মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান - 1990
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ -
1990
শিক্ষাবর্ষঃ ১৯৯০-১৯৯১
রসায়ন
1.S.T.O-তে ১০ সি.সি. অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা ও ১০ সি. সি. অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা-
দ্বিগুণ
সমান
অর্ধেক
ত্রিগুণ
2.নাইট্রোজেন পরমাণুতে ৭টি প্রোটন ও ৭টি ইলেকট্রন থাকিলে নাইট্রাইড আয়নে থাকিবে-
৭ প্রোটন ও ইলেকট্রন
১০ প্রোটন ও ৭ ইলেকট্রন
৭ প্রোটন ও ১০ ইলেকট্রন
৪ প্রোটন ও ৭ ইলেকট্রন
3.কোনটি সত্য? সালফার ট্রাই অক্সাইডের বাম্প ঘনত্ব-
৪৬
৪০
৩২
৪৮
4.কোন উক্তিটি সঠিক?
ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীর 1A গ্রপের মৌল
PH(OH) CI একটি ক্ষারকীয় লবণ
HNO3একটি মৃদু জারক
H2SO4 একটি লুইস অম্ল
6.ইথাইল বেনজিনকে জারিত করিলে যাহা উৎপন্ন হয়-
ফিনল
বেনজয়িক এসিড
বেনজাইল এ্যালকোহল
কোনোটিই নয়
7.আয়োডোফরম বিক্রিয়া ব্যবহৃত হয়-
ইথাইল অ্যালকোহল সনাক্তকরণে
মিথাইল অ্যালকোহল সনাক্তকরণে
ফেনল সনাক্তকরণে
কোনোটিই নয়
8.কোনটি সত্য নয়?
সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিকি এসিড উৎপন্ন করে
সোডিয়াম এ্যাসিটেটট পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে
প্রভাবক কোন বিক্রিয়া আরম্ভ করে না
Ca(HCO3)2 একটি অম্লীয় লবণ
9.উর্টজ বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়?
Na/Ether
Sn/HCI
K2Cr2O/H2SO4
Cu2CI2/HCI
10.জিংক অক্সাইড কি ধরণের অক্সাইড?
উভধর্মী
অম্লীয়
ক্ষারীয়
নিরপেক্ষ
11.পদার্থগুলির কোনটি লুইস এসিড?
NH3
H2O
SnCI4
CO
12.কোনটি সঠিক?
ডি. ডি. টি. প্রস্তুতকালে টলুইন প্রয়োজন
অ্যাজোডাই তৈরি করিবার জন্য ফিনাইল হাইড্রাজিন দরকার
ডিনামাইট উৎপাদনে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়
ভিনেগার প্রস্তুতিতে এনজাইম ডায়াস্টেজের সহায়তা প্রয়োজন
13.প্রুসিয়ান ব্লু কে অন্য কী বলা হয়?
সোডিয়াম ফেরোসায়ানাইড
ফেরিক ফেরোসায়ানাইড
সোডিয়াম নাইট্রোপ্রুসাইড
ফেরাস ফেরিসায়ানাইড
14.কোনটি মিথ্যা?
নরমালিটি তাপমাত্রার সহিত পরিবর্তিত হয়
প্রতি লিটারে ৯৮ গ্রাম H2SO4 বিশিষ্ট দ্রবণের মোলারিটি-1
4% NaOH 4% দ্রবণের মাত্রা 4.4N4.4
HNO3 এর গ্রাম তুল্য ওজন = ৬৩ গ্রাম
15.কোন বিবরণ ভুল?
ইথিন একটি হাইড্রোকার্বন
আর্সেনিক অপধাতু
কার্বলিক এসিড একটি অ্যালকোহল
ইপসম লবণ ম্যাগনেসিয়ামের যৌগ
জীববিজ্ঞান
5.গ্লিসারল কিভাবে তৈরি হয়?
কাঠের বিধ্বংসী পাতন দ্বারা
সেলুলোজকে চোলাইকরণ
চিটাগুড় থেকে পৃথক করে
প্রপিলিন থেকে সংশ্লেষণ করে
রসায়ন
16.কোন যৌগের সহিত মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর বিক্রিয়ার ফলে আইসো প্রোপাইল অ্যালহোকল উৎপন্ন হয়?
মিথানল
অ্যাসিটিক
অ্যাসিটালডিহাইড
অ্যাসিটোন
17.২% কষ্টিক সোডা দ্রবণের ১ লিটারকে পূর্ণ প্রশমিত করিতে অর্ধ নরমাল সালফিউরিক এসিডের কত আয়তন আবশ্যক হইবে?
২ লিটার
০.৫ লিটার
২০০ মিলিলিটার
১০০০ মিলিলিটার
18.লাল ফসফরাস ও আয়োডিনের মিশ্রণে পানি যোগ করিলে কি ঘটে?
ফসফরাস ট্রাই আয়োডাইড
ফসফরাস পেন্টা আয়োডাইড
ফসফরাস এসিড, হাইড্রোজেন আয়োডাইড
ফসফরিক এসিড ও আয়োডিক এসিড
20.অ্যালুমিনিয়াম সালফেট ও সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণকে কি বলে?
বেকিংপাউডার
ফোমাইট
লিথোফোন
দাঁতের মাজন
21.মিউরিয়েট অব পটাশ কোনটি?
ম্যাগনেসিয়াম ক্লোরাইড
মারকিউরাস ক্লোরাইড
পটাসিয়াম ক্লোরাইড
পটাসিয়াম হাইড্রোজেন টারট্রেট
23.অধিকতর স্থায়ী পরমাণুর সর্ব বহিঃস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?
৪
৬
৮
১৮
24.কোনটি AI এর আকরিক?
বক্সাইট
ম্যালাকাইট
জিংক ব্লেণ্ড
কেলামিন
25.কোনটি ভুল?
লেড অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়
প্ল্যাডিয়াম ধাতু হাইড্রোজেন গ্যাস শোষণ করে
চুন একটি পানিগ্রাসী বস্তু
Cu2O এর তুল্য ওজন 63.5
26.স্যালিসাইস অ্যালডিহাইড প্রস্তুত হয়-
ক্লোরোফরম ও কস্টিক সোডার দ্রবণের মিশ্রণকে উত্তপ্ত করিলে
ক্লোরোফরম, ফেনল ও ক্ষার দ্রবণের মিশ্রণকে উত্তপ্ত করিলে
ক্লোরোফরম ও এসিটোনের মিশ্রণকে উত্তপ্ত করিলে
কার্বাইল অ্যামিন বিক্রিয়া দ্বারা
27.কোনটি সত্য নয়?
