প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২২

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
১। ড. মুহম্মদ শহীদুল্লাহ কোন খ্রিস্টাব্দে বাংলা পঞ্জিকা সংস্কার করেন?
(ক) ১৯৬৩ খ্রিস্টাব্দ (খ) ১৯৬৫ খ্রিস্টাব্দ (গ) ১৯৬৬ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৬৮ খ্রিস্টাব্দ
২। বাংলা সনের প্রবর্তক কে?
(ক) সম্রাট আকবর (খ) সম্রাট বাবর (গ) আবুল ফজল (ঘ) ফৈজী
৩। কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন স্টেশনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কতটি টারবাইন আছে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
৪। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল-
(ক) ১৪৩৫ হতে ১৫৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৪৪৬ হতে ১৫৩৯ খ্রিস্টাব্দে
(গ) ১৪৩৮ হতে ১৫৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৩০ হতে ১৫৩০ খ্রিস্টাব্দে
৫। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল-
(ক) গৌড়ে (খ) ময়নামতিতে
(গ) মহাস্থানগড়ে (ঘ) সোনারগাঁয়ে
৬। নিচের কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেন?
(ক) ইবনে বতুতা (খ) ফা হিয়েন
(গ) হিউএন সাং (ঘ) মারকো পোলো
৭। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন?
(ক) ২৫ (১) ধারা (খ) ৫০ ধারা
(গ) ৫০ (১) ধারা (ঘ) ৫৬ (১) ধারা
৮। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে বলবৎ হয়?
(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
(ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭৫
৯। বাংলাদেশ আইএমএফের সদস্যপদ লাভ করে-
(ক) ১০ জানুয়ারি, ১৯৭২
(খ) ১০ মার্চ, ১৯৭২
(গ) ১০ মে, ১৯৭২
(ঘ) ১০ জুন, ১৯৭২
১০। বাংলাদেশের সংবিধানের চতুর্দশ সংশোধনী কবে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে?
(ক) ১০ মার্চ, ২০০৪
(খ) ১০ মে, ২০০৪
(গ) ১ মে, ২০০৪
(ঘ) ২২ ডিসেম্বর, ২০০৭
১১। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে?
(ক) ক্যানিং (খ) ওয়াভেল
(গ) মাউন্টব্যাটেন (ঘ) বেন্টিংক
১২। প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব কাল কত ছিল?
(ক) ৩ বছর ৭ মাস (খ) ২ বছর ২ মাস
(গ) ৩ বছর ৪ মাস (ঘ) ২ বছর ৭ মাস
১৩। সাবাস বাংলাদেশের স্থপতি কে?
(ক) মইনুল হোসেন (খ) হামিদুর রহমান
(গ) নিতুন কুঞ্জ (ঘ) দেবদাস চক্রবর্তী
১৪। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে প্রবর্তিত হয়?
(ক) ১৯৭২ (খ) ১৯৭৪
(গ) ১৯৭৫ (ঘ) ১৯৭৭
১৫। পদ্মা নদীর উপনদী কোনটি?
(ক) মধুমতি (খ) কুমার
(গ) আত্রাই (ঘ) মহানন্দা
১৬। বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয়-
(ক) ঢাকায় (খ) চট্টগ্রামে
(গ) কুমিল্লায় (ঘ) খুলনায়
১৭। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরই যে বিভাগের স্থান-
(ক) রাজশাহী (খ) চট্টগ্রাম
(গ) খুলনা (ঘ) বরিশাল
১৮। প্রাকৃত শব্দটির অর্থ-
(ক) প্রকৃত (খ) যথার্থ
(গ) যা করা হয়েছে (ঘ) স্বাভাবিক
১৯। ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই-
(ক) আজব প্রাণী আজব গাছ
(খ) সাগরের রহস্যপুরী
(গ) জলে ডাঙ্গায় (ঘ) বাঘের ঘরে খরগোশের বাস
২০। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
(ক) বীর রস (খ) করুণ রস
(গ) শান্ত রস (ঘ) মধুর রস
২১। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) চীনা (খ) ফরাসি
(গ) বর্মি (ঘ) পর্তুগিজ
২২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তার সাংস্কৃতি নাই
(খ) তার সাংস্কৃতি নাই
(গ) তার সাংস্কৃতিক নাই
(ঘ) তার সংস্কৃতিক নাই
২৩। অনুপম-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) অকল্পনীয় (খ) মনোরম
(গ) অতুল্য (ঘ) অপরিমিত
২৪। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন?
(ক) বেগম রোকেয়া (খ) আবুল ফজল
(গ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী (ঘ) নুরুন্নেসা খাতুন
২৫। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
(ক) শ্রীকান্ত (খ) ইন্দ্রনাথ
(গ) অপু (ঘ) কেষ্ট
উত্তর : ১ক, ২ক, ৩ঘ, ৪গ, ৫গ, ৬ক, ৭ঘ, ৮খ, ৯গ, ১০গ, ১১গ, ১২ঘ, ১৩গ, ১৪গ, ১৫ক, ১৬খ, ১৭খ, ১৮ঘ, ১৯খ, ২০খ, ২১গ, ২২ঘ, ২৩খ, ২৪গ, ২৫ক।

No comments

Powered by Blogger.