মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান -1989


মেডিকেল
কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 1989

শিক্ষাবর্ষঃ ১৯৮৯-১৯৯০

সাধারণ জ্ঞান

1.অর্গান অব কর্টি কোথায় থাকে?

অন্তঃকর্ণে

এন্ডোলিঙ্ফে

ককলিয়াতে

পেরিলিঙ্ফে

উত্তর. ককলিয়াতে

জীববিজ্ঞান

2.বৃক্কে বিদ্যমান-

 উত্তর. নেফ্রন

নিউরন

মূত্র থলি

ল্যাঙ্গারহ্যানসের দ্বীপ

3.রূগীপাকস্থলীর কোন স্তরে থাকে?

 পেশিস্তরে

সাব-মিউকোসা

মাসকুলারিস মিউকোসা

উত্তর. মিউকোসা

4.বিভাজন ক্ষমতা নাই কোন কোষের?

দেহকোষ

জনন কোষ

উত্তর. পেশি কোষ

স্নায়ু কোষ

5.বংশ গতিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইহা-

একটি বৃহৎ অণু

নিউক্লিয়াসে পাওয়া যায়

নাইট্রোজেন দ্বারা গঠিত

উত্তর. প্রতিরূপ সৃষ্টি করিতে পারে

6.জীব জড়ের মধ্যে যোগসূত্র বলে বিবেচিত-

 উত্তর. ভাইরাস

স্পাইরোগাইবো

ব্যাকটেরিয়া

মিউকর

7.কোনটি সত্য

 উত্তর. অধিকাংশ প্রাণীই নির্দিষ্ট আকার আয়তনের অধিকারী

সকল প্রানীই স্বতঃস্ফুর্তভাবে চলাফেরা করতে পারে

সকল প্রাণীরেই জ্ঞানেন্দ্রিয় বিদ্যমান

প্রাণীর কলেবর বৃদ্ধি দেহের সর্বত্রই প্রায় সমহারে ঘটে

9.বেশির ভাগ পানি উদ্ভিদে প্রবেশ করে-

ক্যাম্বিয়াম

পেলিসেড কোষ

উত্তর. শিকরের চুল দিয়ে

স্টোমাটা

10.ভাইরাসের বৈশিষ্ট্য

 

উত্তর. ইহা অকোষীয়

ইহা অতি-আণুবীক্ষণিক

ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান

ইহা কেবলমাত্র-সজীব কোষে বংশ বৃদ্ধি করে

11.যে উপাদানে DNA বিদ্যমান-

সাইটোপ্লাজম

নিউক্লিয়াস

কোষ আবরণী

উত্তর. মাইটোকন্ড্রিয়া

12.কোন উদ্ভিদে ক্লোরোফিল নাই?

এককোষী শৈবাল

উত্তর. ব্যাঙের ছাতা

ফার্ন

সমুদ্র শৈবাল

14.সালোক-সংশ্লেষণের আলোক বিক্রিয়া অংশে ক্লোরোফিল দ্বারা বিশোষিত আলোক শক্তি-

 উত্তর. রাসায়নিক শক্তিতে পরিণত হয়

চুম্বক শক্তিতে পরিণত হয়

এলকোহল উৎপাদনে ব্যবহৃত হয়

পানি উৎপাদনে ব্যবহৃত হয়

15.কোনটি ভিন্নধর্মী?

ভ্রূণ

বীজপত্র

শস্য

উত্তর. পরিচক্র

পদার্থবিদ্যা

8.কোনটি সত?

 উত্তর. কর্ণিয়া প্রতসরণশীল বলিয়া আলোকরশ্মি প্রবেশের অনুমতি দেয়

লেন্স আলোক রশ্মিকে রেটিনার সুনির্দিষ্ট অংশে প্রতিফলিত করে

স্ক্লেরা আলোক রশ্মিকে গ্রহণ করিয়া মস্তিষ্কে প্রেরণ করে

আইরিস আলোক নিয়ন্ত্রণে কোন কাজ করে না

13.কোন রোগ টিকা দ্বারা প্রতিরোধ করা যায়?

 উত্তর. ডিপথেরিয়া

ধনুষ্টংকার

হাম

নিউমোনিয়া

জীববিজ্ঞান

16.কোন প্রাণীটি উভলিঙ্গ?

অ্যামিবা

আরশোলা

উত্তর. কেঁচো

ব্যাঙ

18.সালোক-সংশ্লেষণ নির্গত অক্সিজেনের উৎস কি?