গ্লাইকল একটি ডাইহাইড্রিক অ্যালকোহল
গ্লুকোজ আলোক সক্রিয় ডেক্সট্রোরোটেটরী
কাঠের বিধ্বংসী পাতনে পাইরোলিগনিয়াস এসিড পাওয়া যায়
অ্যাসিটিলিট পানিতে অতি মাত্রায় দ্রবণীয়
29.১ লিটার দ্রবণে ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে বলে-
মোলাল
মোলার
অসমোলার
নরমাল
30.কোনটির উপস্থিতির জন্য টিউব লাইটের আলো নীল
হিলিয়াম
নিয়ন
আর্গন
সোডিয়াম
জীববিজ্ঞান
19.উদ্ভিদ তৈল হল-
গ্লিসারাইড
এস্টার
হাইড্রোকার্বন
ফ্যাটিএসিড
28.চিকিৎসকগণ অনেক সময় রোগীদেরকে এনজাইম খাওয়ার পরামর্শ দেন, কারণ-
এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে
এনজাইম দেহ বৃদ্ধতে সহায়তা করে
শ্বসনে অংশগ্রহণ করে
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়
সাধারণ জ্ঞান
22.সোডিয়াম অক্সালেট এর তুল্য ওজন-
৭৫
৬৮
১৩৪
৬৭
রসায়ন
31.কোনটি এন্টিসেপটিক হিসাবে কাজ করে?
এসিটিক এসিড
বেনজালডিহাইড
ফেনল
বেনজয়িক এসিড
32.জিংক ও হ্যালোজেনের বিক্রিয়ায় কী তৈরি হয়?
ক্লোরাইড
ব্রোমাইড
হ্যালাইড
কোন বিক্রিয়া হয় না
33.কোনটি হেটারোসাইক্লিক যৌগ?
সাইক্লোপ্রোপেন
টলুইন
পিরিডিন
প্রোপেন
34.কোনটি সত্য?
অ্যালডিহাইড সেকেণ্ডারি অ্যালকোহলের প্রথম জারিত যৌগ
অ্যালডিহাইড প্রাইমারি অ্যালকোহলের প্রথম জারিত যৌগ
মিথাইল অ্যালকোহল ক্রোমিক এসিড দ্বারা জারিত হইলে প্রথমে অ্যাসিটালডিহাইডে পরিণত হয়
সেকেণ্ডারি অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে
35.কোনটি ফ্রুকটোজ এর আণবিক সংকেত?
(C12H22)11
(C6H10O5)n
C6H12O6
C6H12O5
36.স্থির তাপমাত্রার 100 সেমি. চাপে কোন গ্যাসের আয়তন 5 লিটার হলে, 50 সেমি, চাপে ঐ গ্যাসের আয়তন হবে?
৫ লিটার
১০ লিটার
৭.৫ লিটার
১২.৫ লিটার
37.ধাতব কুয়াশা কোন ধাতু দ্বারা সৃষ্টি করা যায়?
Potassium
Sodium
Magnesium
Murcury
40.গ্যাসের আয়তন নির্ভর করে-
তাপের উপর
চাপের উপর
তাপ ও চাপের উপর
ওজনের উপর
41.কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে?
আয়োডিন
ফ্লোরিন
ব্রোমিন
ক্লোরিন
42.ফার্মেন্টেশন মাধ্যমে উৎপন্ন হয়-
ফরমালডিহাইড
ফরমালিন
অ্যালকোহল
প্যারালডিহাইড
44.বিপরীত অনুপাত সূত্রের আবিস্কাক-
প্রাউস্ট
ডালটন
রিকটার
অ্যাভোগ্যাড্রো
45.পেট্রোলিয়াম খনিতে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ-
শতকরা সত্তর ভাগ
শতকরা আশি ভাগ
শতকরা নব্বই ভাগ
শতকরা পঁচাশি ভাগ
জীববিজ্ঞান
38.কোনটি সত্য নয়?
ফেনল আলকাতরা হইতে পাওয়া যায়
ফেনল ত্বকের উপর ক্ষত সৃষ্টি করে
গ্লুকোজকে ফ্রুকটোজে পরিণত করা যায় কিন্তু ফ্রুকটোজকে গ্লুকোজে পরিণত করা যায় না
লৌহের উপস্থিতিতে বেনজিনের সহিত ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়া ক্লোরোবেনজিন উৎপন্ন হয়
39.স্টার্চ কিসের উপস্থিতিতে স্যুগার এ পরিণত হয়?
ডায়াস্টেজ
মালটেজ
ইনভার্টেজ
জাইমেজ
43.গ্লুকোজের ১ গ্রাম মোল কোনটি?
৮০ গ্রাম
১৮০ গ্রাম
১৪০ গ্রাম
১০০ গ্রাম
রসায়ন
46.ইথাইল অ্যালকোহল কিভাবে তৈরি হয়?
কাঠের বিধ্বংসী পাতন দ্বারা
ফরমালডিহাইকে বিজারিত করিয়া
ইথিলিন দ্বারা সংশ্লেষণ করিয়া
প্রাকৃতিক গ্যাসকে উত্তপ্ত কপার নলের ভিতর চালনা করিয়া
47.কোনটি ধাতুর ধর্ম নয়?
ইলেকট্রন দান করা
জারক রূপে ক্রিয়া করা
বিজারক রূপে ক্রিয়া করা
এসিডের সহিত বিক্রিয়া করা
সাধারণ জ্ঞান
48.কোন সংক্রামক ব্যাধটি পৃথিবী হইতে নির্মূল হইয়াছে?
কলেরা
প্লেগ
গুটি বসন্ত
ম্যালেরিয়া
49.গুটি বসন্তের টিকা আবিস্কার করেন নিচের কোন বিজ্ঞানী?
রবার্ট কক
এডওয়ার্ড জেনার
পাস্তর
সেবিন
50.কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়?
আলেকজান্দ্রিয়া
কলম্বো
ম্যানিলা
কোপেনহেগেন
জীববিজ্ঞান
51.পরিপাক ও পরিবহণের কাজ দুইটি সম্পাদন করে-
হিমোসিল
লসিকা
সিলেন্টেরন
রক্তরস
52.সপুস্পক উদ্ভিদের নিষিক্ত ডিম্বাণু নিচের কোন অংশে রূপান্তরিত হয়?
ফল
বীজ
শস্য
ভ্রুণ
53.ব্যাকটেরিওফায এক প্রকার-
ব্যাকটেরিয়া
ভাইরাস
ছত্রাক
শৈবাল
54.কোন উৎসেচকটি দুগ্ধ প্রোটিন পরিপাকে সহায়তা করে?
অ্যামাইলেজ
পেপসিন
ট্রিপসিন
রেনিন
55.ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী পর্যায় কোথায় থাকে?
মানব দেহের যকৃতে
মানব দেহের রক্তে
মশকীর লালাগ্রন্থিতে
মশকের পাকস্থলিতে
56.কোনটি ভিটামিন সি এর অভাবজনিত রোগ?
রাতকানা
স্কার্ভি
57.কোন প্রাণীটি প্রোটোজোয়ার অন্তর্ভূক্ত নয়?
জিয়ারডিয়া
ম্যালেরিয়া জীবাণু
সাইকন
অ্যামিবা
58.স্ত্রী লিঙ্গের কোন অংশে ভ্রুণ বর্ধিত হয়?
ডিম্বাশয়
ডিম্বানল
গর্ভাশয়
যৌননালয়
59.কোনটি উভয়লিঙ্গ প্রাণী?
ব্যাঙ
কেঁচো
তেলাপোকা
এ্যামিবা
60.ডিম্বে কতটি ক্রোমোসোম আছে?
