মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান -1988
শিক্ষাবর্ষঃ ১৯৮৮-১৯৮৯ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 1988
রসায়ন
1.কোনটি সত্য? সোডিয়াম কার্বোনেট একটি-
ক. পানিগ্রাহি বস্তু খ.পানিগ্রাসী বস্তু
গ. পানিত্যাগি বস্তু ঘ. নিরুদক
উত্তর. গ. পানিত্যাগি বস্তু
2.নাইট্রোগ্লিসারিন কিভাবে তৈরি হয়?
ক. ধাতব সোডিয়াম উপস্থিতিতে নাইট্রিক এসিডের সহিত গরম গ্লিসারিন যোগ
খ. নাইট্রিক এসিডের সহিত ঠান্ডা গ্লিসারিন যোগ
গ. ফসফরিক এসিডের উপস্থিতিতে পাতলা নাইট্রিক এসিড ও ঠান্ডা গ্লিসারিন যোগ
ঘ. ঘন সালফিউরিক এসিডের উপস্থিতিতে পাতলা নাইট্রিক এসিড ও ঠান্ডা গ্লিসারিন যোগ
উত্তর. ঘ. ঘন সালফিউরিক এসিডের উপস্থিতিতে পাতলা নাইট্রিক এসিড ও ঠান্ডা গ্লিসারিন যোগ
3.কোন পদার্থটি সমান যোজনী বিনিষ্ট নয়?
ক. হাইড্রোজেন খ. সোডিয়াম
গ. গন্ধক ঘ. রুপা
উত্তর. গ. গন্ধক
4.সঠিক উত্তরটি চিহ্নিত কর-
ক. সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত থাকে
খ. সাদা ভিট্রিয়লের অণুতে ৫ অণু কেলাস পানি থাকে
গ. পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় না
ঘ. সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকে না
উত্তর. ক. সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত থাকে
5.কোনটি এলকালির ধর্ম?
ক. ইহা পানিতে দ্রবণীয় নয়
খ. ইহার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে
গ. ইহার জলীয় দ্রবণ সাবান পানির মত পিচ্ছিল
ঘ. ইহার জলীয় দ্রবণ বিদ্যুৎপরিবাহী
উত্তর. গ. ইহার জলীয় দ্রবণ সাবান পানির মত পিচ্ছিল
6.নিচের লবণগুলির মধ্যে কোনটি পূর্ণ লবণ নয়?
ক. KHCO3 খ. Na2SO4
গ. (NH4)3PO4 ঘ. NaCI
উত্তর. ক. KHCO3
8.ডি.ডি.টি. কী?
ক. ডাইক্লোর ডাইফিনাইল ট্রাইক্লোর ইথেন
খ. প্যারা-প্যারা ডাইক্লোর ডাইফিনাইল ডাইক্লোর ইথেন
গ. প্যারা-প্যারা ডাইক্লোরো ডাই-ফিনাইল ট্রাইক্লোরা ইথেন
ঘ. প্যারা ডাইক্লোর ফিনাইল ট্রাইক্লোর ইথেন
উত্তর. গ. প্যারা-প্যারা ডাইক্লোরো ডাই-ফিনাইল ট্রাইক্লোরা ইথেন
ব্যাখ্যা. কৃষি ক্ষেত্রে কীটনাশক রূপে ব্যবহৃত ক্লোরিনযুক্ত গ্যামক্সিন ও ডিডিটি পাউডার ব্যবহার করা হলে এরা ঘাস মাটি ও ফসলের উপর পড়ে থাকে । মানুষের শরীরে ডিডিটি এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে লিভার ও প্রজনন তন্ত্রের বিভিন্ন রোগ এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে ।এ কারণে ২০০১ সালে স্টকহোম সম্মেলনে বিশ্বব্যাপী ডিডিটি এর ব্যবহার নিষিদ্ধ করা হয়।
9.কোনটি রূপভেদ নয়?
ক. অক্সিজেন এবং ওজোন খ. কার্বন ও গ্রাফাইট
গ. ঢালাই লোহা ও ইস্পাত ঘ. নমনীয় গন্ধক ও সাদা গন্ধক
উত্তর. গ. ঢালাই লোহা ও ইস্পাত
10.কোনটি সত্য?
ক. সবগুলো মৌল প্রকৃতিতে পাওয়া যায়
খ. আভ্যন্তরাণবিক আকর্ষণ আছে বলেই গ্যাসের তরলীকরণ সম্ভব
গ. লোহাকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করা যায় না
ঘ. পানি ২০০°২০০° সে. এ ফুটানো সম্ভব নয়
উত্তর. খ. আভ্যন্তরাণবিক আকর্ষণ আছে বলেই গ্যাসের তরলীকরণ সম্ভব
11.কোনটি সত্য?
ক. ইলেকট্রনের অপর নাম নেগাট্রন
খ. 2px, 2py, এবং 2pz অর্বিটালগুলোর আকৃতি বিভিন্ন
গ. সমস্ত আইসোটোপই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়
ঘ. কোনোটিই নয়
উত্তর. ঘ. কোনোটিই নয়
12.কোনটি মিথ্যা?
ক. মলিবডেনাম প্রভাবকের উদ্দীপক হিসাবে কাজ করতে পারে
খ. রাসায়নিক বিক্রিয়ার ফলে পদার্থ শক্তিতে পরিবর্তিত হয়
গ. সংশ্লেষণ বিক্রিয়ায় একটি মাত্র বস্তু তৈরি হয়
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. রাসায়নিক বিক্রিয়ার ফলে পদার্থ শক্তিতে পরিবর্তিত হয়
13.কোনটি মিথ্যা?
ক. যে যৌগে হাইড্রোজেন আছে উহাই এসিড
খ. এসিড এবং ক্ষারকের বিক্রিয়া ছাড়াও লবণ তৈরি সম্ভব
গ. সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারকও বলা যায়, ক্ষারও বলা যায়
ঘ. সাইট্রিক এসিড একটি ত্রি-ক্ষারকীয় এসিড
উত্তর. ক. যে যৌগে হাইড্রোজেন আছে উহাই এসিড
14.কোনটি সত্য?
ক. নাইট্রোজেন গ্যাসের অণুতে দুইটি পরমাণু থাকে
খ. অণু শব্দটি প্রথম ডালটন ব্যবহার করেন
গ. জারকের মধ্যে অক্সিজেন থাকতেই হ’বে
ঘ. সবকটি
উত্তর. ক. নাইট্রোজেন গ্যাসের অণুতে দুইটি পরমাণু থাকে
15.কোনটি সত্য
ক. ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ
খ. এমোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন শোষণ করে বাদামী বর্ণ হয়
গ. বিজারক পদার্থসমূহ ইলেকট্রন গ্রহীতা
ঘ. সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে কোন পার্থক্য নেই
উত্তর. ক. ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ
জীববিজ্ঞান
7.গাজঁন কী?
