বিসিএস পরীক্ষার প্রস্তুতি-১৯
১. SAPTA স্বাক্ষরিত হয়-
ক. ১৯৯৩ খ. ১৯৯২ গ. ১৯৯৪ ঘ. ১৯৯৫।
২. বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সালে কোন পত্রিকায় প্রথম
প্রকাশিত হয়?
ক. ১৯০৪ সালে বঙ্গদর্শন পত্রিকায়
খ. ১৯০৫ সালে বঙ্গদর্শন পত্রিকায়
গ. ১৯০৪ সালে দিকদর্শন পত্রিকায়
ঘ. ১৯০৫ সালে দিকদর্শন পত্রিকায়
৩. ‘তিতাস’ উপজেলা কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী খ. কুমিল্লা গ. রংপুর ঘ. সিলেট।
৪. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন-
ক. মিসরীয়রা খ. গ্রিকরা গ. চীনারা ঘ. জাপানিরা
৫. তুরস্কের মুদ্রার নাম কী?
ক. পেশো খ. ফ্রা গ. লিরা ঘ. দিনার
৬. বাংলাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন-
ক. সুকুমার সেন খ. দীনেশ সেন
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঘ. রমেশ চন্দ্র মজুমদার।
৭. ইরিত্রিয়ার রাজধানীর নাম-
ক. রাবাত খ. আদ্দিস আবাবা গ. আসমারা ঘ. সানা
৮. সর্বপ্রথম ইসলামী মুদ্রা কে প্রচলন করেন?
ক. আবুবকর (রা.) খ. ওমর (রা.) গ. আলী (রা.) ঘ. উসমান (রা.)।
৯. কোন দেশে মার্কিন ডলার নিষিদ্ধ?
ক. ইরানে খ. উত্তর কোরিয়ায় গ. কিউবায় ঘ. রাশিয়ায়।
১০. মজলিশ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ইরানের খ. ইরাকের গ. পাকিস্তানের ঘ. আফগানিস্তানের।
১১. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়-
ক. ১৯৪৮ খ. ১৯৪৯ গ. ১৯৫১ ঘ. ১৯৫২।
১২. তামাক নিষিদ্ধ করা হয়েছে-
ক. বাংলাদেশে খ. ভুটানে গ. জাপানে ঘ. ভ্যাটিকানে।
১৩. ‘তিন
কন্যা’ ছবি এঁকেছেন-
ক. জয়নুল আবেদীন খ. রফিকুন্নবী গ. কামরুল হাসান ঘ. অলক রায়।
১৪. শিক্ষার অধিকার বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে
বর্ণিত?
ক. ১৩তম খ. ২১তম গ. ৭৭তম ঘ. ১৭তম।
১৫. ‘ক্যাটালন’ কোন দেশের ভাষা?
ক. অস্ট্রিয়া খ. স্পেন গ. বেলজিয়াম ঘ. মঙ্গোলিয়া
১৬. UNICEF গঠিত হয়-
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৬ ঘ. ১৯৫০।
১৭. পবিত্র ভূমি বলা হয়-
ক. জেদ্দাকে খ. তায়েফকে গ. জেরুজালেমকে ঘ. মক্কাকে।
১৮. ‘মানুষ
সামাজিক জীব’ উক্তিটি করেছেন-
ক. এরিস্টটল খ. প্লেটো গ. বার্নার্ডশ ঘ. হুগো।
১৯. স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক ছিলেন-
ক. সালাউদ্দীন খ. জাকারিয়া পিন্টু গ. শেখ সেলিম ঘ. সোহরাব
উদ্দিন।
২০. ‘শূন্য’ সংখ্যার আদি ধারণা কাদের?
ক. গ্রিকদের খ. আরবদের গ. ভারতীয়দের ঘ. চীনাদের।
২১. ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন-
ক. চার্চিল খ. এটলি গ. গ্লাডস্টোন ঘ. ডিজরেইলি
২২. মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগরে খ. বঙ্গোপসাগরে গ. আরব সাগরে ঘ. পারস্য
সাগরে।
২৩. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
ক. সিনহুয়া খ. সানা গ. রয়টার ঘ. তাস
২৪. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী?
ক. মরক্কো খ. পাকিস্তান গ. ইরান ঘ. ইরাক।
২৫. কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত?
ক. গাজা খ. পশ্চিম তীর গ. বেবা উপত্যকা ঘ. গোলান মালভূমি।
উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ০৯.গ ১০.ক ১১.ঘ
১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.ঘ।
No comments