একজোড়া
একটি
তেইশ জোড়া
তেইশটি
জীববিজ্ঞান
61.বৃতির কাজ-
সবগুলো
খাদ্য প্রস্তুত
আকর্ষণ
ফুলের অভ্যন্তরের অংশগুলিকে রক্ষা করা
62.বর্ণাধার নাই এমন উদ্ভিদ হলো-
ছত্রাক
ব্যাকটেরিয়া
শৈবাল
মস
63.গিজার্ড আরশোলার একটি বিশেষ অংগ=
স্নায়ুতন্ত্রের
পরিপাকতন্ত্রের
সংবহনতন্ত্রের
জননতন্ত্রের
64.সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ বর্জণ করে-
CO2
O2
H2O
H2
রক্তনালি অনুপস্থিত-
আবরণী কলাতে
যোজক কলাতে
পেশি কলাতে
স্নায়ু কলাতে
66.পুষ্প বিন্যাসকে নিয়ত ও অনিয়ত এই দুই ভাগে বিভক্ত করেছিলেন-
লিনিয়াস
থিওফ্রাস্টাস
ল্যামার্ক
সি, জি, এহরেন বার্গ
67.অগ্ন্যাশয় হতে নিঃসৃত হয় না-
ইনসুলিন
গ্লুকাগন
ক্যালসিট্রোনিন
গ্যাস্ট্রিন
68.পরাগ থলি ফুলের কোন অংশে থাকে?
বৃতি
দল
পুংস্তবক
স্ত্রীস্তবক
69.কোনটি মালভেসি গোত্রের অন্তর্ভূক্ত?
চন্দন
কড়াই
জবা
লজ্জাবতী
70.কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে?
প্রজাপতি
সাপ
কেঁচো
তেলাপোকা
71.আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে-
লাল
পেপসিন
লাইপেজ
এমাইলেজ
72.নালিবিহীন গ্রন্থি কোনটি?
প্যারোটিড
পকৃত
প্যারাথাইরোয়েড
টনসিল
73.কোনটি মাছ নয়?
তারা
শিশু
ইলিশ
সবকটি
74.কোন উদ্ভিদ জমিতে নাইট্রোজেরে পরিমাণ বাড়ায়?
ধান
ভুট্টা
আম
ছোলা
75.সপ্তম করোটিকা স্নায়ু কোনটি?
ভেগাস
ট্রাইজেমিনাল
ফেসিয়াল
অপটিক
জীববিজ্ঞান
76.জ্যাস্থোফিলের বর্ণ কি?
সবুজ
লাল
হলুদ
কমলা
77.কংগ্লোবেট গ্লস্থি কোথায়?
হাইড্রা
ব্যাঙ
তেলাপোকা
মানুষ
79.লাল অস্থি মজ্জা তৈরি করে-
লাল রক্ত কণিকা
শ্বেত রক্ত কণিকা
অণুচক্রিকা
সবগুলো
80.প্রাণীজগতের শ্রেণিবিন্যাসের প্রথম পরিকল্পনা করেন-
অ্যারিস্টটল
গেলেন
হার্ভে
গ্যালিলিও
81.ভার্টিসিল্যাস্টার পুষ্পবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়?
ডুমুর
শ্বেতদ্রোণ
সূর্যমুখী
কলা
82.প্রস্থপ্রাচীর বিহীন ও বহুকেন্দ্রিক বিশিষ্ট উদ্ভিদ দেহকে বলা হয়-
সিনোসাইট
লিউকোসাইট
প্যারাসাইট
গ্যামেটোফাইট
83.কোনটি আদিকোষ?
ভাইরাস
অ্যামিবা
ব্যাকটেরিয়া
কোনোটিই নয়
84.হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয়?
করোটিকারঅস্থি
কর্ণের অস্থি
বাহুর অস্থি
পায়ের অস্থি
85.কোনটিতে ক্লোরোফিল বর্তমান?
পেনিসিলিয়াম
লাইকেন
ভাইরাস
ল্যাকটোব্যাসিলাস
86.ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
মাইটোকন্ড্রিয়া
রাইবোসোম
ক্লোরোপ্লাষ্ট
সাইটোপ্লাজম
87.কেন্দ্রিকার বিভাজনকে বলা হয়-
অ্যামাইটোসিস
ক্লিজেভ
সাইটোকাইনেসিস
কেরিওকাইনেসিস
88.কোনটি ক্ষুধার্ত স্নায়ু?
অলফ্যাক্টরি
অপটিক
ফেসিয়াল
ভেগাস
89.গ্যাসারিয়ান স্নায়ু গ্রন্থি দেখা যায়-
অপথেলমিক স্নায়ুতে
ফেসিয়াল স্নায়ুতে
অডিটরি স্নায়ুতে
ট্রািইজেমিনাল স্নায়ুতে
90.কোনটি মৃতজীবী?
স্পাইরোগাইরা
মিউকর
মস
টেরিস
রসায়ন
78.রক্তের পি এইচ নিয়ন্ত্রণ কিসের উপর নির্ভর করে?
এনটিজেন
এনটি বডি
রক্তে গ্রুপ
বাফার
পদার্থবিদ্যা
91.একটি টানা তারে আঘাত করিলে-
দীঘল তরঙ্গের সৃষ্টি হয়
স্থির তরঙ্গের সৃষ্টি হয়
কোন তরঙ্গের সৃষ্টি হয় না
সুরবর্জিত শব্দের সৃষ্টি হয়
92.বিদ্যুৎ বিশ্লেষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টামিটার
ভোল্টমিটার
95.প্রতি ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ প্রতি সেঃ কত বৃদ্ধি পায়?
১০ মিটার
৫ মিটার
০.৬১ মিটার
০.৫ মিটার
96.একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দূরত্ব ৫ সেমি. হইলে উহার বিবর্ধন কত হইবে?
দ্বিগুণ
চারগুণ
ছয়গুণ
পাঁচগুণ
97.আলোর গতিবেগ সর্বোচ্চ কোথায়?
পানিতে
শূন্যস্থানে
বায়ুতে
কাঁচে
99.কোন উক্তিটি মিথ্যা?
পারদের ঘনত্ব ১৩.৬ গ্রাম/ঘন সে.মি
ঘনত্ব প্রকাশের জন্য এককের প্রয়োজন হয় না
ঘনত্ব নির্ণয়ে তাপমাত্রার উল্লেখের প্রয়োজন আছে
আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয়
101.কোন বিষয়ের উপর কেন মাধ্যমের প্রতিসারাংক নির্ভর করে না?
ঐ মাধ্যমের প্রকৃতি
আপতিত আলোর বর্ণ
চারি পার্শ্বস্থ মাধ্যম
আপতন কোণের পরিবর্তন
103.কোনটি সত্য?