কার্বন-ডাইঅক্সাইড

ক্লোরোফিল

বায়ু

উত্তর. পানি

19.লেবু কোন জাতীয় ফল?

 উত্তর. হেসপেরিডিয়াম

পাইরিন

এমফিসারকা

পেঁপো

20.ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী পর্যায় কোথায় থাকে?

মানব দেহের যকৃতে

মানব দেহের রক্তে

উত্তর. মশকীর লালা গ্রন্থিতে

মশকীর পাকস্থলিতে

21.কোন রসে উৎসেচক থাকে না?

পাকস্থলী রস

আন্ত্রিক রস

অগ্নাশয় রস

উত্তর. পিত্তরস

22.ফাইব্রিনোজেন যেখানে তৈরি হয়-

 অগ্ন্যাশয়

শুক্রাশয়

উত্তর. যকৃত

প্লীহা

23.জমাট রক্তের জলীয় অংশকে বলে-

রক্তরস

শ্বেত রক্তকণিকা

মৃত লহিত রক্তকণিকা

উত্তর. রক্তের সিরাম

24.মস্তিষ্কের যে অংশে বুদ্ধিমত্তা থাকে-

অগ্র করয়েড প্লেক্সাস

উত্তর. সেরিব্রাল হেমিসফিয়ার

সেরিবেলাম

মেডুলা অবলংগাটা

25.চোখের কনজাংটিভা সিক্ত রাখে-

 উত্তর. ল্যাক্রিমাল গ্রন্থি

হারডেরিয়ান গ্রন্থি

সিবেসিয়াস গ্রন্থি

মিউকাস গ্রন্থি

26.কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?

 উত্তর. হেপারিন

এড্রেনালিন

ইনসুলিন

বিলিরুবিন

27.কোন প্রকার উদ্ভিদ হইতে এন্টিবায়োটিক তৈরি হয়?

শৈবাল

উত্তর. ছত্রাক

ব্যাকটেরিয়া

ফার্ণ

28.কিউবয়ডেল এক প্রকার

 উত্তর. আবরণী কলা

পেশী কলা

সংযোজন কলা

স্নায়ু কলা

29.মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?

এরিস্টটল

গেলেন

উত্তর. হার্ভে

গ্যালিলিও

30.উদ্ভিদের শ্রেণি বিন্যাসের সঠিক ধাপ কোনটি?

 উত্তর. প্রজাতি, জেনাস, ফ্যামিলি, বর্গ, শ্রেণি

প্রজাতি, জেনাস, বর্গ, শ্রেণি, ফ্যামিলি

প্রজাতি, বর্গ, শ্রেণি, ফ্যামিলি, জেনাস

প্রজাতি, জেনাস, ফ্যামিলি, শ্রেণি, বর্গ

সাধারণ জ্ঞান

17.কোনটি মিথ্যা

ডারউইন একজন প্রকৃতিবিদ ছিলেন

ডারউইন একজন সুইডেনবাসী ছিলেন

তিনিঅরিজিন অফ স্পিসিসনামে বই লিখেন

সবগুলো

জীববিজ্ঞান

31.পিত্ত কোথায় তৈরি হয়?

পিত্তথলিতে

অগ্নাশয়ে

ল্যারিংক্স

কোনোটিই নয়

32.কোন ব্যাকটেরিয়া কলেরা রোগ সৃষ্টি করে?

Mycobacteriam tuberculosis

Diplococcus pneumoniae

Vibrio cholerae

Bacillus tetani

33.কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

নারিকেল

লিচু

ধান

সুপারি

34.ফিমার কোন অস্থিটিকে বলা হয়?

বাহুর অস্থি

হাতের অস্থি

উরুর অস্থি

পায়ের অস্থি

35.সালোকসংশ্লেষণ সম্বন্ধে কোনটি সত্য নয়?

শুধুমাত্র ক্লোরোফিলযুক্ত অংশে সংঘটিত হয়

এতে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন নির্গত হয়

শক্তি সংরক্ষিত হয়

এই প্রক্রিয়া দিবারাত্রি চলে

36.কোন অংশ জনন কাজে ব্যবহৃত হয় না?

বৃতি

পুংকেশর

গর্ভমুণ্ড

পরাগ থলি

37.অর্কিডের বীজ কিভাবে বিস্তার লাভ করে?

কীট পতঙ্গ দ্বারা

পানি দ্বারা

মানুষের দ্বারা

বায়ু দ্বারা

40.কোন শৈবাল ফ্ল্যাজেলা পর্যায়হীন?

