত প্রধান দলিলের নাম-
ক. প্রত্যয়পত্র খ. ফরমাশপত্র
গ. অনুমতিপত্র ঘ. চালান রশিদ
৬. কে মধ্যস্থ কারবারি নন-
ক. ভোক্তা খ. পাইকার
গ. আড়তদার ঘ. ফড়িয়া
৭. কোনটি অকৃষি পণ্য-
ক. চাল খ. মাছ
গ. গাছ ঘ. টেলিভিশন
৮. কোনটি বাজারজাতকরণের আওতাভুক্ত নয়-
ক. ক্রয় খ. অর্থ-সংস্থান
গ. প্রমিতকরণ ঘ. নির্দেশনা
৯. শেয়ারবাজারে লেনদেন হয়-
ক. শেয়ার খ. ডিবেঞ্চার
গ. সঞ্চয়পত্র ঘ. ক+খ
১০. ব্যবসায় সংগঠনের সম্পদ সংগ্রহ ও সুষ্ঠু পরিচালনার জন্য সর্বাধিক প্রয়োজন হয়-
ক. অর্থ-সংস্থান খ. দক্ষকর্মী গোষ্ঠী
গ. সুষ্ঠু পরিকল্পনা ঘ. সহায়ক আইন
১১. যৌথ মূলধনী কারবারের মূলধন অংশকে বলা হয়-
ক. ডিবেঞ্চার খ. অনুমোদিত মূলধন
গ. শেয়ার ঘ. স্টক
১২. কত সালের আইন দ্বারা বাংলাদেশে অংশীদারি কারবার নিয়ন্ত্রিত হয়-
ক. ১৯১৩ খ. ১৯৩২
গ. ১৯৭২ ঘ. ১৯৯৪
১৩. বাংলাদেশে সর্বাধিক ব্যবসায় সংগঠন হচ্ছে-
ক. মধ্যম প্রকৃতির খ. ক্ষুদ্র প্রকৃতির
গ. বৃহদাকৃতির ঘ. ক+গ
১৪. ব্যবসায়ের বিনিময় ও বণ্টন প্রক্রিয়াকে বলা হয়-
ক. বিপণন খ. কারবার
গ. বাণিজ্য ঘ. বাণিজ্য ও পরিবহন
১৫. ব্যবসা শুরু করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হলেন-
ক. ব্যবস্থাপক খ. কারবারি
গ. উদ্যোক্তা ঘ. পুঁজির মালিক
১৬. কোনটি ব্যবসায়ের মুনাফা অর্জনকে বিশেষভাবে প্রভাবিত করে-
ক. অনিশ্চয়তা খ. ঝুঁকি
গ. ক+খ ঘ. নিশ্চয়তা
১৭. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়-
ক. মুনাফা অর্জন খ. মুদ্রা প্রচলন
গ. ঋণ নিয়ন্ত্রণ ঘ. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
১৮. কোন ব্যাংককে দেশের ব্যাংক ব্যবস্থার মুরব্বি বলা হয়-
ক. বাণিজ্যিক ব্যাংক খ. শিল্পব্যাংক
গ. সমবায় ব্যাংক ঘ. কেন্দ্রীয় ব্যাংক
১৯. কোনটি ব্যবস্থাপকীয় কার্যাবলী নয়-
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. মুনাফা অর্জন
২০. যেসব পণ্য চূড়ান্ত ভোগের জন্য উৎপাদিত হয় তাকে বলা হয়-
ক. শিল্পপণ্য খ. কৃষিপণ্য
গ. ভোগ্যপণ্য ঘ. সহায়কপণ্য
উত্তর : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮.ঘ ১৯. ঘ ২০. গ

No comments

Powered by Blogger.