মহাকর্ষীয় ধ্রুবক একটি দিক রাশি
লোহা অপেক্ষা সোনার ঘনত্ব কম
রেশমী কাপড় দিয়া একটি কাঁচ দণ্ড ঘষিলে দণ্ডটি ধন আধানযুক্ত হয়
নিউক্লিয়াসের ভর সংখ্যা উহাতে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলের সমান
104.সান্ট ব্যবহৃত হয়-
বৈদ্যুতিক ঘন্টায়
মাধ্যমের প্রতিসারাংক নির্ণয়ে
গ্যালভানোমিটার রক্ষার কাজে
প্রবাহমাত্রা নির্ণয়ে
105.শব্দের গতিবেগ সর্বাপেক্ষা কোনটিতে বেশি?
লোহা
পানি
কাঠ
বাতাস
রসায়ন
93.কোনটি মিথ্যা?
১০ ডেসিমিটার = ১ মিটার
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম
১ কিলোগ্রাম = ১০৩১০৩ গ্রাম
১ মাইক্রোন
= ১০−৪১০-৪ গ্রাম
98.তাপমাত্রা ধ্রুবক থাকিলে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এই সূত্রের নাম-
অ্যাভোগেড্রোর সূত্র
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
কোনোটিই সূত্র
100.কোনটি সত্য নয়?
এক ক্যালরি = ৪.২ জুল
পানির বাষ্প ভবনের সুপ্ত তাপ ৮০ ক্যালরি/গ্রাম
বরফের আপেক্ষিক তাপ তাপ ০.৫
পরম আর্দতার একক কিলোগ্রাম/ঘনমিটার
উচ্চতর গণিত
94.যদি ২৭টি একই আকারের ক্ষুদ্র ধাতব গোলককে গলাইয়া একটি গোলকে পরিণত করা হয় তবে উহার ব্যাসার্ধ ছোট গোলকের কতগুণ হইবে?
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
নয়গুণ
সাধারণ জ্ঞান
102.এক অশ্ব ক্ষমতা সমান-
৭৪৬ কিলোওয়াট
৭.৪৬ কিলোওয়াট
৭৪.৬ কিলোওয়াট
০.৭৪৬ কিলোওয়াট
পদার্থবিদ্যা
106.ইলেকট্রন উচ্চ স্তর শব্দের বেগ সবচেয়ে বেশি।
শক্তি বিকিরণ
শক্তি শোষণ
উভয়ই
শক্তির কোন আদান প্রদান হয় না
107.অনুবাদ কম্পনের ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল-
সমমানের
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের পর্যাবৃত্ত বল
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান কম্পাঙ্কের পর্যাবৃত্ত বল
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের পর্যাবৃত বল
108.কোন বর্ণের দৃশ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
হলুদ
লাল
বেগুনী
নীল
109.কোনটি সত্য?
G একটি সার্বজনীন ধ্রুবক
চাপ একটি দিক রাশি
ভোল্ট চার্জের একক
ক্যাথোড রশ্মি ঋণাত্মক কণা বহন করে
110.এম, কে, এস পদ্ধতিতে উজ্জ্বল্যের একক-
ক্যগেুলা
মিটার-বাতি
নিট
কোনোটিই নয়
113.কোন পরিবাহীতে তড়িৎ-প্রবাহের মান দ্বিগুণ করিলে উৎপন্ন তাপ-
দ্বিগুণ বৃদ্ধি পাইবে
তিনগুণ বৃদ্ধি পাইবে
চারগুণ বৃদ্ধি পাইবে
কোন পরিবর্তন হইবে না
114.বায়ুর তাপমাত্রা 1°C1° বৃদ্ধি পেলে শব্দের বেগ প্রতি সেকেণ্ডে বৃদ্ধি পায়-
০.৫১ মিটার/সেকেণ্ড
০.৬১ মিটার/সেকেণ্ড
০.৭১ মিটার/সেকেণ্ড
০.৮১ মিটার/সেকেণ্ড
115.যে কোন সরল দোলকের বব-
আয়তনে বড় এবং ভারী
আয়তনে ছোট এবং ভারী
আয়তনে ছোট এবং হাল্কা
আয়তনে ছোট এবং ওজনহীন
117.সহজে পানি গরম করিতে হইলে-
বেশি বিদ্যুৎ কম রোধক তারের মধ্য দিয়ে পাঠাইতে হইবে
কম বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাইতে হইবে
বেশি বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাইতে হইবে
বেশি বিদ্যুৎ বেশি রোধক তল ভাল সুপরিবাহী তারের মধ্যে দিয়ে পাঠাইতে হইবে
119.বলপয়েন্ট পেন কোন নীতিতে কাজ করে?
পৃষ্ঠটান
সান্দ্রতা
মাধ্যাকর্ষণ বল
কোনোটিই নয়
রসায়ন
111.পরমাণুর ব্যসার্ধ-
১০−৮১০-৮ মিটার
১০−৮১০-৮ কিলোমিটার
১০−৮১০-৮ সেন্টিমিটার
কোনোটিই নয়
112.পরমাণুর বেলায় কোনটি সত্য নয়?
পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ
যে কোন পরমাণুর নিউক্লিয়াস প্রোজন ও নিউট্রন সমন্বয়ে গঠিত
হাইড্রোজেন নিউক্লিয়াসে নিউট্রন নাই
নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না
116.লেকস্যান্স বিদ্যুৎ কোষে-
পোল দুইটি ধাতব পদার্থের তৈরি
MnO2 বিদ্যুৎ উৎপন্ন করে
NH4CI বিদ্যুৎ উৎপন্ন করে
স্থায়ী বিদ্যুৎ উৎপন্ন করে
118.একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি ইহার পরমাণুর-
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয়
ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান হয়
নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা হইতে বেশি হয়
ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা হইতে কম হয়
120.কোন ধাতুর ব্লকের উপর ক্যাথোড রশ্মি আপতিত করে X-রে রশ্মি উৎপন্ন হয়?
টাইটোনিয়াম
মলিবডেনাম
ম্যাংগানিজ
আর্সেনিক
রসায়ন
121.দ্রবণে সমপরিমাণ ধন ও ঋণ চার্জ বিশিষ্ট হয় না কোনটি?
এসিড
ক্ষার
লবণ
কোনোটিই নয়
123.কোনটি সত্য?
বরফকে পানিতে ছাড়িয়া দিলে তাহার কিছু অংশ পানির উপরে থাকে
নদী ও সাগরের পানির ঘনত্ব সমান
আর্কিমিডিস একজন পাক-ভারত উপমহাদেশের বৈজ্ঞানিক
সমুদ্রের পানি অপেক্ষা নদীর পানিতে সাঁতার কাটা সহজতর
127.ফ্লোরেসেন্ট বস্তুর ক্ষেত্রে কোনটি সত্য?
সব সময় আলো বিকিরণ করে
অন্ধকারে আলো বিকিরণ করে
এক্স-রে’র উপস্থিতিতে আলো বিকিরণ করে
কোনোটিই নয়
128.লোহার কুরী বিন্দু হলো-
750°C750°
650°C650°
770°C770°
740°C740°
130.চামড়া শুস্ক অবস্থায় মানবদেহের বৈদ্যুতিক রোধ প্রায়-
১০,০০০ ওহম
৩০,০০০ ওহম
৫০,০০০ ওহম
৭০,০০০ ওহম
132.কোন বিদ্যুতিক যন্ত্রটিতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
বৈদ্যুতিক ঘন্টা
মোটর
ডায়নামো
লেকল্যান্স কোষ
পদার্থবিদ্যা
122.রকেট উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল?