ক. জটিল অজৈব পদার্থকে এনজাইমের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করা
খ. জটিল জৈব পদার্থকে এনজাইমের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করা
গ. জটিল জৈব পদার্থকে এনজাইমের সাহায্যে ধ্বংসপাতন পদ্ধতিতে সরল পদার্থে পরিণত করা
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. জটিল জৈব পদার্থকে এনজাইমের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করা
পদার্থবিদ্যা
16.কোনটি রেকটিফইড স্পিরিট?
ক. 95% ethyl alcohol and 5% methyl alcohol
খ. 95% ethyl alcohol and 5% water
গ. 70% ethyl alcohol and 30% water
ঘ. 70% ethyl alcohol and 30% methyl alcohol
উত্তর. খ. 95% ethyl alcohol and 5% water
রসায়ন
17.কোনটি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত?
ক. (CaSO4)2H2O খ. 2(CaSO4).H2O2
গ. CaSO4.2HO ঘ. (CaSO4)23H2O
উত্তর. ক. (CaSO4)2H2O
ব্যাখ্যা. জিপসাম CaSO4.2H2O
ডলোমাইট CaCO3.MgCO3
প্লাস্টার অফ প্যারিস (CaSO4)2. H2O
ম্যাগনেসাইট MgCO3
গ্লুবার লবণ Na2SO4 . 10H2O
বোরাক্স Na2B4O7. 10H2O
চিলি সল্টপিটার NaNO3
18.D. T. P.-তে সকল গ্যাসের মোলার আয়তন-
ক. 22.8 Litres খ.
22.9 Litres
গ. 24.2 Litres ঘ.
22.4 Litres
উত্তর. ঘ. 22.4 Litres
19.কোনটি ক্ষারক নয়?
ক. CuO খ. ZnO
গ. ZnCI2 ঘ. NaOH
উত্তর. গ. ZnCI2
20.সোডা ওয়াটার হইতেছে একটি দ্রবণ-
ক. পানিতে সালফার ডাই-অক্সাইড
খ. পানিতে কার্বন ডাই-অক্সাইড
গ. পানিতে কাপড় ধোয়ার সোডা
ঘ. পানিতে এমোনিয়া
উত্তর. খ. পানিতে কার্বন ডাই-অক্সাইড
21.কঠিনতম পদার্থ-
ক. প্লাটিনাম খ. ইস্পা্ত
গ. হীরক ঘ. টাইটেনিয়াম
উত্তর. গ. হীরক
22.এলডিহাইডের কার্যকরীমূলক কোনটি?
ক. –OH খ. -CHO
গ. –HCHO ঘ. -COOH
উত্তর. খ. -CHO
23.টলুইনকে জারণ করিলে যাহা উৎপন্ন হয়-
ক. ফেলন খ. বেনজয়িক এসিড
গ. বেনজালডিহাইড ঘ. বেনজিন
উত্তর. খ. বেনজয়িক এসিড
24.বাতাসের প্রধান উপাদান কোনটি?
ক. O2 খ. CO2
গ. N2 ঘ. Water vapour
উত্তর. গ. N2
25.হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই?
ক. ইলেকট্রন খ. প্রোটন
গ. নিউট্রন ঘ. কোনোটিই নয়
উত্তর. গ. নিউট্রন
26.Zn+H2SO4=ZnSO4+H2 এই বিক্রিয়াটি কোন ধরণের?
ক. সংশ্লেষণ খ. বিশ্লেষণ
গ. প্রতিস্থাপন ঘ. দ্বি-বিয়োজন
উত্তর. গ. প্রতিস্থাপন
28.কোনটি গ্রিগনার্ডের বিকারক?
ক. S2CI2 খ. CH3MgI
গ. C6H5NC ঘ. HCOONa
উত্তর. খ. CH3MgI
29.কোনটি সত্য নয়?
ক. ইথার এলকোহলের তুলনায় বেশি সক্রিয়
খ. ইথার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না
গ. ইথার অতি মাত্রার উদ্বায়ী ও দাহ্য
ঘ. ইথার শক্তিশালী চেতনা নাশক
উত্তর. ক. ইথার এলকোহলের তুলনায় বেশি সক্রিয়
30.ক্লোরালহাইড্রেটের ব্যবহার-
ক. রাবার শিল্পে
খ. রঞ্জন শিল্পে ও আয়না প্রস্তুতিতে
গ. এসিটিক এসিড ও ইথাইল এসিটেটের সংশ্লেষণে
ঘ. ঘুমের ঔষধ হিসাবে
উত্তর. ঘ. ঘুমের ঔষধ হিসাবে
জীববিজ্ঞান
27.লোহিত ফসফরাস এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
খ. স্থায়ী
গ. শ্বেত ফসফরাসের চেয়ে কম সক্রিয়
ঘ. পানিতে অদ্রবণীয়
উত্তর. ক. পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
রসায়ন
31.কোনটি সত্য?
ক. ক্লোরিনের পারমাণবিক ওজন ১৯
খ. ক্লোরিন পানিকে বিয়োজিত করে
গ. ক্লোরিন পানির সহিত কোন বিক্রিয়া করে না
ঘ. ক্লোরিন বায়ু অপেক্ষা 2 1/2 গুণ ভারী
উত্তর. ঘ. ক্লোরিন বায়ু অপেক্ষা 2 1/2 গুণ ভারী
32.কোন এসিড দ্রবণের সর্বাধিক pH কোনটি?
ক. 10 খ. 3
গ. 5 ঘ. 6.9
উত্তর. ঘ. 6.9
33.ইপসম লবণের সংকেত-
ক. ZnSO4.7H2O খ. CuSO4.5H2O
গ. FeSO4.7H2O ঘ. MgSO4.7H2O
উত্তর. ঘ. MgSO4.7H2O
34.14.8 gm Ca(OH)2 এর সহিত সম্পূর্ণবিক্রিয়া করিতে কি পরিমাণ NH4CI প্রয়োজন?
ক. 12.4 gm খ. 4.21 gm
গ. 21.4 gm ঘ. 42.1 gm
উত্তর. গ. 21.4 gm
35.কোনটি সত্য?
ক. ইলেকট্রনমক্ত কণাকে অ্যানায়ন বলে
খ. সিলিকন একটি ধনাত্মক বিদ্যুৎবাহী মৌল
গ. নীলস বোর অক্সিজেন আবিষ্কার করেন
ঘ. আধান-যুক্ত কণাকে আয়ন বলে
উত্তর. ঘ. আধান-যুক্ত কণাকে আয়ন বলে
36.’প্রুশিযান ব্লু’কে অন্য কী বলা হয়?
ক. সোডিয়াম ফেরোসায়ানাইড খ. ফেরিক ফেরোসায়ানাইড
গ. সোডিয়াম নাইট্রোপ্রুসাইড ঘ. ফেরিক ফেরোসায়ানাইড
উত্তর. খ. ফেরিক ফেরোসায়ানাইড
37.ফরমালিন কী?
