বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২৫

বিজ্ঞান ও প্রযুক্তি
১। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক. ক্যাপাসিটর হিসেবে খ. ট্রান্সফরমার হিসেবে
গ. রেজিস্টর হিসেবে ঘ. রেক্টিফায়ার হিসেবে
২। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল-
ক. ৫০ হার্জ খ. ২২০ হার্জ গ. ২০০ হার্জ ঘ. ১০০ হার্জ
৩। বাংলাদেশের কৃষিতে দোয়েল-
ক. জাতীয় পাখির নাম খ. কৃষি সংস্থার নাম
গ. উন্নত জাতের গমের নাম ঘ. কৃষি যন্ত্রের নাম
৪। মৌমাছির চাষ হল-
ক. এপিকালচার খ. সেরিকালচার
গ. পিসিকালচার ঘ. হর্টিকালচার
৫। দুধে থাকে-
ক. সাইট্রিক এসিড খ. ল্যাকটিক এসিড
গ. নাইট্রিক এসিড ঘ. এসিটিক এসিড
৬। কম্পিউটার ভাইরাস কি?
ক. একটি ক্ষতিকারক জীবাণু খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৭। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ ঘ. বিচ্ছুরণ
গ. অপবর্তন ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
৮। এন্টিবায়োটিকের কাজ-
ক. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা খ. জীবাণু ধ্বংস করা
গ. ভাইরাস ধ্বংস করা ঘ. দ্রুত রোগ নিরাময় করা
৯। যকৃতের রোগ কোনটি?
ক. জণ্ডিস খ. টাইফয়েড গ. হাম ঘ. কলেরা
১০। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিুচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হল-
ক. অয়ন বায়ু খ. নিয়ত বায়ু
গ. প্রত্যয় বায়ু ঘ. মৌসুমি বায়ু
১১। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
ক. এক কিলোওয়াট-ঘণ্টা খ. এক ওয়াট-ঘণ্টা
গ. এক কিলোওয়ার্ট ঘ. এক ওয়ার্ট
১২। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
ক. ওডোমিটার খ. ক্রনমিটার
গ. ট্যাকোমিটার ঘ. ক্রেসকো গ্রাফ
১৩। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
ক. সালফিউরিক এসিড খ. নাইট্রিক এসিড
গ. সাইট্রিক এসিড ঘ. কার্বোলিক এসিড
১৪। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ক. ডায়োড খ. ট্রান্সফরমার
গ. ট্রানজিস্টার ঘ. অ্যামপ্লিফায়ার
১৫। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে-
ক. ঊষা খ. গোধূলি গ. গুরুবৃত্ত ঘ. ছায়াবৃত্ত
১৬। হীরক উজ্জ্বল দেখার কারণ-
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য খ. প্রতিসরণের জন্য
গ. প্রতিফলনের জন্য ঘ. অপবর্তনের জন্য
১৭। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
ক. ২৩ জোড়া খ. ২২ জোড়া
গ. ২০ জোড়া ঘ. ২৫ জোড়া
১৮। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
ক. ক্রনোমিটার খ. কম্পাস
গ. সিসমোগ্রাফ ঘ. সেক্সট্যান্ট
১৮। প্রবল জোয়ারের কারণ, যখন-
ক. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
খ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে তাকে
গ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
ঘ. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
২০। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
ক. স্ট্রাটোস্কিয়ার খ. ট্রপোস্কিয়ার
গ. ওজোন স্তর ঘ. আয়োনোস্কিয়ার
উত্তর: ১খ. ২ক. ৩গ. ৪ক. ৫খ. ৬ঘ. ৭ঘ. ৮খ. ৯ক. ১০খ. ১১ক. ১২ঘ. ১৩খ. ১৪খ. ১৫ঘ. ১৬ক. ১৭ক. ১৮ক. ১৯ক. ২০ঘ।
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments

Powered by Blogger.