ক্যালামাইডোমোনাস

ভলভক্স

স্পাইরোগাইরা

ইইডোগোনিয়া

41.একবীজপত্রী কাণ্ডের পরিবহন কলাতন্ত্র কি ধরনের?

অরীয়

কেন্দ্রিক

বদ্ধ

মুক্ত

সাধারণ জ্ঞান

38.পেনিসিলিনের আবিষ্কারক কে?

Van Leun-hook

Edward jenner

Alexander Flemming

Robert kock

39.বিশ্বস্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?

Washington D.C.

Philippine

Copenhagen

Geneva

42.কোনটি সত্য? বায়ু একটি-

যৌগিক পদার্থ

মৌলিক পদার্থ

মৌলিক পদার্থের মিশ্রণ

মৌলিক যৌগিক পদার্থের মিশ্রণ

43.কোনটি সত্য নয়? বায়ুর নিষ্ক্রিয় গ্যাস-

নাইট্রোজেন

অক্সিজেন

হিলিয়াম

আর্গণ

44.নাইট্রিক এসিডের আণবিক ওজন-

50

63

70

73

45.কোন উক্তিটি সঠিক?

ডাই-ইথাইল ইথার ধাতব সোডিয়ামের সহিত বিক্রিয়া করে

রেকটিফাইড স্পিরিটে 10 শতাংশ পানি থাকে

মার্কের পারহাইড্রলে 40% হাইড্রোজেন পারঅক্সাইড থাকে

হ্যারোজেন সমূহ পর্যায় সারণীর VIIA গ্রুপের মৌল

রসায়ন

46.পানি কি ধরনে অক্সাইড

উভধর্মী

প্রশমধর্মী

ক্ষারীয়

অম্লীয়

47.সীসার চিনিবলা হয়-

লেড নাইট্রেড

লেড মনোক্সা্ইড

লেড কার্বোনেট

লেড এসিটেট

48.ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম-

ক্যালসিয়াম হাইপোক্লোরেট

ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট

ক্যালসিয়াম ক্লেরো হাইপোক্লোরাইট

ক্যালসিয়াম ক্লোর হাইপোক্লোরাইড

49.কোনটি খুবই শক্তিশালী বিরঞ্জক?

ওজোন

হাইড্রোজেন পার অক্সাইড

সালফার ডাই অক্সাইড

ক্লোরিন

50.কোন যৌগটি হাইড্রোজেন না থাকা সত্ত্বেও জৈব যৌগ?

ক্লেরোপিক্রিন

সাইক্লোহেক্সানল

গ্যামাক্সিন

আয়োডোফর্ম

51.সোডালাইম -

Ca(OH)2এবং KOH এর মিশ্রণ

NaOH এবং CaO এর মিশ্রণ

NaOH এবং KOH এর মিশ্রণ

Mg(OH)2এবং CaO এর মিশ্রণ

52.ইথিলিন এসিটিলিনের স্বতন্ত্রীকরণের জন্য যে রাসায়নিক বিক্রিয়া ব্যবহৃত হয়-

এক্রোলিন টেষ্ট

বেয়ার পরীক্ষা

কার্বিল এমিন পরীক্ষা

এমোনিয়াযুক্ত Cu2Cl2 দ্রবণ পরীক্ষা

53.ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়?

 Sn/HCI

Cone. HNO3

Na/Ether

অনার্দ্র AICI3

54.উইলিয়ামসন বিক্রিয়া ব্যবহৃত হয়?

কোন যৌগ অসম্পৃক্ত কিনা জানার জন্য

ফিনল সনাক্তকরণে

ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ থেকে এলকিন প্রস্তুতিতে

এলকাইল হ্যালাইড হইতে ইথার প্রস্তুতিতে

55.কোনটি সঠিক? ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি-

পানিগ্রাসী বস্তু

পানিত্যাগী বস্তু

পানিগ্রাহী বস্তু

বিগালক

56.ফেনটন বিকারক কি?

 CuSO4 NH3OH এর মিশ্রিত দ্রবণ

20% H2O2 এর দ্রবণ

FeSO4  H2O2 এর মিশ্রিত দ্রবণ

FeSO4 এবং ধূমায়িত H2SO4 এর মিশ্রণ

57.গ্যামাক্সিনের সংকেত হল-

C6H6CI6

C6H5CI

CO6H5NO2

C6H6(O3)3

58.ড্রাই আইসকি?

