প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২৩

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। পদ্মরাগ কার রচনা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) দৌলত কাজী
(গ) বেগম রোকেয়া
(ঘ) সুফিয়া কামাল
২৭। কোনটি শুদ্ধ বানান?
(ক) শ্বাশত (খ) শাশ্বত (গ) শ্বাশ্বত (ঘ) শাস্বত
২৮। ছেলেটি যেন রাজপুত্তুর- এ বাক্যে যেন পদের ব্যবহার কী অর্থে?
(ক) বিস্ময়বোধক (খ) তুলনামূলক (গ) অনুমানসূচক (ঘ) সম্ভাবনা জ্ঞাপক
২৯। কড়কড় কোন অব্যয়?
(ক) সমুচ্চয়ী (খ) অনন্বয়ী (গ) অনুসর্গ (ঘ) অনুকার
৩০। আহব শব্দের অর্থ কী?
(ক) আহ্বান (খ) আগমন (গ) অস্ত্রশস্ত্র (ঘ) যুদ্ধ
৩১। থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা-
(ক) আলী যাকের (খ) জহরত আরা
(গ) আরিফুল হক (ঘ) আব্দুল্লাহ আল মামুন
৩২। আমরা বাঁচতে চাই বাক্যের ক্রিয়াপদের ব্যবহার কী অর্থে?
(ক) নিমিত্ত অর্থে (খ) ইচ্ছা অর্থে (গ) বিধি অর্থে (ঘ) আবশ্যকতা অর্থে
৩৩। মিশ্র বাক্যের অপর নাম কী?
(ক) জটিল বাক্য (খ) খণ্ড বাক্য (গ) সরল বাক্য (ঘ) যৌগিক বাক্য
Choose the correct alternative and mark its letter on your answer sheet.
৩৪। She told me his name after he-
(ক) left (খ) had left (গ) has left (ঘ) has been leaving
৩৫। My uncle arrived while I- the dinner.
(ক) would cook (খ) had cooked
(গ) cook (ঘ) was cooking
৩৬। The boy from the village said, 'I- starve than beg'.
(ক) better (খ) rather (গ) would rather (ঘ) would better
৩৭। We have recently entered-an agreement with the Inland co-operative society.
(ক) no preposition (খ) upon (গ) in (ঘ) into
৩৮। He has assured me- safety.
(ক) With (খ) at (গ) for (ঘ) of
৩৯। He...to see us if he had been able to.
(ক) would come
(খ) would have come
(গ) may have come
(ঘ) may come
৪০। Choose the correct sentence.
(ক) I asked Javed had he passed
(খ) I asked Javed if he had passed
(গ) I asked Javed if you had passed
(ঘ) I asked Javed that had he passed
৪১। Choose the correct sentence.
(ক) A few of the three boys got a prize
(খ) Each of the three boys got a prize
(গ) Every of the three boys got a prize
(ঘ) All of the three boys got a prize
৪২। What is appropriate translation of আমি তোমাকে খাওয়াই?
(ক) I eat you (খ) I have eat you
(গ) I feed you (ঘ) I fed you
৪৩। Birds eye viwe means-
(ক) A rough idea (খ) Eyes of bird
(গ) Eyes of a flock of bird (ঘ) A viwe of the sï.
৪৪। Mukti is writing a letter, Make it passive voice.
(ক) A letter has written by Mukti
(খ) A letter has been written by Mukti
(গ) A letter was written by Mukti
(ঘ) A letter is being written by Mukti
৪৫। An 'erratic' person is one who is-
(ক) pleasant (খ) honest (গ) unreliable (ঘ) rational
৪৬। What is the meaning of 'To make oneself at home'?
(ক) to be upset
(খ) to be comfortable
(গ) to be miserable
(ঘ) to be happy
৪৭। Ended in Fiasco means-
(ক) Complete failure
(খ) on the verge of failure
(গ) yet to be failure
(ঘ) None of them
৪৮। Unless you work hard, you will not succeed. In this sentence unless is-
(ক) Conjunction (খ) Interjection
(গ) Preposition (ঘ) None
৪৯। What is the meaning of 'soft soap'?
(ক) To speak ill of others (খ) To speak high of others
(গ) Flattery for self motives
(ঘ) to recognize others good deeds
৫০। ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য ?
(ক) PC=PD (খ) PA=PB (গ) PB=PA (ঘ) PB=PD
উত্তর : ২৬গ, ২৭খ, ২৮খ, ২৯ঘ, ৩০ঘ, ৩১ঘ, ৩২ঘ, ৩৩ক, ৩৪খ, ৩৫ঘ, ৩৬গ, ৩৭ঘ, ৩৮ঘ, ৩৯খ, ৪০খ, ৪১খ, ৪২গ, ৪৩ক, ৪৪ঘ, ৪৫গ, ৪৬খ, ৪৭ক, ৪৮ক, ৪৯গ, ৫০ঘ।

No comments

Powered by Blogger.