বিসিএস পরীক্ষার প্রস্তুতি-২৬
বিসিএস
পরীক্ষার প্রস্তুতি
বাংলা
১.
কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
বাংলা
১.
কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
ক.
১৯২৩ খ. ১৯৩২ গ. ১৯৪৭ ঘ. ১৯৫৪
২.
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক.
সংস্কৃত খ. বাংলা গ. অস্ট্রিক ঘ. হিন্দি
৩.
ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কী?
ক.
মূল আর্য ভাষা খ. বৈদিক ভাষা
গ.
অনার্য ভাষা ঘ. সংস্কৃত ভাষা
৪.
ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
ক.
একটা খ. দুটো গ. তিনটে ঘ. চারটে
৫.
‘প্রাকৃত’
শব্দটির অর্থ-
ক.
প্রকৃত খ. যথার্থ
গ.
যা করা হয়েছে ঘ. স্বাভাবিক
৬.
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
ক.
দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ.
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ.
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ.
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
৭.
বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?
ক.
২০০৭ সালে খ. ১৯০৭ সালে
গ.
১৯১৬ সালে ঘ. ১৯০৯ সালে
৮.
বাংলা সাহিত্যের আদিগ্রন্থ ‘চর্যাপদ’-এর রচনাকাল-
ক.
সপ্তম থেকে দ্বাদশ শতক
খ.
অষ্টম থেকে চতুর্দশ শতক
গ.
নবম থেকে চতুর্দশ শতক
ঘ.
দশম থেকে চতুর্দশ শতক
৯.
উপমহাদেশে প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক.
১২৯৮ সালে খ. ১৩৯৮ সালে
গ.
১৪৯৮ সালে ঘ. ১৫৯৮ সালে
১০.
শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য?
ক.
প্রথম বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ.
প্রথম বাংলা মুদ্রণ
গ.
প্রথম বাংলায় সংস্কার কাজ ঘ. প্রথম বাংলা স্কুল
১১.
কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন?
ক.
রাম নিধিগুপ্ত খ. মালাধর বসু
গ.
মুকুন্দরাম চক্রবর্তী ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
১২.
বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
ক.
গোবিন্দদাস খ. জ্ঞানদাস
গ.
চণ্ডীদাস ঘ. বিদ্যাপতি
১৩.
‘এ
ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’ - কে লিখেছেন?
ক.
চণ্ডীদাস খ. বিদ্যাপতি
গ.
কাজী নজরুল ইসলাম ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৪.
‘জয়
দেব’
কোন ভাষার কবি?
ক.
বাংলা খ. সংস্কৃত গ. হিন্দি ঘ. ফার্সি
১৫.
‘সেই
বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- এখানে আপে অর্থ কী?
ক.
আগে খ. স্বয়ং গ. সম্পূর্ণ ঘ. পুরোপুরি
১৬.
বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি?
ক.
প্রভু যিশুর বাণী খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ.
মিশনারি জীবন ঘ. ফুলমনি ও করুণার বিবরণ
১৭.
‘বাংলা
একাডেমি’
পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
ক.
১৯৬০ সালে খ. ১৯৬১ সালে
গ.
১৯৬২ সালে ঘ. ১৯৬৪ সালে
১৮.
‘বৈতালিক’
উপন্যাসটি কে রচনা করেছেন?
ক.
প্রেমেন্দ্র মিত্র খ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ.
গোলাম কুদ্দুস ঘ. আকবর হোসেন
১৯.
“যাপিত
জীবন”
উপন্যাসের রচয়িতা কে?
ক.
রাবেয়া খাতুন খ. সেলিনা হোসেন
গ.
রিজিয়া রহমান ঘ. নাসরিন জাহান
২০.
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক.
ভদ্রার্জুন খ. নীলদর্পণ
গ.
শর্মিষ্ঠা ঘ. কবর
উত্তর
: ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ক ৭.খ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫.
খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক।
গ্রন্থনা
: তাওফিকুজ্জামান
No comments