কঠিন কার্বন ডাই অক্সাইড

কঠিন সালফার ডাই অক্সাইড

কঠিন বরফ পিণ্ড

শুষ্ক নাইট্রোগ্লিসারিন বরফের মিশ্রণ

59.কোনটি মিথ্যা?

মিথানল পান করা যায় না

আইয়োডোফরম একটি হলুদ দানাদার পদার্থ

এসিটোন একটি মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ

ক্লোরোফরম ইথারের মিশ্রণ চেতনা নাশক নহে

60.এসপিরিন কিভাবে তৈরি করা যায়?

ফুটন্ত এসিটিক এসিডে ক্লোরিন চালনা করিয়া

এনিলিনের সহিত এসিটাইল ক্লোরাইড-এর বিক্রিয়ায়

স্যালিসাইলিক এসিডকে এসিটাইলেশন করিয়া

কোনটি দ্বারাই নয়

রসায়ন

61.লুনার কষ্টিক কোনটি?

কষ্টিক সোডা

কষ্টিক পটাশ

সিলভার নাইট্রেট

সিলভার ব্রোমাইড

62.কোনটি টলেন বিকারকের সহিত বিক্রিয়া করে?

এলকিন

ইথার

এলডিহাইড

এলকোহল

63.কোনটি ধাতুর ধর্ম নয়?

ইলেকট্রন দান করা

জারকরূপে ক্রিয়া করা

বিজারকরূপে ক্রিয়া করা

এসিডের সহিত বিক্রিয়া করা

64.সোডিয়াম জিংকেটের গ্রাম আণবিক ওজন কত?

208.76 gm

185.76 gm

143.38 gm

120.38 gm

65.কোনটি সমসত্ত্ব মিশ্রণ?

কলিচুন

ইস্পাত

মাটি

প্লাটিনাম

66.K2Cr2O7 যৌগে ক্রোমিয়ামের যোজনী কত?

 3

4

5

6

67.আলো বায়ুর সংস্পর্শে ক্লোরোফরম ভেঙ্গে কি হয়?

মিথেন হাইড্রোক্লোরিক এসিড

মিথেন

মিথেন পানি

ফসজিন গ্যাস HCI

68.পানির স্থায়ী খরতার কারণগুলি হইতেছে-

Ca, Mg, Fe প্রভৃতির বাই-কার্বোনেট দ্রবীভূত থাকা

Ca, Mg, Fe প্রভৃতির সালফেট, ক্লোরাইড প্রভৃতি দ্রবীভূত থাকা

Na, K, Ca Mg এর বাইকার্বোনেট দ্রবীভূত থাকা

কোনোটিই নয়

69.কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

চিনি জলে দ্রবীভূত করা

তাপ দ্বারা মোম গলান

মোমবাতি জ্বালান

লোহায় মরিচা ধরা

70.ক্লোরোফরমের ব্যবহার-

পানি শোধনের জন্য

রক্ত পরিশোধনে

চেতনা নাশক হিসাবে

দ্রাবক হিসাবে

71.এসিটাইলিনের ধর্ম কি?

এসিটাইলিন একটি বর্ণহীন গ্যাস

ইহা বায়ু অপেক্ষা ভারী

ইহা পানিতে দ্রবণীয়

ইথিলিন অপেক্ষা অধিক স্থায়ী

জীববিজ্ঞান

72.কোন ক্ষুদ্রাঙ্গটি প্রাণীকোষে থাকে না?

রাইবোসোম

মাইটোকন্ড্রিয়া

প্লাস্টিড

গলগিবডি

73.হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোনটি?

রেনাল ধমনি

বহিঃ কেরোটিড ধমনি

মেসেন্টারিক ধমনি

করোনারী ধমনি

74.লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল নয়-

অস্থিমজ্জা

হৃৎপিণ্ড

যকৃত

প্লীহা

75.কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

কলেরা

বসন্ত

হাম

ধনুষ্টংকার

জীববিজ্ঞান

76.শ্রবণ ছাড়াও কর্ণের অন্যতম কাজ-

দেহকে সতেজ রাখা

দেহের কর্মক্ষমতা বাড়ানো

দেহের ভারসাম্য রক্ষা করা

কোনোটিই নয়

রসায়ন

77.মিথানল কিভাবে তৈরি হয়?

কাঠের বিধ্বংসী পাতন দ্বারা

সেলুলোজ ফারমেনটেশন করে

ইথিলিন থেকে সংশ্লেষণ করে

চিটাগুড় থেকে সংশ্লেষণ

78.প্যারাফিন কি?