প্রথম সূত্রের ফল
দ্বিতীয় সূত্রের ফল
তৃতীয় সূত্রের ফল
কোনোটিই নয়
126.এ্যামিটার কী?
বিভব মাপার যন্ত্র
তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র
বিভব পার্থক্য মাপার যন্ত্র
চার্জ মাপার যন্ত্র
129.চুম্বক আকর্ষণ করে না-
লৌহ
সোনা
নিকেল
কোবাল্ট
131.সাধারণ শব্দের স্পষ্ট প্রতিধ্বনি শুনিতে হইলে শ্রোতা হইতে ফলকের নূ্্যনতম দূরত্ব-
৪৬ ফুট
৫৬ ফুট
৬৬ ফুট
৭৬ ফুট
133.একট বস্তু m ভর v বেগ নিয়ে অবস্থান করিলে তাহার গতিশক্তি হবে-
mv
12mv212
mv2
None
134.কোনটি সত্য?
চাপ শব্দের বেগ বৃদ্ধি করে
চাপ শব্দের বেগ হ্রাস করে
শব্দের বেগ চাপের ব্যাস্তানুপাতিক
নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না
সাধারণ জ্ঞান
124.পদার্থবিদ্যার কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন?
জগদীশ চন্দ্র বসু
মেঘনাথ সাহা
আব্দুস সালাম
চন্দ্রশেখর ভেঙ্কটরমন
125.পৃথিবীর আকর্ষণ ছাড়িয়া যেতে বস্তুর যে গতি প্রয়োজন-
সেকেণ্ডে ৭ মাইল
সেকেণ্ডে ১৫ মাইল
সেকেণ্ডে ১০ মাইল
সেকেণ্ডে ২৫ মাইল
135.সেন্টিগ্রেড স্কেলের আবিস্কারক একজন-
সুইডিশ
জার্মান
স্পেনীয়
ব্রিটিশ
136.500 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হইলে কৃত কাজের পরিমাণ কত?
2.5×104 (joule)2.5×104
25×104 (joule)25×104
2.5×1012 (Erg)2.5×1012
25×1010 (Erg)25×1010
138.একটি তড়িৎকোষে বিদ্যুৎ চালক বল ১.৪ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ ০.২ ওহম। ইহার প্রান্তদ্বয় ২.৬ ওহম রোধের একটি তার দ্বারা যুক্ত করিলে প্রান্তীয় বিভবীয় পার্থক্য কত হইবে?
1
Volt
1.5 Volts
2 Volts
1.3 Volts
139.এম, কে, এস পদ্ধতিতে ৪°৪°সেঃ উষ্ণতা বিশিষ্ট পানির ঘনত্ব কত?
১ কেজি প্রতি ঘন মিটার
১ গ্রাম প্রতি ঘন মিটার
১০০ কেজি প্রতি ঘন মিটার
১০০০ কেজি প্রতি ঘন মিটার
141.সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ২০ ওহম রোধের একটি তারকে কাটিয়া সমান চার খণ্ডে বিভক্ত করিয়া উহাদিগকে সমান্তরালে সংযুক্ত করিলে তুল্যরোধ কত হইবে?
1 ohm
1.25 ohms
3 ohms
1.5 ohms
143.ভূ-চুম্বকের উত্তর মেরু ও ভৌগলিক দক্ষিণ মেরুর দূরত্ব কত?
1400
miles
1800 miles
1700 miles
2500 miles
145.বৈদ্যুতিক বিভবের এস, আই একক হইল-
কুলম্ব
ফ্যারাড
ভোল্ট
ওহম
147.কোনটি ভেক্টর রাশি নয়?
দ্রুতি
বল
ত্বরণ
বেগ
148.একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ১০ সেঃ মিঃ ইহার চৌম্বক দৈর্ঘ্য কোনটি?
18.5
cm
8.5 cm
0.85 cm
85 cm
149.বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি?
জুল
কিলোওয়াট ঘন্টা
কিলোওয়াট সেকেন্ড
অ্যাম্পিয়ার
রসায়ন
137.পুরু নীল কাচে সাদাবস্তু এবং হলুদ বস্তু যথাক্রমে-
নীল ও কাল দেখায়
কাল ও নীল দেখায়
হলুদ ও কাল দেখায়
কাল ও হলুদ দেখায়
140.কোন কঠিন বস্তুটি গলিয়া তরল হইলে আয়তন হ্রাস পায়?
মোম
সীসা
গালা
বরফ
142.রেডিও থেরাপিতে কোন ধরণের রশ্মি ব্যবহৃত হয়?
ক্যাথোড রশ্মি
গামা রশ্মি
আলফা রশ্মি
রঞ্জন রশ্মি
144.পরমাণুর ভর সংখ্যা বলিতে কী বুঝায়?
শুধু প্রোটনের সংখ্যা
প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা
প্রোটন ও ইলেকট্রনের মিলিত সংখ্যা
প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের মিলিত সংখ্যা
146.Isotopes-
আইসোটোপস হইল সই সমস্ত পরমাণু যাহাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন
একই মৌলের আইসোটোপস সমূহের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা থাকে
একই মৌলের আইসোটোপস সমূহের রাসায়নিক ধর্ম একই রকমের
সবকটি
150.যে সকল পরমাণুর নিউট্রনের সংখ্যা পরস্পর সমান থাকে তাদেরকে বলা হয়?
আইসোমার
আইসোটোপ
আইসোটোন
পদার্থবিদ্যা
151.অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব হয়-
খাড়া এবং ছোট
খাড়া এবং বড়
উল্টা এবং বড়
উল্টা এবং ছোট
152.যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলে-
বৈদ্যুতিক মোটর
ট্রান্সফরমার
ডায়নামা
জেনারেটর
153.থার্মোমিটারের মার্কারি ব্যবহারের সুবিধা কী?
তাপ দিলে আয়তনে বাড়ে
আপেক্ষিক গুরুত্ব বেশি
পারদের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় না
নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরল পদার্থ অপেক্ষা বেশি এবং ইহার বৃদ্ধি কাঁচের ভিতর দিয়ে সুস্পষ্ট তবে দেখা যায়
154.উত্তল লেন্সের ফোকাসের বাইরে থেকে একটি বস্তুর লেন্সের দিকে নিয়ে আসা হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে?
প্রতিবিম্ব প্রথমে সিধা এবং পরে উল্টা হবে
প্রতিবিম্ব প্রথমে উল্টা এবং সিধা হবে
প্রতিবিম্ব সব সময়ই সিধা হবে
প্রতিবিম্ব সব সময়েই উল্টা হবে
155.কোনটি সত্য নয়?
দুটি চৌম্বক মেরুর মধ্যবর্তী আকর্ষণ-বিকর্ষণের কুলম্বের সূত্রটি একটি বিপরীত বর্গায় সূত্র
দুটি বৈদ্যুতিক চার্জের মধ্যবর্ত আকর্ষণ-বিকর্ষণের কুলম্বের সূত্র একটি বিপরীত বর্গীয় সূত্র
নিউটনের মহাকর্ষ আকর্ষণের সূত্রটি একটি বিপরীত বর্গীয় সূত্র
ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র একটি বিপরীত বর্গীয় সূত্র
156.এক অশ্বক্ষমতা সমান-
746
watt
647 watt
476 watt
764 watt
158.কোনটি সত্য?