ক. ফরমিক এসিডের ১০% জলীয় দ্রবণ
খ. ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ
গ. ফরমালডিহাইডের ৩০% জলীয় দ্রবণ
ঘ. ফরমিক এসিডের ৪০% জলীয় দ্রবণ
উত্তর. খ. ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ
38.স্টার্চের সংকেত কী?
ক. (C6H12O6)n খ. (C6H20O11)n
গ. (C6H10O5)n ঘ. (C12H22O11)n
উত্তর. গ. (C6H10O5)n
ব্যাখ্যা. গ্লুকোজ ও ফ্রুক্টোজ এর সংকেত C6H12O6
স্থুল সংকেত CH2O
আণবিক ভর 180
চিনির সংকেত C12H22O11
স্টার্চের সংকেত (C6H10O5)n
39.কোনটি সত্য?
ক. জায়মান হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা দুর্বল বিজারক
খ. একটি জ্বলন্ত কাঠি এমোনিয়া পূর্ণ জারে প্রবেশ করাইলে আরো জোরে প্রজ্বলিত হয়
গ. তরল কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়
ঘ. কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করিলে উহার ঘনত্ব বৃদ্ধি পায়
উত্তর. গ. তরল কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়
40.এক লিটার মোলার দ্রবণ তৈরি করিতে কতটুকু Na2CO3 লাগবে?
ক. 53 gms
খ. 106 gms
গ. 206 gms
ঘ. 85 gms
উত্তর. খ. 106 gms
41.চিনিকে ঈস্ট মারফত গাঁজাইলে ইথাইল এলকোহলের সহিত আর কি গ্যাস উৎপন্ন হয়?
ক. H2 খ. O2
গ. CO2 ঘ. N2
উত্তর. গ. CO2
42.ওজোনকে শুদ্ধ করা হয় কিভাবে?
ক. তরলীকরণ দ্বারা খ. আংশিক পাতন দ্বারা
গ. ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা ঘ. টারপেনটাইন দ্বারা
উত্তর. ক. তরলীকরণ দ্বারা
43.উর্টজ বিক্রিয়া কোনটি?
ক. শুল্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইড যখন সোডিয়ামের সহিত বিক্রিয়া করে
খ. শুল্ক ইথারে দ্রবীভূত মিথেন যখন সোডিয়ামের সহিত বিক্রিয়া করে
গ. শুল্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইড যখন আয়োডাইড যখন ম্যাগনেসিয়ামের সহিত বিক্রিয়া করে
ঘ. ক্লোরোফরমে দ্রবীভূত মিথাইল যখন ম্যাগনেসিয়ামের সহিত বিক্রিয়া করে
উত্তর. ক. শুল্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইড যখন সোডিয়ামের সহিত বিক্রিয়া করে
44.ফিটকিরির অণুতে কেলাস পানির অণু সংখ্যা কত?
ক. 6 খ.
12
গ. 24 ঘ. 10
উত্তর. গ. 24
পদার্থবিদ্যা
45.লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়া কোন রশ্মি অগ্রসর হলে রশ্মিটির কি হবে?
ক.প্রসারিত হবে
খ. প্রতিফলিত হবে
গ. কোন বিচ্যুতি হবে না
ঘ. অগ্রসর হতে পারে না
উত্তর. গ. কোন বিচ্যুতি হবে না
46.অয়শ্চৌম্বক পদার্থের বেলায় কোনটি সত্য?
ক. কুরী বিন্দু নাই
খ. চৌ্ম্বক প্রবণতা ঋণাত্মক
গ. চৌ্ম্বক প্রবণতা ঋণাত্মক ও নিম্নমানের
ঘ. চৌ্ম্বক প্রবণতা ঋণাত্মক ও উচ্চমানের
উত্তর. ঘ. চৌ্ম্বক প্রবণতা ঋণাত্মক ও উচ্চমানের
47.তড়িৎ বলরেখার বেলায় কোনটি সত্য?
ক. ঋণাত্মক আধান হইতে শুরু হয় এবং ধনাত্মক আধানে শেষ হয়
খ. দুইটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না
গ. বলরেখাগুলি পার্শ্ব দিকে পরস্পরকে আকর্ষণ করে
ঘ. সর্বদা দৈর্ঘ্য প্রসারিত হইতে চায়
উত্তর. খ. দুইটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না
49.এক মাইল সমান-
ক. 1.609 km খ. 1.069 km
গ. 1.508 km ঘ. 1.491 km
উত্তর. ক. 1.609 km
51.আলোক অক্ষ ও দৃষ্টি অক্ষের মধ্যবর্তী কোণ কত?
ক. 6°−7°6°-7° খ. 3°−6°3°-6°
গ. 4°−8°4°-8° ঘ. 9°−12°
উত্তর. ক. 6°−7°6°-7°
52.একটি জীপ গাড়ি ঘন্টায় ৬০ মাইল বেগে চলছে।ব্রেক চাপার ফলে ১০ সেকেন্ডে থামিয়া গেল। এই ক্ষেত্রে মন্দন কত?
ক. 8.8 feet/sec2 খ. 6.4 feet/sec2
গ. 3.2 feet/sec2 ঘ. 9.8 feet/sec2
উত্তর. ক. 8.8 feet/sec2
53.1 নিউটন বলের অর্থ কী?
ক. একগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০ মিটার/সে2সে2 ত্বরণ সৃষ্টিকারী
খ. এক কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১ মিটার/সে2সে2 ত্বরণ সৃষ্টিকারী
গ. দশ কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০মিটার/সে2সে2 ত্বরণ সৃষ্টিকারী
ঘ. দশ গ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০ সেন্টিমিটার/সে2সে2 ত্বরণ সৃষ্টিকারী
উত্তর. ঘ. দশ গ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০ সেন্টিমিটার/সে2সে2 ত্বরণ সৃষ্টিকারী
54.বাতাসে শব্দের বেগ কী দ্বারা প্রভাবিত হয় না?
ক. তাপমাত্রা
খ. আর্দ্রতা
গ. চাপমাত্রা
ঘ. বায়ু প্রবাহ
উত্তর. গ. চাপমাত্রা
55.অবতল লেন্সের প্রতিবিম্ব কিরূপ?
ক. বস্তুর চাইতে বড়
খ. লেন্সের পিছনে অবস্থান নেয়
গ. বস্তুর চাইতে ছোট এবং উল্টো হয়
ঘ. লেন্সের সামনে অবস্থান করে এবং বস্তুর চেয়ে ছোট হয়
উত্তর. ঘ. লেন্সের সামনে অবস্থান করে এবং বস্তুর চেয়ে ছোট হয়
রসায়ন
48.ডানিয়েল তড়িৎ কোষে বিদ্যুৎ প্রবাহকালে দস্তা ও এসিডের রাসায়নিক ক্রিয়ায় কোন বস্তু তৈরি করে?