40% Formaldehyde

95% Ethyl alcohol

সম্পৃক্ত হাইড্রোকার্বন

সবকটি

79.সঠিক উত্তর চিহ্নিত কর-

চিনি আলোক সক্রিয় ডানঘুর্ণী

গ্লুকোজ আলোক সক্রিয় বামঘুর্ণী

ফ্রুক্টোজ আলোক সক্রিয় ডানঘুর্ণী

সমপরিমাণ গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ ডানঘুর্ণী

80.এসিটাইলিনকে জারণ করিলে যাহা উৎপন্ন হয়-

এসিটালডিহাইড

গ্লাইকোলিক এসিড

অক্সালিক এসিড

এসিটিক এসিড

81.কোনটি তীব্র এসিড মৃদু অ্যালকালির বিক্রিয়া কালে প্রশম বিন্দু নির্ণয়ের নিমিত্তে উপযুক্ত নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়?

লিটমাস

মিথাইল অরেঞ্জ

ফেনলফথ্যালিন

থাইমল ব্লু

82.কোনটি সত্য নয়?

 নেসলার দ্রবণের সাহায্যে এমোনিয়ার উপস্থিতি নির্ণয় করা যায়

এমোনিয়া নেসলার দ্রবণকে বাদামী করে

নেসলার দ্রবণকে মিলন ক্ষারকের আয়োডাইড বলে

এমোনিয়া লাল লিটমাসকে নীল করে

83.কোনটি মার্কের পারহাইড্রোল?

10% HCI

20% H2O3

40% H2SO4

30% H2O2

84.কোনটি ক্লোরালহাইড্রেট?

CI2CCHOH

CI3CCH(OH)2

CI3−CH(OH)2

CICCH(OH)2

85.এক লিটার 2N সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে?

80 gm

76 gm

24.5 gm

96 gm

86.গ্লুকোজ ফেলিং দ্রবণকে বিজারিত করিলে কি ঘটে?

কিউপ্রাস অক্সাইডের লাল অধঃক্ষেপ উৎপন্ন করে

কিউপ্রাস গ্লুকোনেটের হলুদ অধঃক্ষেপ উৎপন্ন করে

কিউপ্রাস কার্বোনেটের অধঃক্ষেপ উৎপন্ন করে

ধাতব তামার লাল অধঃক্ষেপ উৎপন্ন করে

89.কোনটি সত্য?

পরমাণুতে ইলেকট্রন সবসময় কক্ষপথে ঘুরে না

ইলেকট্রন এক্সেরে তৈরি করতে পারে না

আলফা রশ্মি হিলিয়াম পরমাণু ছাড়া কিছু নয়

প্রত্যেকটি নিউক্লিয়াস ধনাত্মক চার্জবিশিষ্ট

90.কোনটি অর্ধ-পরিবাহী নয়?

সিলিকন

ক্যাডমিয়াম সালফাইড

কাগজ

জারমোনিয়াম

পদার্থবিদ্যা

87.একাধিক গলিত ধাতুকে একসাথে মিশিয়ে ঠাণ্ডা করলে যে কঠিন পদার্থউৎপন্ন হয় তাহাকে বলে-

সংকর ধাতু

পারদ সংকর

মৃত্তিকা ধাতু

কোনোটিই নয়

88.অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব-

খাড়া এবং বড় হইবে

খাড়া এবং ছোট হইবে

উল্টো এবং ছোট হইবে

উল্টো এবং বড় হইবে

পদার্থবিদ্যা

91.কোন রঙের দৃশ্যমান আলোর তরঙ্গ সবচেয়ে বেশি?

লাল

নীল

হলুদ

বেগুনী

92.তারের বৈদ্যুতিক রোধ কখন বৃদ্ধিপায়?

যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়

যদি তারের দৈর্ঘ্য কম হয়

যদি তারের অায়তন বৃদ্ধি পায়

যদি উষ্ণতা বৃদ্ধি পায়

94.দুইটি চৌম্বক মেরুর মধ্যবর্তী দুরত্ব তিনগুণ বৃদ্ধিকরা হইলে বল কিরূপ হইবে?