শব্দের বেগ চাপের উপর নির্ভর করে
শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে
শব্দের বেগ আর্দ্রতার উপর নির্ভর করে
কোনোটিই নয়
159.ওয়েরস্টেড কোন রাশির একক?
বিদ্যুৎ প্রবাহের ব্যবাহারিক একক
বিদ্যুৎচালক বলের একক
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যে একক
চৌম্বক ভ্রামকের একক
160.কোনটি সঠিক সম্পর্ক?
অ্যাম্পিয়ার ×× সেকেণ্ড = কুলম্ব
অ্যাম্পিয়ার ×× ভোল্ট = কুলম্ব
কুলম্ব ×× জুল = ভোল্ট
অ্যাম্পিয়ার ×× ওহম = কুলম্ব
161.একটি বস্তু নিচে পড়িতে থাকিলে উহার-
স্থিতি শক্তি বৃদ্ধি পায়
গতি শক্তি বৃদ্ধি পায়
গতি শক্তি কমিয়া যায়
স্থিতি শক্তি বা গতিশক্তি অপরিবর্তিত থাকে
162.একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব ২.৫ ইহার দ্বারা অপসারিত পানির ওজন ১০ গ্রাম হইলে, পানিতে ইহার ওজন কত?
25 gm
15 gm
4 gm
5353 gm
163.একটি বিদ্যুতিক বাতিতে যদি ০.৪ অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ হয় এবং ইহার বিভব পার্থক্য যদি ২৪০ ভোল্ট হয় তাহলে উহার রোধ কত হইবে?
6000
ohm
60 ohm
600 ohm
6 ohm
রসায়ন
157.বরফ গলনের সুপ্ততাপ-
২৫২ ক্যালরি/গ্রাম
৫৩৭ ক্যালরি/গ্রাম
৮০ ক্যালরি/গ্রাম
১০০ ক্যালরি/গ্রাম
164.বায়ুমণ্ডলের চাপ 106106 ডাইন/বর্গ সে.মি. হেইলে, পানির কত গভীরতার চাপ বায়ুমন্ডলের চাপের দ্বিগুণ হইবে?
619.36 cm619.36
2025.89 cm2025.89
1019.36 cm1019.36
1524.63 cm1524.63
165.বরফ ও তামার উপর চাপ প্রয়োগ করিলে উহাদের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হইবে?
উভয়ের ক্ষেত্রে বাড়িবে
উভয়ের ক্ষেত্রে কমিবে
বরফের বাড়বে তামার কমবে
তামার বাড়বে, বরফের কমবে
পদার্থবিদ্যা
166.৩০ সে.মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ তেকে ৫০ সে. মি. দূরে ১টি লক্ষ্যবস্তু আছে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে বের কর?
75 cm
50 cm
30 cm
150 cm
জীববিজ্ঞান
167.বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়?
শিম
বেগুন
সরিষা
জবা
168.কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত-
প্যারেনকাইমা
সঙ্গীকোষ
রক্ষী কোষ
সীভ নল
170.কোনটিতে গবলেট কোষ পাওয়া যায়?
ফুসফুসে
অগ্ন্যাশয়ে
যকৃত
অন্তে
171.মিয়োসিস কোষ বিভাজনে-কোনটি সত্য?
নিউক্লিয়াসে ক্রোমোসোম অর্ধেক হইয়া যায়
নিউক্লিয়াসে ক্রোমোসোম সমান থাকে
নিউক্লিয়াসে ক্রোমোসোম দ্বিগুণ হইয়া যায়
কোনোটিই নয়
172.ম্যালেরিয়া জীবাণুর অযৌনচক্র অতিবাহিত হয়-
মশাতে
ব্যাঙে
পানিতে
মানুষে
173.কক্কাসের আকৃতি হল-
দপ্তাকৃতি
গোলাকৃতি
কমার মত
কুণ্ডলাকৃতি
174.ছোলা কোন পরিবারের ভূক্ত?
ক্রসিফেরি
লিলিয়েসি
মালভেসি
লেগুমিনোসি
175.নিউক্লিয়াস থাকে না-
সকল স্তন্যপায়ীর
পরিণত সীভ কোষে
ফ্লোয়েম প্যারেনকাইমা কোষে
পরিণত সঙ্গী কোষ
176.স্নেহজাতীয় পদার্থকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে কোন উৎসেচক?
টায়ালিন
লাইপেজ
পেপসিন
রেনিন
ব্যাখ্যা
177.কোনটি সত্য? ব্যাঙের হৃৎপিণ্ডে আছে-
দুইটি অলিন্দ একটি নিলয়
পেরিকার্ডিয়াম নাই
দুইটি অলিন্দ দুইটি নিলয়
একটি অলিন্দ দুইটি নিলয়
178.শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় আছে?
অপটিক লোব
টেমপোরাল লোব
অলফেক্টরি লোব
মেডুলা অবলংগটা
179.সালোক সংশ্লেষণের যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কী?
কার্বন-ডাইঅক্টাইড
পানি
বায়ু
ক্লোরোফিল
180.ক্রোমোজোমের প্রধান উপাদান হল-
চির্বি ও ডিএনএ
আমিষ ও ডিএনএ
আমিষ ও শর্করা
আমিষ ও চর্বি
সাধারণ জ্ঞান
169.৬০°৬০° কোষ করে অবস্থিত দুটি দর্পণের মাঝে ১টি বস্তু স্থাপন করিবে কয়টি প্রতিহিত সৃষ্টি হয়?
10
15
2
5
জীববিজ্ঞান
181.কোন প্রাণিটি ত্রিস্তরী?
অ্যামিবা
কেঁচো
হাইড্রা
ম্যালেরিয়ার জীবাণু
182.বীজের মৃৎভেদী অঙ্কুরোদগমের সময় বীজপত্র কোথায় অবস্থান করে?
মাটির নীচে
মাটির উপরে
মাটি ও পানির মাঝছানে
মাটি ও পাথরের
183.আনারস কোন জাতীয় ফল?
বেরি
সাইকোনস
সরোসিস
ক্যারিঅপসিস
184.কোনটি সত্য?
স্তন্যপায়ীর গ্রীবাদেশীয় কশেরুকার অস্থির সংখ্যা ছয়
ফিমার এক মস্তক গ্লিনয়েড ক্যাভিটি এর ভেতরে সংস্থাপিত থাকে
গিনিপিগের দ্বিতীয় কশেরুকা হইতে ওডন্টয়েড প্রসেস প্রথম কশেরুকার ভেতরে প্রবিষ্ট অবস্থায় থাকে
হিউমোরাস এক মস্তক অ্যাসিটাবুলাম এর ভেতরে সংস্থাপিত থাকে
185.কোনটি একগোত্রীয় নয়?
ইরেপসিন
পেপসিন
মিউসিন
রেনিন
186.প্রোটোজোয়ার জন্য কোনটি সত্য?