ক. জিংক সালফেট
খ. জিংক কার্বোনেট
গ. জিংক ফসফেট
ঘ. জিংক বাইকার্বোনেট
উত্তর. ক. জিংক সালফেট
57.তেজস্ক্রিয়তার বেলায় কোনটি প্রযোজ্য?
ক. শুধু ঘটে সে সব মৌলে যাদের পারমাণবিক ওজন ৮২ চেয়ে কম
খ পরমাণুর নিউক্লিয়াসের সাথে কোন সম্পর্ক নেই
গ. চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়
ঘ. আলফা, বিটা ও গামা রশ্মি হিসাবে নির্গত হয়
উত্তর. ঘ. আলফা, বিটা ও গামা রশ্মি হিসাবে নির্গত হয়
জীববিজ্ঞান
50.দৃষ্টি অক্ষ কোনটি?
ক. চোখের মণি ও কর্ণিয়ার কেন্দ্র যোগকারী সরল রেখা
খ. চোখের মণি ও ফোবিয়া সেন্ট্রালিস এর মধ্যবিন্দু যোগকারী সরল রেখা
গ. কর্ণিয়া ও অক্ষি লেস্নের কেন্দ্রবিন্দু যোগকারী সরল রেখা
ঘ. চোখের মণি ও অক্ষি লেস্নের মধ্য দিয়ে যে সরল রেখা যায়
উত্তর. খ. চোখের মণি ও ফোবিয়া সেন্ট্রালিস এর মধ্যবিন্দু যোগকারী সরল রেখা
58.কোনটি ট্রায়োডের অংশ নয়?
ক. প্লেট
খ. ফিলামেন্ট
গ. গ্রিড
ঘ. মডুলেটর
উত্তর. ঘ. মডুলেটর
সাধারণ জ্ঞান
56.এক্সরে আবিষ্কার করেন কে?
ক. হেনরী
খ. ওহম
গ. রঞ্জন
ঘ. ভোল্টা
উত্তর. গ. রঞ্জন
59.পৃথিবী-পৃষ্ঠের সবচেয়ে কাছে কোন স্তর
ক. ট্রাপোস্ফিয়ার
খ. ওজোনস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার
ঘ. ষ্ট্রাটোস্ফিয়ার
উত্তর. ক. ট্রাপোস্ফিয়ার
60.কোন বস্তুর ওজোন সবচেয়ে কম কোথায়?
ক. পৃথিবী ও চন্দ্রের মাঝখানে কোন কৃত্রিম উপগ্রহে
খ. চন্দ্র-পৃষ্ঠে
গ. কয়লার খনির ভিতরে
ঘ. ভূ-পৃষ্ঠে
উত্তর. ক. পৃথিবী ও চন্দ্রের মাঝখানে কোন কৃত্রিম উপগ্রহে
রসায়ন
61.পরমাণুর ভর বলতে কী বুঝায়?
ক. নিউট্রনের ভর
খ. প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের ভর
গ. প্রোটন ও নিউট্রনের ভর
ঘ. প্রোটনের ভর
উত্তর. গ. প্রোটন ও নিউট্রনের ভর
পরমাণুর ভর /পারমাণবিক ভর/নিউক্লিয়ার ভর বলতে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এর মোট ভরকে বোঝায়। একে A দ্বারা প্রকাশ করা হয়। ্
72.পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. O°C
খ. 4°C
গ. 1000°C
ঘ. 273°C
উত্তর. খ. 4°C
74.এক ইলেকট্রন ভোল্টের সমান-
ক.1.6×10−19Joule
খ. 1.6×10−19 erg
গ. 1.6×10−14 foot‐poundel
ঘ. None of the above
উত্তর. ক.1.6×10−19Joule
পদার্থবিদ্যা
62.‘জড়তার সূত্র’ হল-
ক. নিউটনের তৃতীয় গতি সূত্র
খ. নিউটনের প্রথম গতি সূত্র
গ. বয়েলের সূত্র
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. নিউটনের প্রথম গতি সূত্র
63.সরল দোলক ব্যবহার করা হয়-
ক. অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ে
খ. লাঠির উচ্চতা নির্ণয়ে
গ. কোন জায়গার সময় নির্ণয়ে
ঘ. বস্তুর ভর নির্ণয়ে
উত্তর. ক. অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ে
64.শব্দ তরঙ্গ একটি-
ক. স্থির তরঙ্গ
খ. অগ্রগামী তরঙ্গ
গ. আড়-তরঙ্গ
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. অগ্রগামী তরঙ্গ
65.কুরী পয়েন্ট একটি তাপমাত্রা যাহাতে-
ক. কঠিন পদার্থ চুম্বকত্ব হারায়
খ. কঠিন পদার্থ গলে যায়
গ. তরল পদার্থ ফুটিতে থাকে
ঘ. কঠিন পদার্থ চুম্বকত্ব পায়
উত্তর. ক. কঠিন পদার্থ চুম্বকত্ব হারায়
66.প্রতিফলন কোণ কী দ্বারা ব্যক্ত করা হয়?
ক. -i
খ. -t
গ. -r
ঘ. -p
উত্তর. গ. -r
67.স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দুরত্ব কত?
ক. ২৫ সেমি
খ. ৩০ সেমি
গ. ৪০ সেমি
ঘ. ৫০ সেমি
উত্তর. ক. ২৫ সেমি
68.বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ কোনটি?
ক. কাঁচ
খ. শুকনা কাঠ
গ. মানব দেহ
ঘ. রাবার
উত্তর. গ. মানব দেহ
70.বিদ্যুৎ বিশ্লেষণের সূত্র প্রমাণের জন্য কী ব্যবহৃত হয়?
ক. ভোল্টমিটার
খ. ভোল্টামিটার
গ. ভোল্টাপাইল
ঘ. ম্যাগনেটোমিটার
উত্তর. খ. ভোল্টামিটার
73.সিনেমার স্ক্রিন সাদা ও অমসৃণ করা হয় কারণ-
ক. আলোকে রশ্মি ভালোভাবে শোষিত হবে
খ. সব বর্ণের আলো সমভাবে চতুর্দিকে প্রতিফলিত হবে
গ. সব বর্ণের আলো সমভাবে শোষিত হবে
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. সব বর্ণের আলো সমভাবে চতুর্দিকে প্রতিফলিত হবে
75.একটি বৈদ্যুতিক বর্তনীতে-
ক. অ্যামিটার সমান্তরাল ও ভোল্টমিটার শ্রেণি সমবায়ে যুক্ত থাকে
খ. অ্যামিটার শ্রেনি ও ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে
গ. অ্যামিটার ও ভোল্টমিটার উভয়ই শ্রেণিবদ্ধ থাকে
ঘ. অ্যামিটার ও ভোল্টমিটার উভয়ই সমান্তরাল ভাবে লাগানো থাকে
উত্তর. খ. অ্যামিটার শ্রেনি ও ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে
উচ্চতর গণিত
69.কোন সমীকরণটি ভুল?