বল তিনগুণ বৃদ্ধি পাইবে

বল প্রাথমিক মানের এক-তৃতীয়াংশ হইবে

বল নয়গুণ বৃদ্ধি পাইবে

কোনোটিই নয়

95.ঘাত বলের গাণিতিক পরিমাপ-

বল ×× সরণ

বল ×× বেগ

বল ×× সময়

কোনোটিই নয়

96.একটি সরল দোলককে পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে স্থানান্তরিত করিলে-

সরলদোলকটি থেমে যাবে

সরলদোলকটি দ্রুত চলবে

সরলদোলকটি ধীরে চলবে

দোলনকালের কোন পরিবর্তন হবে না

97.একটি পানিপূর্ণ গ্লাসে একখণ্ড বরফ ভাসছে। বরফ খণ্ডটি গলে গেলে-

বরফের আয়তনের 112112 অংশ অায়তনবিশিষ্ট পানি উপচে পড়বে

বরফের আয়তনের 11121112 অংশ অায়তনবিশিষ্ট পানি উপচে পড়বে

বরফের সমান অায়তন পানি উপচে পড়বে

পানি উপচে পড়বে না

98.চৌম্বক প্রাবল্যের একক হল-

ডাইন

ওয়েরেষ্টেড

আর্গ/একক মেরু

কোনোটিই নয়

99.ক্ষুদ্রতম ঘরের মান সবচেয়ে বেশি কোন থার্মোমিটারে?

Centigrad

Reaumur

Farenheit

Clinical

100.শব্দের কোন নীতি সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয়?

বীট

অনুনাদ

প্রতিফলন

ব্যতিচার

103.স্বাভাবিক চোখে সূক্ষ্ম দৃষ্টির নিকটতম দূরত্ব কত?

25 cm

35 cm

30 cm

15 cm

104.শব্দানুভুতির স্থায়ীত্বকাল বা শ্রুতিরেস কত?

110110 ‍sec

120120 sec

130130 sec

140140 sec

93.রঞ্জন রশ্মি একটি-

দীঘল তরঙ্গ

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

যান্ত্রিক তরঙ্গ

অবলোহিত তরঙ্গ

102.নীচের বিভিন্ন ধরণের বিকিরণগুলোর কোনটি থেকে বেশি তাপ পাই?

গামা রশ্মি

রঞ্জন রশ্মি

অতি বেগুনী

অবলোহিত রশ্মি

105.ক্যাথাড রশ্মির গুণাবলীর জন্য কোনটি মিথ্যা?

 এই রশ্মি কোন বস্তুর উপর পড়িলে তাপ সৃষ্টি করে না

এই রশ্মি সরল পথে চলে

এই রশ্মি ঋণাত্মক কণা বহন করে না

এই রশ্মি নির্দিষ্ট বস্তুর উপর পড়িলে উহা উজ্জ্বল দেখায়

সাধারণ জ্ঞান

101.চোখের কোন ত্রুটির জন্য একই দূরত্বে অবস্থিত অনুভূমিক উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না?

মায়োপিয়া

চালশে

হাইপারমেট্রোপিয়া

বিষম দৃষ্টি

রসায়ন

106.ডাক্তারী থার্মোমিটার একজন রোগীর তাপ 103°103° হইলে ফারেনহাইট স্কেলে উহা কত হইবে?

71°71° F

135°135° F

39.4°39.4° F

None of the above

111.বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

অরোরা মণ্ডল

ওজোন মণ্ডল

অায়ন মণ্ডল

ষ্ট্রাটো মণ্ডল

113.বায়ুতে কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ কত?

0.03%

0.08%

0.02%

0.2%

114.স্থায়ী চুম্বক তৈরি হয়?

লোহা + রূপা

লোহা + সিলিকন

লোহা + কোবাল্ট

লোহা + এলুমিনিয়াম

পদার্থবিদ্যা

107.চন্দ্রপৃষ্ঠে শব্দ শুনতে না পারার কারণ কী?

কোন বাতাস নাই

চন্দ্রের নিজস্ব কোন আলো নাই

চন্দ্রে কোন অক্সিজেন নাই

চন্দ্রে কোন প্রতিবন্ধকতা নাই

109.মায়োপিয়া সংশোধন করতে প্রয়োজন-

অবতল লেন্স

উত্তল লেন্স

রঙ্গীন গ্লাস

সান গ্লাস

110.মরুভূমিতে মরীচিকার কারণ হলো-

ভূ-পৃষ্ঠের বায়ুর স্তর উপরের স্তর থেকে বেশি ভারী

ভূ-পৃষ্ঠের বায়ুর স্তর উপরের স্তর থেকে হালকা

ভূ-পৃষ্ঠের বায়ু স্তরের কম্পন হয় বলে

কোনোটিই নয়

112.শ্রবণোত্তর শব্দের কম্পন সংখ্যা কত?

