প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-২০

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?
ক) বেলে মাটি খ) এটেল মাটি
গ) দো-আঁশ মাটি ঘ) পলি মাটি
৩২। সৌর কোষে ব্যবহৃত হয়
ক) ক্যাডমিয়াম খ) এ্যালুমিনিয়াম ফয়েল গ) সিলিকন ঘ) ফসফরাস
৩৩। পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না, কারণ-
ক) পেট্রোল পানির সাথে মিশে না
খ) পেট্রোল পানির চেয়ে হালকা
গ) পেট্রোলের সাথে পানি মিশে যায়
ঘ) খ ও গ উভয়েই ঠিক
৩৪। হিজরী সন প্রবর্তন করেন-
ক) হজরত আবু বকর (রা.)
খ) হজরত উমর (রা.) গ) হজরত ওসমান (রা.) ঘ) হযরত আলী (রা.)
৩৫। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক) নাফ খ) কর্ণফুলী গ) সুরমা ঘ) মেঘনা
৩৬। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
ক) ১৯৪৮ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৪ সালে
৩৭। উইম্বলডন ট্রফি কোন খেলার জন্য দেয়া হয়?
ক) ক্রিকেট খ) লন টেনিস গ) ঘোড় দৌড় ঘ) ফুটবল
৩৮। দেশের গবেষণার উন্নয়নে উচ্চ শিক্ষা সাহায্য করে থাকে-
ক) জ্ঞানের পরিসরের বৃদ্ধি
খ) শিক্ষাদান কার্যের দক্ষতায়
গ) মানব জীবনের সমৃদ্ধিতে
ঘ) আবিষ্কারের পথ
৩৯। শিক্ষাক্ষেত্রে সহজ পদ্ধতিতে একটি বিষয় শিক্ষা দেয়া হয় মনোবিজ্ঞানের কোন যুক্তির ওপর নির্ভর করে?
ক) বিষয়বস্তু শেখাতে কষ্ট হয়
খ) শিক্ষার্থী দ্রুত বিষয়বস্তু অনুধাবন করতে পারে
গ) বিষয়বস্তু সহজ হলে শিক্ষার্থীর আগ্রহ কমে যায়
ঘ) সহজ বিষয়বস্তু শেখালে শিক্ষার্থী অকৃতকার্যতার হাত থেকে রক্ষা পায়।
৪০। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কোন সংস্থা সবচেয়ে বেশি সাহায্য-সহযোগিতা করে?
ক) ইউনিসেফ খ) বিশ্বব্যাংক
গ) বিশ্ব সাহায্য সংস্থা
ঘ) ইসলামী উন্নয়ন সংস্থা
৪১। স্বাধীন এর বিপরীত শব্দ হল-
ক) মুক্ত খ) মুক্তি গ) পরাধীন ঘ) চঞ্চল
৪২। রক্তকরবী নাটকটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জীবনানন্দ দাস গ) আবু ইসহাক ঘ) জহির রায়হান
৪৩। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
ক) অক্ষয় কুমার দত্ত
খ) ফাল্গুনি মুখোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৪। Origin and Development of the Bengali Language গ্রন্থটির লেখক কে?
ক) ড. সুকুমার সেন
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
৪৫। বাংলা গদ্য রীতি গ্রন্থটির রচিয়তা-
ক) মুনীর চৌধুরী
খ) মোহাম্মদ এনামুল হক
গ) মুহম্মদ আব্দুল হাই
ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
৪৬। কোনটি ঠিক?
ক) গোরা (নাট্যগ্রন্থ)
খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ) পথের দাবি (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
৪৭। কোন বানানটি শুদ্ধ?
ক) সমীচীন খ) সমিচীন গ) সমীচিন ঘ) সমিচিন
৪৮। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক) অন্যপদ খ) উভয়পদ গ) পূর্বপদ ঘ) পরপদ
৪৯। চন্দ্র এর সমার্থক শব্দ নয়-
ক) চাঁদ খ) নিশাকর গ) অদ্রি ঘ) হিমকর
৫০। ঠোঁট কাটা বলতে কী বুঝায়?
ক) অহঙ্কারী খ) স্পষ্টভাষী গ) মিথ্যাবাদী ঘ) পক্ষপাতদুষ্ট
৫১। What is the collective noun for a group of young partridges (তিতির পাখি)
ক) gaggle খ) covey গ) flock ঘ) school
৫২। What is the singular form of the word dice
ক) dis খ) dise গ) die ঘ) disket
৫৩। What is the feminine equivalent of the word comedian
ক) comedienne খ) comedic গ) comedious ঘ) comedie
৫৪। Which of the following is the rare adjective form of the word tyrant
ক) tyrannous খ) tyrannical গ) tyrannist ঘ) tyrannic
৫৫। I am changing all the time some time they like some time they done
ক) dream খ) weather গ) wind ঘ) wave
৫৬। Soliloqyu means·
ক) to memorise খ) talking to oneself গ) action of speech ঘ) Christopher Marlowe
৫৭। Chose the correct sentence
ক) Omar Khayyam is rarely born খ) A Omar Khayyam is rarely born গ) An Omar Khayyam is rarely born ঘ) The Omar Khayyam is rarely born
উত্তর : ৩১। খ ৩২। গ ৩৩। ঘ ৩৪। খ ৩৫। ক ৩৬। ক ৩৭। খ ৩৮। ক ৩৯। ঘ ৪০। ক ৪১। গ ৪২। ক ৪৩। ঘ ৪৪। গ ৪৫। ক ৪৬। গ ৪৭। ক ৪৮। ঘ ৪৯। গ ৫০। খ ৫১। খ ৫২। গ ৫৩। ক ৫৪। ক ৫৫। খ ৫৬। খ ৫৭। ঘ

No comments

Powered by Blogger.