সকলেই পানিতে বাস করে
সকলেই পরজীবী
ইহাদের বার্ধক্য জনিত মৃত্যু নাই
সকলেরেই ক্ষন পদ আছে
187.প্রাণী দেহে কোনটি দীর্ঘতম কোষ?
নিউরন
নেফ্রোসাইট
গোবলেট
লোহিত রক্ত কণিকা
188.কলামনার কলা বিদ্যমান-
ব্যাঙের ত্বকে
পোষ্টিকনালির অন্তঃআবরণীতে
হৃৎপিণ্ডে
যকৃতে
189.অগ্ন্যাশয় কেবলমাত্র-
একটি বহিঃ ক্ষরা গন্থি
একটি অন্তঃ ক্ষরা গ্রন্থি
একটি পরিপাক গ্রন্থি
সবগুলো
191.কোন উদ্ভিদটিতে জনুক্রম ঘটেনা?
ব্যাকটেরিয়া
স্পাইরোগাইরা
মিউকর
মস
192.ছত্রাকের মাইসেলিয়ামের কোষ প্রাচীর তৈরি হয়-
সেলুলোজ
কিউটিন
কিটিন
পেকটিন
193.লাল পাতার পুষ্প মঞ্জরী কোন প্রকারের?
সায়াথিয়াম
হাইপ্যানথোডিয়াম
ভার্টিসিলেস্টার
ক্যাপিচুলাম
194.ফল ও বীজ ধারণকারী উদ্ভিদকে বলে-
সবীজ উদ্ভিদ
আবৃতবীজী উদ্ভিদ
নগ্নবীজ উদ্ভিদ
সপুস্পক উদ্ভিদ
195.কোন ফুলটি পানি পরাগী?
পদ্ম
শাপলা
মাখনা
পাতা শেওলা
সাধারণ জ্ঞান
190.মেণ্ডেলের দ্বিতীয় সূত্রে জিন এর স্বাধীন সঞ্চারণ না হলে জিনোটাইপের অনুপাত হবে-
3 : 1
1 : 2 : 1
9: 3: 1
None
জীববিজ্ঞান
196.মিয়োসিস এর কোন উপপর্যায়ে কায়াজমা গঠিত হয়?
জাইগোটিন
লেপ্টোটিন
প্যাকাইটিন
ডিপ্লোটিন
197.কোনটি শুদ্ধ?
অ্যামাইনো এসিড পাকস্থলি প্রাচীর শোষিত হয়
অগ্ন্যাশয় একটি থলে
যকৃত একটি গ্রন্থি
মিউসিন একটি উৎসেচক
পদার্থবিদ্যা
198.কোনটি মিথ্যা?
সেন্ট্রাম কশেরুকার অংশ
পিত্তরস উৎসেচক নয়
অন্ধবিন্দু অত্যন্ত অনুভূতিশীল
ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর একক
সাধারণ জ্ঞান
199.ইউনিসেফের সদর দপ্তর কোথায়?
নিউদিল্লি
কোপেনহেগেন
নিউইয়র্ক
জেনেভা
রসায়ন
200.তরল জৈব যৌগে পানির অস্তিত্ব প্রমাণ করে-
অনার্দ্র AICI3
অনার্দ্র ZnSO4
অনার্দ্র ZnSO4
অনার্দ্র CuSO4
201.ইউরিয়ার আইসোমার কোনটি?
KCNO
C6H6
HN4NO3
NH4CNO
202.Fe3(PO4)2 এ 'Fe' এর যোজ্যতা কত?
1
2
3
4
203.কোন যৌগটি হ্যালোফরম বিক্রিয়া প্রদর্শন করে?
HCOOH
CH3OH
CH2COOH
CH3CH2OH
204.কোনটি সত্য? ১ লিটার 0.1 N দ্রবণে এর পরিমাণ হইল-
4.9
gm
4.0 gm
6.3 gm
5.3 gm
205.কোনটি অ্যামোনিয়া যক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে?
ইথিলিন
অ্যাসিটিলিন
ইথেন
ইথাইল আয়োডাইড
206.প্লাস্টার অব প্যারিসের সংকেত হলো-
(CaSO4)2.H2O
CaSO4.H2O
CaSO4H2O
None
207.কোন উক্তিটি সঠিক?
ইথাইল অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না
ফরমালিন হল, ফরমালডিহাইডের শতকরা ৪০ ভাগ জলীয় দ্রবণ
পরম অ্যালহোকলে ৫% পানি থাকে
পটাসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়
208.সাদা ভিট্রিয়লের সংকেত-
FeSO4.7H2O
ZnSO4.7H2O
Na2CO3.10H2O
Na2B4O7.10H2O
209.ক্যালসিয়াম এসিটেটকে শুস্ক পাতক করিলে পাওয়া যায়-
CH4
CH3CHO
CH3COCH3
CH3COOCH3
ব্যাখ্যা
210.হেক্সামিনের রাসায়নিক সংকেত হলো-
(CH2)4N5
(CH2)6N4
CH2N.NHC6H5
CH2NOH
রসায়ন
211.কোন যৌগটির সহিত আয়োডিন ও অ্যামোনিয়াম হাইড্রাক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করিলে আয়োডোফর্ম উৎপন্ন হয়?
A
B
C
D
212.কোন যৌগটির সহিত ফসফরাস পেন্টা ক্লোরাইডের বিক্রিয়া করিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গত হয় না?
CH3CH2OH
(CH3CH2)2O
CH3CH2NH2
CH3OH
213.সোডিয়াম কার্বনেট এর তুল্য ওজন-
106
40
53
23
214.কোন মাধ্যমে নাইট্রোবেনজিন বিজারিত হয়ে ফিনাইল হাইড্রোক্লিল্যামিন পাওয়া যায়?
অম্লীয়
ক্ষারীয়
নিরপেক্ষ
কোনোটিই নয়
215.কোন মাধ্যমে নাইট্রোবেনজিন বিজারিত হয়ে ফিনাইল হাইড্রোক্লিল্যামিন পাওয়া যায়?
অম্লীয়
ক্ষারীয়
নিরপেক্ষ
কোনোটিই নয়
216.কোনটি সঠিক নয়?
প্রমাণ উচ্চতা ও চাপে ১৬ গ্রাম অক্সিজেনের আয়তন ১১.২ লিটার
কঠিন মৌলের পারমাণবিক তাপ ৬.৪ গ্রাম প্রায়
ম্যাগনেসিয়াম পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ
217.কোন জোড়া পদার্থদ্বয়ের বিক্রিয়ায় এস্টার গঠিত হয়?
অজৈব অম্ল ও ক্ষার
জৈব অম্ল ও ক্ষার
কার্বক্লিলিক এসিড ও অ্যালকোহল
কোনোটিই নয়
218.C3H8O এই আণবিক সংকেত দ্বারা কয়টি সমানুযৌগকে প্রকাশ করা যায়?
২টি সমাণুযৌগকে
৩টি সমাণুযৌগকে
৪টি সমাণুযৌগকে
কোন সমাণুতা সম্ভব নহে
219.এক লিটার 2N, H2SO42 দ্রবণের শতকরা শক্তি হলো-
98%
9.8%
19.6%
0.98%
220.কোন উক্তিটি কস্টিক সোডার ক্ষেত্রে সত্য?