 

সেকেণ্ডে 20 এর অধিক

সেকেণ্ডে 20 এর কম

সেকেণ্ডে 20,000 এর অধিক

সেকেণ্ডে 20,000 এর কম

115.কোন যন্ত্র দিয়া তাপের পরিমাণ নির্ণয় করা যায়?

Thermometer

Thermoflask

Thermostat

Calorimeter

116.বস্তুর ওজন কোথায় বেশি

মেরু অঞ্চলে

বিষূব অঞ্চলে

কর্কটক্রন্তিতে

মকরক্রান্তিতে

117.কোনটির একক ওহম?

রোধ

বিভব

বিদ্যুৎ

চার্জ

118.একজন লোক সাইকেলে যাচ্ছে। তার সাইকেল টিউবের ভাল্ব যে গতিতে চলছে তা হল-

সরল রৈখিক গতিতে

ঘূর্ণন গতিতে

উপরের উভয় প্রকার গতিতে

উপরের কোনোটিই নয়

120.একই ওজনের পাতলা ব্যক্তি অপেক্ষা মোটা ব্যক্তি সহজে পানিতে ভাসতে পারে কারণ-

মোটা লোকের শক্তি বেশি

মোটা লোক সহজে হাত পা ছুড়তে পারে

মোটা লোকের আয়তন পাতলা লোকের চেয়ে বেশি

মোটা লোকের ওজন বেশি

সাধারণ জ্ঞান

108.কে দুইবার নোবেল পুরস্কার লাভ করেন?

William Roentgen

Piere curie

Mary curie

Addus Salam

119.পৃথিবীর আকর্ষণকে ছাড়িয়ে যেতে বস্তুর যে গতি প্রয়োজন-

সেকেণ্ডে 7 মাইল

সেকেণ্ডে 15 মাইল

সেকেণ্ডে 10 মাইল

সেকেণ্ডে 725 মাইল

রসায়ন

121.C উত্তাপের একখণ্ড বরফকে তাপ দিলে-

উষ্ণতার কোন পরিবর্তন হবে না

উষ্ণতা বাড়িবে

উষ্ণতা কমিবে

বরফ গলিতে থাকিবে

123.কোনটির ভর সবচেয়ে কম?

ইলেকট্রন

প্রোটন

নিউট্রন

হাইড্রোজেন পরমাণু

124.একটি বস্তুর ওজন বাতাসে 20 গ্রাম পানিতে 18 গ্রাম উহার আপেক্ষিক গুরুত্ব কত?

1

2

10

0.1

130.কোনটি ভুল?

প্যারালডিহাইড একটি মিষ্টি গন্ধযুক্ত কৃত্রিম নিদ্রাকারক

মোটালডিহাইড একটি সাদা বর্ণের পলিমার যা জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়

ইউরোট্রপিন মূত্র ব্যধিতে ব্যবহৃত হয়

সীফস বিকারক গ্লিসারিন সনাক্তকরণে ব্যবহৃত হয়

131.দস্তা প্রলেপনের বিশেষ প্রণালীর নাম

শেরার ডাইজিং

দস্তা রজঃ

ইলেকট্রোপ্লেটিং

পান দেওয়া

132.মোরের লবণের সংকেত

FeSO4. 7H2O

Na2SO4.10H2O

FeSO4 (NH4)2SO4 6H2O

K2SO4. AI2(SO4)3 24H2O

133.সোডিয়াম মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ে আছে?

1 পর্যায়

2 পর্যায়

3 পর্যায়

4র্থ পর্যায়

134.CH3OCH3 এবং C2H5OH যৌগ দুইটি-

সমাকৃতি কেলাস

সমানুক

ক্ষারধর্মী

পূর্ণ লবণ

135.ক্যালামিন কোনটি?

 

 

FeCO3

CuCO3

ZnCO3

MgO

তথ্য যোগাযোগ প্রযুক্তি

122.কোনটি কম্পিউটারের কাজ নয়?

তথ্যাদি সঞ্চিত করে রাখা

জটিল গাণিতিক সমস্যা সমাধান করা

কোন তৈরি পদ্ধতি নিয়ন্ত্রণ করা

কোন নির্দেশ ব্যতিরেকে সিদ্ধান্ত গ্রহণ করা

পদার্থবিদ্যা

125.একটি গাড়ী 90 ফুট/সেকেণ্ডে চলিতে থাকা অবস্থায় ব্রেক চাপিয়া 10 ফুট/সেকেণ্ডে মন্দন সৃষ্টি করিলে 8 সেকেণ্ড পরে গাড়িটির গতিবেগ কত হইবে?