ক. E=mc2
খ. W=mg
গ. Area of a circle=πr2
ঘ. a3+b3=(a+b) (a2+b2)
উত্তর. ঘ. a3+b3=(a+b) (a2+b2)
বাংলা
71.কোন জন সমগোত্রীয় নয়?
ক. অধ্যাপক আবদুস সালাম
খ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
গ. চন্দ্র শেখর ভেঙ্কটর রহমান
ঘ. মাদাম কুরী
উত্তর. খ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর
জীববিজ্ঞান
76.রডোপসিন চোখের কোন অংশে পা্ওয়া যায়?
ক. রেটিনা
খ. কর্নিয়া
গ. অ্যাকোয়াস হিউমার
ঘ. কোনোটিই নয়
উত্তর. ক. রেটিনা
77.গ্রীষ্মকালের কোন একদিন চট্রগ্রামে বায়ুর আপক্ষিক আর্দ্রতা ঢাকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা অপেক্ষা অনেক বেশি।ঐ দিনে-
ক. ঢাকার আবহাওয়া অধিক আরামদায়ক হইবে
খ. চট্রগ্রামের আবহাওয়া অধিক আরামদায়ক হইবে
গ. ঢাকায় অত্যাধিক গরম হইবে
ঘ. চট্রগ্রামে অধিক বৃষ্টি হইবে
উত্তর. ক. ঢাকার আবহাওয়া অধিক আরামদায়ক হইবে
78.সরল দোলকের ফাপা দোলক পিন্তুকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হইলে উহার দোলনকাল কি হইবে?
ক. হ্রাস পাইবে
খ. বৃদ্ধি পাইবে
গ. অপরিবর্তিত থাকিবে
ঘ. পূর্বাপেক্ষা দ্বিগুণ হইবে
উত্তর. খ. বৃদ্ধি পাইবে
79.চার প্রকার থার্মোমিটার এর উর্ধ্ব স্থিরাংক দেওয়া হইল।কোনটি ভুল?
ক. সেন্টিগ্রেড ১০০° খ. ফারেনহাইট ১৮০°
গ. রোমার ৮০° ঘ. কেলভিন ৩৭৩°
উত্তর. খ. ফারেনহাইট ১৮০°
82.যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাহাকে কি বলে?
ক. বৈদ্যুতিক মোটর
খ. ডায়নামো
গ. ট্রান্সফরমার
ঘ. আরমেচার
উত্তর. খ. ডায়নামো
83.একটি বৈদ্যুতিক পাখা চালাইতে বিদ্যুৎ হইতে কোন ধরণের শক্তি উৎপন্ন হয়?
ক. চৌম্বক শক্তি
খ. যান্ত্রিক শক্তি
গ. তাপ
ঘ. সবকটি
উত্তর. খ. যান্ত্রিক শক্তি
84.ইনসুলেটর এমন একটি বস্তু যাহাতে-
ক. ইলেকট্রন নাই
খ. সামান্য ইলেকট্রন আছে
গ. ঘনত্ব বেশি
ঘ. কোন ইলেকট্রনকে যাইতে দেয়না
উত্তর. ঘ. কোন ইলেকট্রনকে যাইতে দেয়না
85.থার্মোমিটার এ পারদ ব্যবহার সুবিধাজনক কারণ-
ক. পারদের তাপীয় ক্ষমতা খুব বেশি
খ. পারদের আপেক্ষিক গুরুত্ব খুব বেশি
গ. পারদের মধ্য দিয়া তাপ পরিবাহিত হয় না
ঘ. নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরল পদার্থ অপেক্ষা বেশি
উত্তর. ঘ. নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরল পদার্থ অপেক্ষা বেশি
88.কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল এক পাঠ দেয়?
ক. −32° খ. −40°
গ. −42° ঘ. −44°
উত্তর. খ. −40°
89.কোন অংশটি সত্য নয়?
ক. পদার্থ যত বেশি তাপ শোষণ করে সেই পদার্থ ততো কম তাপ বিকিরণ করে
খ. মসৃণ পৃষ্ঠ তাপ বিকিরণ বা শোষণ কম করে
গ. কোন পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে উহার তাপ বিকিরণ বা শোষণ ক্ষমতা পরিবর্তিত হয়
ঘ. কোন একটি তলের বিকিরণ বা শোষণ ক্ষমতা সমান
উত্তর. ক. পদার্থ যত বেশি তাপ শোষণ করে সেই পদার্থ ততো কম তাপ বিকিরণ করে
রসায়ন
80.পুরাপুরি শীতাতপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়সমূহের পরিমাণ দেওয়া হইল।কোনটি ভুল?
ক. আপেক্ষিক আর্দ্রতা ৬০-৬৫%
খ. তাপমাত্রা ৮০-৮৫% ফাঃ
গ. বায়ুর বেগ প্রতি সেকেন্ডে ২৫-৭৫ ফুট
ঘ. মুক্ত বায়ু প্রবাহ ন্যূনতম ২৫%
উত্তর. খ. তাপমাত্রা ৮০-৮৫% ফাঃ
81.পারমাণবিক ওজন ও পারমাণবিক সংখ্যা সমান।কিন্তু অভ্যন্তরীন গঠন বিভিন্ন এ রকম পরমাণুকে কি বলে?
ক. আইসোটোপ
খ. আইসোবার
গ. আইসোমার
ঘ. আইসোটোন
উত্তর. গ. আইসোমার
ব্যাখ্যা. আইসোটোপ ➞ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন
আইসোবার ➞ প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভরসংখ্যা সমান
আইসোটোন ➞ নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান
আইসোমার ➞ পরমাণু সংখ্যা এক কিন্তু পরমাণু বিন্যাস ভিন্ন
86.ক্যাথোড রশ্মির ধর্ম-
ক. ইহা সরল পথে গমন করে
খ. ইহা ধনাত্মক চার্জ বিশিষ্ট
গ. ইডার কোন ভর নাই
ঘ. ইহার আয়নিত করার ক্ষমতা নাই
উত্তর. ক. ইহা সরল পথে গমন করে
87.মৌলিক বিদ্যুৎ কোষের বৈশিষ্ট্য-
ক. ইহার উপাদানগুলি শেস হইয়া গেলে বদলাইবার প্রয়োজন হয়
খ. বিদ্যুৎ প্রবাহিত করিয়া উপাদানগুলি পুনরায় ক্রিয়াশীল করা যায়
গ. উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ. সকল মৌলিক কোষ প্রব্যাবর্তক কোষ
উত্তর. ক. ইহার উপাদানগুলি শেস হইয়া গেলে বদলাইবার প্রয়োজন হয়
90.সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রং লাল হয় কেন
ক. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম
খ. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি
গ. অন্য সময়ের চেয়ে ঐ দুই সময়ে বায়ুর তাপ কম থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি
বাংলা
91.প্রতিধ্বনি সৃষ্টির জন্য প্রতিফলকের নূনতম দূরত্ব কত?
