প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি-১৯

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
১। বাংলা ভাষার রূপ কয়টি?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২। হরতাল শব্দটি কোন ভাষার?
ক) ওলন্দাজ খ) উর্দু গ) হিন্দি ঘ) গুজরাটি
৩। বাংলা ভাষার স্বরবর্ণ কয়টি?
ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি
৪। কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
ক) কবিরাজ খ) সতীন গ) সম্রাট ঘ) জ্ঞানী
৫। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
ক) পদ খ) ধ্বনি গ) ধাতু ঘ) শব্দ
৬। স্বাক্ষর শব্দের অর্থ কী?
ক) দস্তখত খ) নিরক্ষর গ) উচ্চশিক্ষিত ঘ) অক্ষরজ্ঞান সম্পন্ন
৭। শুদ্ধ বানান কোনটি।
ক) দুরাবস্তা খ) দুরাবস্থা গ) দুরবস্থা ঘ) দুরবস্তা
৮। আকাশ কুসুম বাগধারার অর্থ হল-
ক) তারকা খ) অবাস্তব গ) নীল রং ঘ) আকাশে ফুটন্ত কুসুম
৯। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) তত+অধিক খ) তত+ধিক গ) ততঃ+অধিক ঘ) ততা+ধিক
১০। The word sanction means-
ক) verify খ) plan গ) prohibit ঘ) authorization
১১। Which of the following word is plural?
ক) aûbody খ) nobody গ) each ঘ) none of these
১২। An adverb usually answers which of the following questions?
ক) when খ) where গ) hwo ঘ) all of these
১৩। A sentence is a group of words that expresses a complete-
ক) thought খ) paragraph গ) predicate ঘ) fragment
১১৪ Which mood is used to express a wish or a situation contrary to fact?
ক) subjective খ) indicative
গ) imperative
ঘ) both and of the above
১৫। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ১৬% খ) ২০% গ) ২৪% ঘ) ২৮%
১৬। বার্ষিক ১০% মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফাসহ মোট ৬,৬৫৫ টাকা ফেরত পাওয়া যাবে?
ক) ৪,০০০ টাকা খ) ৪,৫০০ টাকা গ) ৫,০০০ টাকা ঘ) ৫,৫০০ টাকা
১৭। ৫ জন বালকের বয়সের গড় ১০ বছর। ওই দলে আরও দুজন বালক যোগ দিলে তাদের সবার বয়সের গড় হয় ১২ বছর। যোগদানকারী বালক দুজন যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত?
ক) ১২ বছর খ) ১৫ বছর গ) ১৭ বছর ঘ) ১৮ বছর
১৮। এক ব্যক্তি তার মূলধনের ৬০% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং বাকি ৪০% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার থেকে শতকরা ৫ টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা ৬ টাকা আয় করেন এবং তার মোট আয় ১০৮০ টাকা হয়, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?
ক) ১০,০০০ টাকা খ) ১৫,০০০ টাকা গ) ২০,০০০ টাকা ঘ) ২২,০০০ টাকা
১৯। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল-
ক) ১০% কমবে খ) ২০% কমবে গ) ৪৪% কমবে ঘ) ৪০% কমবে
২০। একটি গাড়ির গতি সেকেন্ড ৬০ ফুট, প্রতিঘণ্টায় গতি কত মাইল।
ক) ৪৪ খ) ৮৮ গ) ২২ ঘ) কোনোটিই নয়
২১। ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?
ক) ৬ খ) ১০ গ) ৭ ঘ) ১১
২২। কোনো স্থানে যত লোক আছে প্রত্যেকে পাঁচ পয়সা জমা করায় মোট ৩২.২৫ টাকা জমা হল। এ স্থানে কত লোক ছিল?
ক) ২৫ খ) ৫৫ গ) ১২৫ ঘ) কোনোটিই নয়
২৩। ১+২+৩+৪................+১০০ = কত?
ক) ১০১০০ খ) ৫০৫০০ গ) ৫০৫০ ঘ) ৬০৬০
২৪। জাতিসংঘ কোন সালে গঠন করা হয়?
ক) ১৯৪২ খ) ১৯৪৩ গ) ১৯৪৪ ঘ) ১৯৪৫
২৫। আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) জেনেভা খ) ওয়াশিংটন গ) লন্ডন ঘ) প্যারিস
২৬। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?
ক) পশ্চিম ইউরোপ খ) পূর্ব ইউরোপ গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ আমেরিকা
২৭। ক্রিকেট স্টেডিয়াম ওভাল কোথায় অবস্থিত?
ক) অস্ট্রেলিয়া খ) ভারত গ) দক্ষিণ আফ্রিকা ঘ) ইংল্যান্ড
২৮। ইভেন গার্ডেন কোন খেলার জন্য বিখ্যাত?
ক) টেনিস খ) ফুটবল গ) দাবা ঘ) ক্রিকেট
২৯। a-{a-(a+1)}-এর মান কত?
ক) a খ) a+1 গ) -1 ঘ) 2
৩০। ডাইনোসর কোন মহাযুগের অধিবাসী ছিল?
ক) সিনোজোয়িক খ) মেসোজোয়িক
গ) পেলিওজোয়িক ঘ) আকৃত্তজোয়িক
উত্তর : ১। ক ২। ঘ ৩। খ ৪। ক ৫। গ ৬। ক ৭। গ ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ঘ ১২। গ ১৩। ক ১৪। ক ১৫। খ ১৬। গ ১৭। গ ১৮। গ ১৯। গ ২০। ঘ ২১। ক ২২। ঘ ২৩। খ ২৪। ঘ ২৫। খ ২৬। ক ২৭। ঘ ২৮। ঘ ২৯। খ ৩০। ঘ

No comments

Powered by Blogger.