70ft/sec

50ft/sec

25ft/sec

10ft/sec

126.দৈনন্দিন জীবনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক চুম্বকীয় গুণের নয়?

বৈদ্যুতিক ঘন্টা

টেলিফোন

বৈদ্যুতিক চুল্লী

টেলিগ্রাফ

English

127.কোনটি ভুল?

SAARC- South Asian Association for Regional Co-operation

EEC- East European Countries

ASEAN- Association of South East Asian Nations

WHO- World Human Organisation

সাধারণ জ্ঞান

128.কোনটি ভুল?

নেপালের রাজধানী কাঠমান্ডু

সিংহলের রাজধানী অনুরাধাপুরা

ভুটানের রাজধানী থিম্পু

মালদ্বীপের রাজধানী ত্রিনকোমলী

জীববিজ্ঞান

129.কে এক গোত্রীয় নয়?

হিপোক্রেটিস

ইবনে সিনা

শুশ্রুতা

পিথাগোরাস

রসায়ন

136.যে সকল কেলাসিত যৌগের অণুতে কেলাস পানি থাকে না উহাদেরকে কি ধরণের যৌগ বলা হয়?

সোদক কেলাস

অসজল কেলাস

অনার্দ্র কেলাস

জটিল কেলাস

137.পিকরিক এসিড হল-

2, 4, 6 ট্রাইনাইট্রোটলুইন

2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল

2, 4, 6 ট্রাইনাইট্রোবেনজিন

2, 4, 6 ট্রাইব্রোমোএনিলিন

149.সূর্য গ্রহণের সময়

সূর্য, চন্দ্র পৃথিবীর মাঝখানে থাকে

চন্দ্র, সূর্য পৃথিবীর মাঝখানে থাকে

পৃথিবী , চন্দ্র সূর্যের মাঝখানে থাকে

নিজে চেষ্টা করুন

150.একটি লাল গোলাপ সোডিয়াম বাতির হলুদ আলোতে কি রং দেখায়?

লাল

হলুদ

সাদা

কাল

জীববিজ্ঞান

138.পর্ণকাণ্ড হইল রুপান্তরিত-

মূল

কাণ্ড

পাতা

নিজে চেষ্টা করুন

139.গিনিপিগের দ্বিতীয় কশেরুকার নাম -

লাম্বার

স্যাক্রাম

এক্সিস

নিজে চেষ্টা কর

140.কন্দাল মূলের উদাহরণ কোনটি?

ডালিয়া

করলা

মিষ্টি আলু

নিজে চেষ্টা করুন

141.উদ্ভিদের শ্রেণিবিন্যাসের সঠিক ধাপ কোনটি?

প্রজাতি, জেনাস, ফ্যামিলি, বর্গ, শ্রেণি

প্রজাতি, জেনাস, বর্গ, শ্রেণি , ফ্যামিলি

প্রজাতি, বর্গ, শ্রেণি , ফ্যামিলি, জেনাস

প্রজাতি, জেনাস , ফ্যামিলি, শ্রেণি, বর্গ

142.ওলিক্রেনন প্রসেস কোথায় থাকে?

ব্যাঙের ফিমারে

ব্যাঙের শ্রোণীচেক্রে

গিনিপিগের হিউমেরাসে

গিনিপিগের রেডিও আলনাতে

143.কোন প্রাণীটি অমর?

মানুষ

তেলাপোকা

অ্যামিবা

কোনোটিই নয়

144.শিশু আরশোলা কোনটি?

লিম্ফ

নিম্ফ

শুককীট

নিজে চেষ্টা করুন

145.রাস্না কোন ধরনের উদ্ভিদ?

 

স্বভোজী

পরভোজী

পরজীবী

নিজে চেষ্টা করুন

146.হৃৎপিন্ডে রক্ত সরবরাহ কের কোনটি?

রেনাল ধমনি

বহিঃ কেরোটিড ধমনি

মেসেন্টারিক ধমনি

করোনারী ধমনি

147.ব্যাঙের চোখের তৃতীয় পত্র -

টিমপেনিক পর্দা

পেরিকার্ডিয়াল পর্দা

প্লাজমা পর্দা

নিকটিটেটিং পর্দা

পদার্থবিদ্যা

148.কোন বস্তুর বাতাসে ওজন ১২০ গ্রাম, এবং পানিতে ওজন ১০০ গ্রাম ইহার আয়তন কত?

20 c.c .

100 c.c.

120 c.c.

নিজে চেষ্টা করুন

No comments

Powered by Blogger.