ক. 32ft
খ. 98ft
গ. 56ft
ঘ. 760ft
উত্তর. গ. 56ft
পদার্থবিদ্যা
92.ভার্ণিয়ার ধ্রুবক বলতে কি বুঝায়?
ক. প্রধান ও ভার্ণিয়ার স্কেলের অনুপাত
খ. ভার্ণিয়ার স্কেলের ক্ষুদ্রতম অংশ
গ. ভার্ণিয়ার স্কেলের সাহায্যে যে ক্ষুদ্রতম অংশ মাপা যায়
ঘ. কোনোটিই নয়
উত্তর. ঘ. কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। যেমন: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মি. মি. এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হলে, ভার্নিয়ার ধ্রুবক হবে= 1/10 মি.
94.সূক্ষ্ম সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
ক. ব্যারোমিটার
খ. গ্যালভানোমিটার
গ. ক্রোনোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উত্তর. গ. ক্রোনোমিটার
95.কোনটি সত্য?
ক. লাল নয়, বেগুণীবর্ণের আলোতে একটি লেন্সের ফোকাস দূরত্ব বেশি হইবে
খ. দূর দৃষ্টিযুক্ত চোখ অবতল লেন্সের চশমা ব্যবহার করা যায়
গ. অণুবীক্ষণ যন্ত্রকে দূরবীক্ষণ যন্ত্র হিসাবে ব্যবহার করা যায়
ঘ. লাল আলোতে খড়িমাটিকে কালো দেখাইবে
উত্তর. গ. অণুবীক্ষণ যন্ত্রকে দূরবীক্ষণ যন্ত্র হিসাবে ব্যবহার করা যায়
96.কোনটি মিথ্যা?
ক. সিনেমার পর্দা অমসৃণ ও সাদা
খ. উদাসীন বিন্দু চৌম্বক প্রভাব মুক্ত
গ. উদাসীন বিন্দুতে প্রযুক্ত চৌম্বক বল এবং ভূ-চৌম্বক বল সমান ও বিপরীত
ঘ. দর্পণের উভয় পৃষ্ঠ হইতে আলোর প্রতিফলন হয়
উত্তর. ঘ. দর্পণের উভয় পৃষ্ঠ হইতে আলোর প্রতিফলন হয়
97.কোনটি সত্য
ক. বস্তু ছোট হউক বা বড় হউক, উহার ভরকেন্দ্র থাকিবে
খ. g একটি সার্বজনীন ধ্রুবক
গ. ঘর্ষণ বল সর্বদা গতির পক্ষে ক্রিয়া করে
ঘ. গ্যাস থার্মোমিটার হইতে সরাসরি উষ্ণতা পাওয়া যায়
উত্তর. ক. বস্তু ছোট হউক বা বড় হউক, উহার ভরকেন্দ্র থাকিবে
98.কোন লিফট যদি g ত্বরণসহকারে নিচে নামিতে থাকে, তবে লিফট আরোহী নিজেকে-
ক. হালকা মনে করিবে
খ. ওজনহীন মনে করিবে
গ. শূন্যে ভাসমান মনে করিবে
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. ওজনহীন মনে করিবে
সাধারণ জ্ঞান
93.সমুদ্র হইতে একটি বোঝাই জাহাজ নদীতে প্রবেশ করিলে-
ক. কম ডুবিবে
খ. বেশি ডুবিবে
গ. আগের মতই ভাসিবে
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. বেশি ডুবিবে
জীববিজ্ঞান
99.রক্ত জমাট বাঁধার জন্যে কোনটির প্রয়োজন নাই?
ক. অণুচক্রিকা
খ. প্রোথ্রম্বিন
গ. ফাইব্রিনোজেন
ঘ. হরমোন
উত্তর. ঘ. হরমোন
ব্যাখ্যা. দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :
• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন
• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন
• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন
• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন
• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন
• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন
• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন
• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)
• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর
• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর
• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন
• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর
• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
বেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধতে বাধা প্রদান করে ।
100.কোনটি অন্তঃক্ষরা গ্রস্থি নয়?
ক. যকৃত
খ. পিটুইটারি
গ. অন্তুকোষ
ঘ. থাইরয়েড
উত্তর. ক. যকৃত
101.মিয়োসিস কোষ বিভাজনের কোন উপ-পর্যায়ে ‘ক্রসিংওভার’ সম্পন্ন হয়?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
উত্তর. গ. প্যাকাইটিন
ব্যাখ্যা. লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটে
জাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে
প্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটে
ডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
102.কোষের মাপ বোঝাতে কোন একক ব্যবহৃত হয়?
ক. অ্যাংস্টম
খ. মাইক্রন
গ. ন্যানোমিটার
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. মাইক্রন
103.কোন উপাদানে DNA আছে?
ক. সাইটোপ্লাজম
খ. ক্রোমোসোম
গ. প্লাজমা মেমব্রেন
ঘ. গলগি বডি
উত্তর. খ. ক্রোমোসোম
104.সীভনল কোন কলাগুচ্ছের অংশ
ক. জাইলেম
খ. স্ক্লেরেনকাইমা
গ. ফ্লোয়েম
ঘ. প্রোক্যাম্বিয়াম
উত্তর. গ. ফ্লোয়েম
ব্যাখ্যা. জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত
ফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
105.কোনটি সমগোত্রীয় নয়?
ক. পেঁচা
খ. বাদুড়
গ. চিল
ঘ. চড়ুই
উত্তর. খ. বাদুড়
রসায়ন
106.অভিস্রবণের ব্যাপারে কোনটি সত্য নয়?
ক. ভেদ্য পর্দার মাধ্যমে সংঘটিত হয়
খ. দ্রাবক কম দিক হইতে বেশি ঘনত্বের দিকে যায়
গ. দ্রাব্য বস্তু বেশিঘনত্বের দিক হইতে কম ঘনত্বের দিকে যায়
ঘ. কোনোটিই নয়
উত্তর. ক. ভেদ্য পর্দার মাধ্যমে সংঘটিত হয়
118.জ্যাস্থোফিলের বর্ণ কি?
ক. সবুজ
খ. লাল
গ. কমলা
ঘ. হলুদ
উত্তর. ঘ. হলুদ
জীববিজ্ঞান
107.কোনটি প্রাণিকোষের বেলায় প্রযোজ্য নয়?
ক. প্লাস্টিড থাকে না
খ. বাইবোসোম আছে
গ. কোষে স্টার্চ নেই
ঘ. কোনো কোনো কোষে সালোক সংশ্লেষণ ঘটে
উত্তর. ঘ. কোনো কোনো কোষে সালোক সংশ্লেষণ ঘটে
108.মূত্র তৈরি হয় কোথায়?