ইহা পানিগ্রাস পদার্থ
ইহা পানিগ্রাহী পদার্থ
ইহা শুস্ক-বরফ
ইহা পানিত্যাগী পদার্থ
221.ক্লোরাল কোনটি?
AI2O3
CaCO3
PbCO3
CI3C−CHO
222.পটাসিয়াম ডাইক্রোমেট এ ক্রেমিয়াম-এর জারণ সংখ্যা কোনটি?
+4
-4
+6
-6
223.বেয়ার পরীক্ষা করা হয়-
অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা
ক্ষারীয় KMNO4 দ্রবণ দ্বারা
অ্যালকোহলীয় কস্টিক সোডার দ্রবণ দ্বারা
অ্যামোনিয়া যুক্ত AgNO3দ্রবণ দ্বারা
224.বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যায়-
এষ্টারিফিকেশন দ্বারা
সমস্ফুটন পাতনের সাহায্যে
আয়োডোফরম পরীক্ষা দ্বারা
জারণ ক্রিয়ার মাধ্যম
225.কোনটি কার্বিল অ্যামিন পরীক্ষা?
CHCI3, C6H5NH2 ও কস্টিক সোডার দ্রবণের বিক্রিয়া
CHCI3, C6H5OH ও কস্টিক সোডার দ্রবণের বিক্রিয়া
CHCI3 & HNO3 এসিডের বিক্রিয়া
গ্লিসারল ও KHSO4 এর বিক্রিয়া
জীববিজ্ঞান
226.ঈস্ট হতে নিঃসৃত এনজাইমের নাম-
মলটেজ
ল্যাকটেজ
জাইমেজ
ইনভার্টেজ
229.প্রজাপতি পাখী নয় কারণ-
সন্ধিযুক্ত উপাঙ্গ আছে
পালক নাই
পুঞ্জাক্ষি বিদ্যমান
২টি নিলয়ে অক্সিজেন যুক্ত ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পৃথক
230.গিজার্ড আরশোলার একটি বিশেষ অংগ-
স্নায়ুতন্ত্রের
পরিপাকতন্ত্রের
সংবহনতন্ত্রের
জননতন্ত্রের
231.আম, আদা কোন ধরনের রুপান্তরিত সঞ্চয়ী মূল?
কন্দালমূল
গচ্ছিতমূল
মালাকৃতি মূল
নিজে চেষ্টা করুন
233.কেঁচোর রক্তকণিকা -কোনটি সত্য ?
বর্ণহীন ও নিউক্লিয়াসযুক্ত
লাল ও নিউক্লিয়াসযুক্ত
বর্ণহীন ও নিউক্লিয়াসবিহীন
লাল রংঙের
234.কোনটি ভাইরাসজনিত রোগ ?
ডিফথেরিয়া
টিটেনাস
কলেরা
পোলিও
235.সরিষা কোন লিঙ্গীয় পুষ্প?
এক লিঙ্গ
উভয় লিঙ্গ
ক্লীব লিঙ্গ
সবগুলো
236.ব্যাঙাচির রুপান্তর নিয়ন্ত্রণ করে কোনটি?
ইস্টোজেন
থাইরকসিন
ইনসুলিন
নিজে চেষ্টা করুন
237.কোনটি লিগুমিনেসি গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য?
উদ্ভিদ উগ্রগন্ধ যুক্ত রস বিশিষ্ট
ফুল প্রজাপতির সদৃশ্য
মূলে নডিউল থাকে
বৃত্তাকার পরাগধানী উপস্থিত
238.ভার্সিসিল্যাস্টার পুষ্পবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়?
ডুমুর
শ্বেতদ্রোণ
সূর্যমুখী
কলা
239.কোনটি গিনিপিগের কশেরুকা?
অ্যাক্সিস
কক্সিকাস
ইউরোষ্টাইল
নিজে চেষ্টা করুন
রসায়ন
227.নিচের পদার্থগুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে বেশি?
ক্লোরোফর্ম
মিথেন
ইথাইল এলকোহল
মিথাইল ব্রোমাইড
228.কোনটি বাফার দ্রবণ নয়?
CH3COOH+CH3COONa
H2CO3+NaHCO3
HCIO2+CH3COOH
NaH2PO4+Na2HPO4
সাধারণ জ্ঞান
232.সূর্য শিশির একটি রুপান্তরিত -
পত্রফলক
কাণ্ড
মূল
নিজে চেষ্টা করুন
পদার্থবিদ্যা
240.কোনটি দিক রাশি ?
কুলম্ব
ওহম
বিদ্যুৎ প্রবাহ ঘনত্ব
অ্যাম্পিয়ার
পদার্থবিদ্যা
241.বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ কোনগুলি ?
রঞ্জন ও গামা রশ্মি
রেডিও, টেলিভিশন ও রাডার তরঙ্গ
অবলোহিত ও অতিবেগুনি রশ্মি
সবকটি
242.কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি ?
কঠিন মাধ্যম
তরল মাধ্যম
গ্যাস মাধ্যম
শূন্য মাধ্যম
243.১০ সে, মি, ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবাহীতে ১০ স্থির বিদ্যুৎ একক চার্জ দেওয়া হল। কোন রাশি এর শক্তির সমান হবে?
১ ই, এস, ইউ
১০ জুল
৫ আর্গ
১০০ ভোল্ট
244.কোন অবস্থায় একটা চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়?
ভেঙ্গে ফেললে
তাপ বৃদ্ধি করলে
অন্য চুম্বকের সঙ্গে ঘর্ষণ করলে
লৌহ চূর্ণের মধ্যে ডুবিয়ে দিলে
245.০.৩২ আপেক্ষিক তাপযুক্ত উপাদানের একটি বস্তুর পানিসম ৪.৮ গ্রাম , বস্তুটির ভর কত?
15 kg
1.5 kg
0.15 kg
0.015 kg
জীববিজ্ঞান
246.আদি কোষ কোথায় পাওয়া যায়?
নীলাভ সুবজ শৈবল
ভাইরাস
ব্যাকটেরিয়া
ছত্রাক
247.আরশোলার পায়ুর দুই পাশে অবস্থিত কোন অঙ্গের কাজ করে ?
রেচন অংগ
প্রজনন অংগ
শ্বসন অংগ
শ্রবণ অংগ
রসায়ন
248.পর্যায় সারণীর একই গ্রুপের অন্তর্ভূুক্ত মৌলের উদাহরণ -
Na, Mg, Al
H, N, Cl
P,S,K
None
249.SO2 বিরঞ্জন ক্রিয়া সম্পন্ন করে -
জারণ ক্রিয়ার সাহায্যে
তাপীয় বিয়োজনের সাহায্যে
বিজারণ ক্রিয়ার সাহয্যে
আর্দ্র বিশ্লেষণের সাহায্যে
250.গ্লুবার লবণ কোনটি?
Al2O32H2O
ZnCO3
CaCO3.MgCO3
Na2SO4.10H2O
No comments