প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২১
প্রাথমিক সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৫৮।
Chose the correct sentence
ক)
Let you and I go together খ) Let I and you go together গ) Let me and you go together
ঘ) Let you and me go together
৫৯।
Which of the following sentence is having the word like as adjective
ক)
Do you talk that
খ)
We shall hot see him like again গ) Children like sweets
ঘ)
They are men of like build and stature
৬০।
Which of the following is not a correct english sentence
ক)
I am related with her by marriage
খ)
He is very popular with his pupils
গ)
I prefer coffee than tea
ঘ)
Death is preferable the dishonour
৬১।
৭:২০ কে শতকরায় প্রকাশ কর।
ক)
২৫% খ) ৩৫% গ) ৪৫% ঘ) ৫৫%
৬২।
(১৮০°-x°) কত ডিগ্রি কোণের সম্পূরক কোণ?
ক)
x° খ) ১৮০°+ x° গ) ১৮০° ঘ) কোনটি নয়
৬৩।
সামান্তরিকের ক্ষেত্রেফল-
ক)
দৈর্ঘ্য দ্ধ প্রস্থ খ) ভূমি দ্ধ উচ্চতা গ) (ভূমি দ্ধ উচ্চতা) ঘ) সবকটি
৬৪।
১০০ কেজি = কত কুইন্টাল?
ক)
১ খ) ১০ গ) ১০০ ঘ) ১০০০
৬৫।
তিন বা তিনের বেশি পদবিশিষ্ট রাশিকে কী বলে?
ক)
বহুপদী রাশি খ) একপদী রাশি গ) দ্বিপদী রাশি ঘ) কোনটি নয়
৬৬।
a = - 1 হলে a3= কত?
ক)
১ খ) -১ গ) ৩ ঘ) -৩
৬৭।
১ বিলিয়ন = কত মিলিয়ন?
ক)
১ খ) ১০০ গ) ১০০০ ঘ) ১০০০০
৬৮।
১ মণ = কত কেজি?
ক)
৩২.৩৭ খ) ৩৭.৩২ গ) ৩৯.৩৭ ঘ) ৩৭.৩৯
৬৯।
কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক)
১৬, ডিসেম্বর ১৯৭৪ খ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
গ)
১৪ নভেম্বর, ১৯৭৩
ঘ)
৩১ ডিসেম্বর, ১৯৭২
৭০।
সার্কের অক্টম (সর্বশেষ) সদস্য কোন দেশ?
ক)
আফগানিস্তান খ) ভুটান গ) মালদ্বিপ ঘ) নেপাল
৭১।
পৃথিবীতে দিন রাত্রি সমান হয়-
ক)
২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর খ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর গ) ২৩ মার্চ ও ২১
সেপ্টেম্বর ঘ) ২২ ডিসেম্বর ও ২৩ অক্টোবর
৭২।
পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কী?
ক)
আন্দিজ খ) কারাকোরাম গ) এভারেস্ট ঘ) বিজয়
৭৩।
নিম্নের কাকে লেডি উইথ দি ল্যাম্প বলা হয়?
ক)
রানী এলিজাবেথ প্রথম খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল গ) মাদার তেরেসা ঘ) রানী ক্লিওপেট্রা
৭৪।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি?
ক)
শ্রীমঙ্গল খ) জুড়াইছড়ি গ) সোনাগাজী ঘ) টঙ্গি
৭৫।
ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগানোর প্রথা বিশ্বকাপে প্রথম চালু হয় নিম্নের
কোন সালে?
ক)
১৯২৫ সালে খ) ১৯৩৮ সালে
গ)
১৯২৯ সালে ঘ) ১৯৩৫ সালে
৭৬।
কত সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়?
ক)
১৯৯০ খ) ১৯৯১ গ) ১৯৯২ ঘ) ১৯৯৩
৭৭।
কৃষি খাত থেকে জাতীয় আয়ের কত ভাগ আসে?
ক)
২৩.০০% খ) ১৯.৪১%
গ)
২৩.০২% ঘ) ২৩.২০%
৭৮।
বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার অর্থনৈতিক সম্পর্ক নেই-
ক)
মালদ্বীপ খ) ইসরাইল গ) জাপান ঘ) চীন
৭৯।
কৃত্রিম প্রজননের গুরুত্ব কী?
ক)
অধিক ফলন
খ)
গুণগতমানের উন্নতি সাধন
গ)
রোগ প্রতিরোধ ঘ) সবগুলো
৮০।
তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ব্যবহার নয়-
ক)
Electric iron
খ)
Electric heater
গ)
Electric fuse
ঘ)
Electric Current
উত্তর
: ৫৮। ঘ ৫৯। ঘ ৬০। গ ৬১। খ ৬২। ক ৬৩। খ ৬৪। ক ৬৫। ক ৬৬। খ ৬৭। গ
৬৮।
খ ৬৯। খ ৭০। ক ৭১। খ ৭২। গ ৭৩। খ ৭৪। খ ৭৫। খ ৭৬। খ ৭৭। খ ৭৮। খ ৭৯। ঘ ৮০। ঘ
No comments