ক. যকৃত
খ. প্লীহা
গ. বৃক্ক
ঘ. মূত্রথলি
উত্তর. গ. বৃক্ক
109.মিয়োসিস কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের-
ক. সমান
খ. দ্বিগুণ
গ. অর্ধেক
ঘ. চারগুণ
উত্তর. গ. অর্ধেক
ব্যাখ্যা. মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় ।
মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস ।
110.সরিষা কোন লিঙ্গীয় পুষ্প?
ক. এক লিঙ্গ
খ. উভয় লিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. সবকটি
উত্তর. খ. উভয় লিঙ্গ
111.কোনটি সমগোত্রীয় নয়?
ক. Musca domestica
খ. Apis indica
গ. Anopheles culicifacies
ঘ. Homo sapiens
উত্তর. ঘ. Homo sapiens
113.সপ্তম করোটিকা স্নায়ু কোনটি?
ক. ভেগাস
খ. ট্রাইজেমিনাল
গ. অপটিক
ঘ. ফেসিয়াল
উত্তর. ঘ. ফেসিয়াল
114.কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে?
ক. মানুষ
খ. গিনিপিগ
গ. ব্যাঙ
ঘ. কেঁচো
উত্তর. গ. ব্যাঙ
115.কোন উদ্ভিদ জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়?
ক. ধান
খ. ভুট্রা
গ. আম
ঘ. ছোলা
উত্তর. ঘ. ছোলা
116.সবুজ উদ্ভিদের শর্করা তৈরির প্রণালীতে আনুষঙ্গিক কোন গ্যাস তৈরি হয়?
ক. H2
খ. CO2
গ. N2
ঘ. O2
উত্তর. ঘ. O2
117.গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে?
ক. অগ্রপদে
খ. পশ্চাদপদে
গ. শ্রোণীচক্রে
ঘ. আদর্শ কশেরুকা
উত্তর. ক. অগ্রপদে
119.মানবদেহে রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে কোনটি?
ক. হিমোগ্লোবিন
খ. শ্বেত কণিকা
গ. লোহিত কণিকা
ঘ. অণুচক্রিকা
উত্তর. খ. শ্বেত কণিকা
120.মানবদেহের সর্ববৃহৎ গ্রস্থি কোনটি?
ক. বৃক্ক
খ. অগ্ন্যাশয়
গ. যকৃত
ঘ. পাকস্থলি
উত্তর. গ. যকৃত
সাধারণ জ্ঞান
112.অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
ক. আলেকজান্ডার ফ্লেমিং
খ. ভ্যান লিউয়েন হুক
গ. এডওয়ার্ড জেনার
ঘ. কোনোটিই নয়
উত্তর. খ. ভ্যান লিউয়েন হুক
জীববিজ্ঞান
121.হিমোজোয়াইন ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের কোন সময় সৃষ্টি হয়?
ক. এক্সো-ইরাইথ্রোসাইটিক সাইজোগনি
খ. স্পোরোগনী
গ. ইরাইথ্রোসাইটিক সাইজোগনির
ঘ. মশার লালাগ্রস্থিতে
উত্তর. গ. ইরাইথ্রোসাইটিক সাইজোগনির
122.বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়?
ক. পেঁপে
খ. মটরশুটি
গ. জবা ফুল
ঘ. আলু
উত্তর. ক. পেঁপে
ব্যাখ্যা. প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :
(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম
(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যকক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - জবা
(iii) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ, পেঁপে, সরিষা
123.জনুক্রম কোন উদ্ভিদে ঘটে?
ক. ব্যাক্টেরিয়া
খ. স্পাইরোগাইরা
গ. ফার্ন
ঘ. সবগুলো
উত্তর. খ. স্পাইরোগাইরা
ব্যাখ্যা.
সুস্পষ্ট জনুক্রম Riccia,
Pteris, ম্যালেরিয়া পরজীবী, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা
অস্পষ্ট জনুক্রম শৈবাল, ছত্রাক, Ulothrix
জনুক্রমবিহীন ভাইরাস, ব্যাকটেরিয়া
স্পাইরোগাইরা এক ধরনের শৈবাল
124.সরল পত্রের উদাহরণ-
ক. মূলার পাতা
খ. বাঁদরলাঠির পাতা
গ. লজ্জাবতী পাতা
ঘ. কৃষ্ণচূড়া পাতা
উত্তর. ক. মূলার পাতা
125.সালোকসংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন?
ক. সূর্যালোক, ক্লোরোফিল, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
খ. ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, পানি ও অক্সিজেন
গ. কার্বন ডাই অক্সাইড ও পানি
ঘ. কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল ও সূর্যালোক
উত্তর. ঘ. কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল ও সূর্যালোক
126.মাইটোসিসের বেলায় কোনটি প্রযোজ্য নয়?
ক. দেহকোষে সংঘটিত হয়
খ. বিবর্তনে কোনো ভূমিকা নেই
গ. অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক
ঘ. মাতৃকোষের নিউক্লিয়াস ভেঙ্গে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়
উত্তর. গ. অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক
ব্যাখ্যা. মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় । মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে ।
মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস, একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয় । মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে (অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে) ঘটে থাকে ।
127.ভাইরাসের বেলায় কোনটি সত্য?
ক. ইহাদের সাইটোপ্লাজম আছে
খ. DNA ও RNA একত্রে পাওয়া যাইতে পারে
গ. DNA ও RNA একত্রে থাকেনা
ঘ. সবগুলো
উত্তর. গ. DNA ও RNA একত্রে থাকেনা
128.কোনটি ফল নয়?
ক. টম্যাটো
খ. শশা
গ. আম
ঘ. গাজর
উত্তর. ঘ. গাজর
129.প্লাস্টিড নাই এমন উদ্ভিদ কোনটি?
ক. ছত্রাক
খ. শৈবাল
গ. স্পাইরোগাইরা
ঘ. সবগুলো
উত্তর. ক. ছত্রাক
ব্যাখ্যা. ছত্রাক (Fungi), ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই । নীলাভ সবুজ শৈবালে প্লাজমামেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে ।
133.কোনটি সত্য?
ক. উদ্ভিদকোষে সেন্ট্রোজোম আছে
খ. উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য সাধারণতঃ গ্লাইকোজেন
গ. রাইবোসোম কোনো আবরণী দ্বারা আবৃত নয়
ঘ. রাইবোসোমকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়
উত্তর. গ. রাইবোসোম কোনো আবরণী দ্বারা আবৃত নয়
134.প্রোটোজোয়ার বেলায় কোনটি সত্য?
ক. সমষ্টিগতভাবে বসবাস করে
খ. অ-যৌন পদ্ধতিতে জনন কার্য সমাধা করে
গ. ইহাদের স্বাভাবিক মৃত্যু নাই
ঘ. ইহাব্দের দ্বি-কোয়ী প্রাণী বলা হয়
উত্তর. গ. ইহাদের স্বাভাবিক মৃত্যু নাই
135.নিষেক ক্রিয়ার পরে গর্ভাশয়ের অবস্থা কি হয়?
ক. ফল
খ. বীজ
গ. পেরিস্পার্ম
ঘ. নষ্ট হয়ে যায়
উত্তর. ক. ফল
সাধারণ জ্ঞান
130.গ্রেগর মেন্ডেল কোন দেশের লোক?
ক. রাশিয়া
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. অস্ট্রিয়া
উত্তর. ঘ. অস্ট্রিয়া
পদার্থবিদ্যা
131.কোন চিহ্নটি ঠিক নয়?
ক. উভয় লিঙ্গ পুষ্প
খ. এক লিঙ্গ স্ত্রী পুষ্প
গ. এক প্রতিসম পুষ্প
ঘ. এক লিঙ্গ পুং পুষ্প
উত্তর. গ. এক প্রতিসম পুষ্প
বাংলা
132.কোনটি যৌগিক ফল নয়?
ক. আনারস
খ. কাঁঠাল
গ. কেয়া
ঘ. আকন্দ
উত্তর. ঘ. আকন্দ
ব্যাখ্যা. যৌগিক ফল (Multiple fruit) ➞ সমগ্র পুষ্পমঞ্জরী হতে একটি মাত্র ফল উৎপন্ন হয় । যেমন - কাঁঠাল, আনারস, বট, তুঁত, কেয়া
ফলিকল (Follicle) ➞ একটি পুষ্পের পৃথক দুটি গর্ভাশয় হতে দুটি ফলের সৃষ্টি হয় । গর্ভপত্রের সন্ধিস্থলে আংশিক ফাটল সৃষ্টি হয় এবং ঐ ফাটল দিয়ে বীজ নির্গত হয় । যেমন - নয়নতারা, আকন্দ, ছাতিম
সাধারণ জ্ঞান
136.কোনটি ভুল?
ক. WHO= World Health
Organisation
খ. UNICEF= United Nations Children Fund
গ. UNESCO= United Nations Educational Scientific and Cultural
Organisation
ঘ. FAO= Fish and Agricultural Organisation
উত্তর. ঘ. FAO= Fish and Agricultural Organisation
144.বেষ্টিত কন্দের সঠিক উদাহরণ কোনটি?
ক. গোলআলু
খ. আদা
গ. পেঁয়াজ
ঘ. কোনোটিই নয়
উত্তর. ঘ. কোনোটিই নয়
145.সূর্য শিশির একটি পরিবর্তিত -
ক. মূল
খ. কাণ্ড
গ. পত্র
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
150.গ্রেগর মেন্ডেল কোন দেশের লোক ?
ক. রাশিয়া
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. অস্ট্রিয়া
উত্তর. ঘ. অস্ট্রিয়া
জীববিজ্ঞান
137.স্বাদে মিষ্টি হলেও কার্বোহাইড্রেট নয়?
ক. চিনি
খ. গ্লুকোজ
গ. স্যাকারিন
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
146.কুনোব্যাঙের রুপান্তর নিয়ন্ত্রণ করে কোরটি?
ক. ইষ্ট্রোজেন
খ. থাইরক্সিন
গ. ইনসুলিন
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
147.কংগ্লোবেট গ্রন্থি কোথায় পাওয়া যায়?
ক. হাইড্রা
খ. ব্যাঙ
গ. তেলাপোকা
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
148.কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
ক. A
খ. B1
গ. C
ঘ. D
উত্তর. খ. B1
149.কোন অস্থিটি গিনিপিগের মধ্যকর্ণে নাই ?
ক. ম্যালিয়াস
খ. ইনকাস
গ. অ্যাটলাস
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
রসায়ন
138.জারমান সিলভার কোন সংকর ধাতু ?
ক. Zn, Cu and Sn
খ. Cu, Zn and Fe
গ. Cu and Sn
ঘ. Cu, Zn and Ni
উত্তর. ঘ. Cu, Zn and Ni
139.কোনটি ভৌত পরিবর্তন নহে?
ক. বরফ গলিয়া যাওয়া
খ. একটি তার বাকাইয়া ফেলা
গ. মোমবাত জ্বালানো
ঘ. একটি লোহা উতপ্ত করা
উত্তর. গ. মোমবাত জ্বালানো
140.কোনটি বিজারক হিসাবে কাজ করে?
ক. KMnO4
খ. Cone.HNO3
গ. CO2
ঘ. H2S
উত্তর. ঘ. H2S
ব্যাখ্যা. জারণ-বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে নিজে জারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে বিজারিত করে, তাকে বিজারক পদার্থ বলে । বিজারক পদার্থ হলো ইলেকট্রন দাতা ।
• গ্যাসীয় বিজারক পদার্থ : H2, CO, H2S, SO2H2, CO, H2S, SO2
• তরল বিজারক পদার্থ : নাইট্রাস এসিড (HNO2HNO2), সালফিউরাস এসিড (H2SO3H2SO3), হাইড্রোব্রোমিক এসিড (HBrHBr), হাইড্রিয়োডিক এসিড (HIHI)
• কঠিন বিজারক পদার্থ : অধিকাংশ ধাতু, কার্বন, ফেরাস লবণ (FeSO4, FeCl2FeSO4, FeCl2), স্ট্যানাস ক্লোরাইড (SnCl2SnCl2), মারকিউরাস ক্লোরাইড (Hg2Cl2Hg2Cl2), অক্সালিক এসিড (H2C2O4.2H2OH2C2O4.2H2O), সোডিয়াম থায়োসালফেট (Na2S2O3.5H2ONa2S2O3.5H2O)
141.জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষার জন্য দরকার -
ক. লুকাস বিকারক
খ. ফেলিং দ্রবণ
গ. CCl4 যুক্ত ব্রোমিন পানি
ঘ. কোনোটিই নয়
উত্তর. গ. CCl4 যুক্ত ব্রোমিন পানি
ব্যাখ্যা. জৈব যৌগের অসম্পৃক্ততা অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের প্রমাণের পরীক্ষা ২টি। বেয়ার পরীক্ষা (অম্লীয় বা ক্ষারীয় KMnO4 /K2Cr2O7 ও H2SO4 বিকারক) এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা (নিষ্ক্রিয় দ্রাবক CCl4)
142.মেরু জ্যোতির কারণ কী?
ক. পৃথিবীর বৈদ্যুতিক বিভব
খ. পৃথিবীর চুম্বকত্ব
গ. পৃথিবীর মাধ্যাকর্ষণ
ঘ. নিজে চেষ্টা করুন
উত্তর. ঘ. নিজে চেষ্টা করুন
143.মেরু জ্যোতির কারণ কী?
ক. পৃথিবীর বৈদ্যুতিক বিভব
খ. পৃথিবীর চুম্বকত্ব
গ. পৃথিবীর মাধ্যাকর্ষণ
ঘ. সবকটি
উত্তর. ঘ. সবকটি
No comments